ফিতা কেটে শীতকালীন উৎসব ২০১৮ এর শুভ উদ্বোধন |
বাংলাদেশ বার্তাঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ‘IIUC Business CLUB এর তরুন ছাত্রীদের উদ্যোগে Winter Festival 2018 উদযাপন করা হয়।
৬ ফেব্রুয়ারী ২০১৮ মঙ্গলবার ‘IIUC Business CLUB আয়োজিত শীতকালীন উৎসব ২০১৮ ‘IIUC Business CLUB এর প্রেসিডেন্ট জনাব অধ্যাপক এ. এম. শাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা একাডেমিক জোনের চীফ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিসনেস ফ্যাকল্টির ডীন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ডিবিএ চেয়ারম্যান প্রফেসর ড. মশিউরুল মাওলা প্রসূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. দেলোয়ার হোসাইন বলেন, বি.বি.এ এর IIUC Business CLUB এর উদ্যোগে আয়োজিত এই ধরণের কর্মসূচীটি নারী উদ্যোক্তা সৃষ্টি ও ভবিষ্যতে ব্যবসায়িক জগতে নেতৃত্ব তৈরীতে ভূমিকা পালন করবে।
‘IIUC Business CLUB এর আয়োজিত শীতকালীন উৎসব ২০১৮ এ শীতকালীন রকমারী পিঠা, পোষাক, মহিলাদের দৈনন্দিন সামগ্রীসহ নিজেদের তৈরি নানা সামগ্রীর ২৪টি স্টল সাজিয়ে ছাত্রীরা এই আয়োজনকে আকর্ষণীয় করে তুলে।
সকাল ৯:৩০টায় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি প্রফেসর ড. দেলোয়ার হোসাইন ফিতা কেটে শীতকালীন উৎসব ২০১৮ এর শুভ উদ্বোধন করেন। এর পর তিনি একে এক সবগুল স্টল ঘুরে ঘুরে দেখেন। নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। স্টল সমূহ পরিদর্শন কালে প্রধান অতিথিকে বিভিন্ন স্টল থেকে পিঠা ইত্যাদী উপহার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথির সাথে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, প্রফেসর ড. মশিউরুল মাওলা, অধ্যাপক এ. এম. শাহাবুদ্দীন, অধ্যাপক জাহেদ হোসেন ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ জুরায়েদ কবীর প্রমূখ ছিলেন।
পিঠার স্টল গুলিতে পাটি সাপটা, ডিম সুন্দরী পাটি সাপটা, পান পোয়া, সেমাই নাড়ু, নারিকেল পুলি, ফোম পিঠা, গাজরের হালুয়া, এরাবিয়ান পরোটা, আলু চপ, চিকেন বিরিয়ানী, চিকেন পাস্তা, সুজির ঝাল পিঠা, পরোটা আলুর দম ইত্যাদী দেখা যায়।
কোন কোন স্টলে শীতের পোষাক, স্কার্প, হিজাব, উর্না ইত্যাদী ছিল। নানা ধরণের আচারের সমাহারও
ছিল কিছু কিছু স্টলে। আবার চিপস, চিকেন বল, গাজরের লাড্ডু, চিকেন চপ, বীপ টিক্কা, কাটলেট ইত্যাদী সাজিয়ে বসেছিল অনেকে।
তবে IIUC Business CLUB আয়োজিত শীতকালীন উৎসব ২০১৮ জমে উঠেছিল। স্টলগুলোতে উৎসব আমেজে ভীড় ছিল চোখে পড়ার মতো।
শীতকালীন উৎসব ২০১৮ জমে উঠতে দেখে উদ্যোক্তা, শিক্ষক, ছাত্রী সকলের মনে আশার সঞ্চার হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য সকলের পক্ষ থেকে নানা ভাবে দাবী করা হয়েছে।
কোন কোন স্টলে শীতের পোষাক, স্কার্প, হিজাব, উর্না ইত্যাদী ছিল। নানা ধরণের আচারের সমাহারও
শীতকালীন উৎসব ২০১৮ স্টল গুলোতে উপচে পড়া ভীড় |
তবে IIUC Business CLUB আয়োজিত শীতকালীন উৎসব ২০১৮ জমে উঠেছিল। স্টলগুলোতে উৎসব আমেজে ভীড় ছিল চোখে পড়ার মতো।
শীতকালীন উৎসব ২০১৮ জমে উঠতে দেখে উদ্যোক্তা, শিক্ষক, ছাত্রী সকলের মনে আশার সঞ্চার হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য সকলের পক্ষ থেকে নানা ভাবে দাবী করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন