বাংলাদেশ বার্তাঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ মোটেল সৈকতের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে গ্রেফতারকৃত জামায়াত নেতা আ জ ম ওবায়েদুল্লাহসহ সাতজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলো, ছাত্রশিবিরের সভাপতি (দক্ষিণ) রফিকুল হাসান প্রকাশ লোদি, সেক্রেটারী মো. ইমরানুল হক, ছাত্রশিবির নেতা গাজী সাখাওয়াত হোসেন প্রকাশ হাসনাত, ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান হাবিব, মো. রফিকুল হায়দার , ‘পারাবার’ এর পরিচালক হোসনে মুরাদ তারিফ।
আজ বৃহস্পতিবার (২৮ জুন) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত ২১০ জনের ১৫ জনের ৭ দিন করে রিমাণ্ড চাওয়া হয়েছিল। আদালত ৭ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৩ জুন রাতে নগরীর কোতয়ালী থানার পর্যটন করপোরেশনের মোটেল সৈকত থেকে ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের’ ২১০ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। ২৪ জুন সকালে কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে ২১০ জনকে এজাহারনামীয় এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন