আপনার সন্তান মাদরাসা / বিদ্যালয় থেকে ফিরলে যেসব বিষয়গুলো জিজ্ঞেস করবেন -
শিশুর মানসিক বিকাশ ভালোভাবে হওয়ার জন্য এসব বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন। এতে মাদরাসা বা লেখাপড়া সম্পর্কে কোনো ভীতি নিয়ে সে মা-বাবার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে।
১. মাদরাসার/ বিদ্যালয় কোন জায়গাটি খুব ভালো লাগে ?
২. আজকে সবচেয়ে মজার কী ঘটেছে ?৩. আজকে কি কেউ তোমাকে সাহায্য করেছে ?
৪. ক্লাসে আজ কে তোমার পাশে বসেছিল ? তার সঙ্গে বসতে তোমার ভালো লেগেছে ?
৫. কোন বিষয়টি আজ তোমাকে খুব হাসিয়েছে ?
৬. কোন বিষয়টি খুব বিরক্তিকর ছিল আজ ?
৭. বিরতিতে কার সঙ্গে খেলা করেছ ?
৮. ক্লাসের সবচেয়ে মজার মানুষটি কে ?
৯. ক্লাসের সবচেয়ে রাগী তোমার কাকে মনে হয় ?
১০. শিক্ষকের সঙ্গে আজ কী করেছ ?
১১. কোন শব্দটি শিক্ষক আজ বেশি উচ্চারণ করেছেন ?
১২. আজকে কেউ কি ক্লাসে কেঁদেছিল ?
১৩. শিক্ষক কি এমন কিছু শিখিয়েছে, যা তুমি একেবারেই বুঝতে পারনি ?
১৪. মাদরাসার/বিদ্যালয় কোন নিয়মটি তোমার কাছে খুব কঠিন মনে হয় ?
১৫. তোমার কোন বিষয়টি শিক্ষকের আজ ভালো লেগেছে ?
১৬. তোমার কোন বিষয়টিতে শিক্ষক বিরক্ত হয়েছেন ?
১৭. আজ কি নতুন কোনো শব্দ শিখেছ ?
১৮. পাঠদানের কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে ?
১৯. তুমি কি মাদরাসার/বিদ্যালয় ওয়াশরুম ব্যবহার করেছ ? সেখানে যেতে কি তুমি নিরাপদ বোধ করেছ ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন