প্রিয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে সেহরিতে অংশ নেয়ার জন্য টুইটারে আমন্ত্রণ জানান আঙ্কারার একটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
ওই ছাত্রের আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দিয়ে শুক্রবার রাতে তাদের সঙ্গে সেহরিতে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।
ওই ছাত্রের নাম গানগোর আতাক। তিনি আঙ্কারার ইলদিরিম বায়েজিত বিশ্ববিদ্যালয়ের ডেনটিস্ট অনুষদের ছাত্র।
গানগোর আতাক তাদের ডরমিটরিতে তাদের সঙ্গে সেহরির খাবার খাওয়ার জন্য টু্ইটারে তাদের প্রিয় প্রেসিডেন্টের উদ্দেশ্য লিখেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, আপনি আমাদের হোসেইন গাজি ডরমেটরিতে আমাদের অতিথি হয়ে আমাদের সঙ্গে সেহরি করবেন?’
এই টুইটারের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লিখেন, ‘তোমাদের চা প্রস্তুত হলে আমি আসছি।’
পরে অন্য এক টুইটে প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায় তিনি ডরমিটরিতে ছাত্রদের সঙ্গে খাবারে অংশ নিয়েছেন।
প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে ছাত্ররা দারুন আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা তাকে সাদরে বরণ করে নেন। এসময় তারা এরদোগানের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। অনেকে তার সঙ্গে সেফলি তুলেন।
সৌজন্যে সংগ্রাম অনলাইন ডেস্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন