ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

জরুরী। নিজে জানুন। অন্যদেরকে জানান

জরুরী। নিজে জানুন। অন্যদেরকে জানান। বিরোধী দলকে ফাঁসাতে বাসে আগুন দিচ্ছে রাষ্ট্র-বিরোধী শক্তি। সরকার এদের না ধরে, বিরোধী দলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু মারা যাচ্ছে নিরিহ মানুষ। বাসের আগুনের বিপদ থেকে বাঁচতে নীচের কাজ গুলো করুনঃ ১- বাসে উঠেই দরজার কাছে বসা হেল্পার সহ ২-৩ জন যাত্রী মিলে দায়িত্ব নিন পরবর্তী প্যাসেঞ্জার উঠার সময় ব্যাগ চেক করার। দলবদ্ধ ভাবে এই কাজ করতে থাকুন। সন্দেহভাজন বোতল, পাউডার, তেল, দেখলেই চিৎকার করে অন্যদের সাহায্য চান। ২- বাসে উঠেই সামনে, পিছনে, ডানে, ও বামের একজন করে যাত্রীকে দায়িত্ব দিন সজাগ দৃষ্টি রাখতে রাস্তার লোকজনের উপর। বাসের হেল্পার ও যাত্রীরা একে অপরের সাথে কথা বলুন, সকলকে সতর্ক রাখুন। ২- সব সময় সাথে বড় বোতলে পানি রাখুন। এই পানি খাবেন না, জমিয়ে রাখুন বিপদের জন্যে। আগুন লাগলে যতদূর সম্ভব তাড়াতাড়ি মুখে, চোখে, মাথায়, ও হাতে পানি ঢেলে তারপরে দৌড় দিন। এতে আগুনের উত্তাপ কম লাগবে, টিস্যু ড্যামেজ কম হবে। আল্লাহ সহায় হলে, ভেজা চামড়া পুড়বার আগেই পালাতে পারবেন। ৩- ফুলহাতা কাপড় পড়ুন। সুতির মোটা কাপড়ে আগুন ধরতে সময় বেশি লাগে সিল্কের কাপরের চাইতে। ৪- সবাই কাঁধের ব্যাগ ব্যবহার করুন। হেলমেট কিংবা টিনের বালটি ব্যাগে নিয়ে উঠতে পারেন । আগুন লাগলে বালতি বা হেলমেট কিংবা কাঁধের ব্যাগের ভিতরে যতদূর সম্ভব চোখ খোলা রেখে মাথা ঢুকিয়ে দৌড় দিলে মাথার বড় অংশ ও চোখ রক্ষা পাবে আগুনের আঁচ থেকে। ৪০-৬০ সেকেন্ডের জন্যে নিরাপদ থাকলেই বেড়িয়ে পড়তে পারবেন। ৫- সাথে ছোট হাতুড়ি কিংবা লহার দন্ড রাখুন। গ্লাস ভাংতে কাজে দিবে। ৬- সানগ্লাস ব্যাবহার করতে পারেন বাসে বসে থাকার সময়। হঠাত আগুন লাগলে চোখ বাঁচাবে। ৭- সজাগ থাকুন, বাসের জানালা বন্ধ রাখুন। এখন শীতকাল, তাই জানালা বন্ধ রাখতে খুব বেশি কষ্ট নাও হতে পারে। ৮- জানালার পাশে বসলে, কাঁধের ব্যাগ মাথা ও জানালার কাচের মাঝামাঝি দিয়ে রাখতে পারেন। রাস্তা থেকে কিছু ছুড়লে, সরাসরি মাথায় বা মুখে লাগবে না। আল্লাহর নাম নিয়ে যাত্রা করুন। জালেম ও অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। রাষ্ট্র-বিরোধী বাসে আগুন লাগানোর সময় ধরা পড়লে নিজেরা উত্তম মধ্যম দিয়ে বুঝার চেস্টা করুন এরা বাংলাদেশী কিনা। বাংলায় কোন বিশেষ টান আছে কিনা খেয়াল করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন