‘আমার প্রার্থীরা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট সুষ্ঠু হবে কি না জানি
না। আমি আমার প্রার্থীদের বোমা ও আগুনের মুখে ফেলে দিতে পারিনা।’ এ ভাবেই
মন্তব্য করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এই সময় এরশাদ জানান, পরিবেশ না থাকলে তার পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব না। এরশাদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন দাখিল করবেন কিন্তু আমার নির্দেশের অপেক্ষায় থাকবেন। আমি যদি নির্দেশ দেই তাহলেই মাঠে নামবেন। এ সময় এরশাদ রাষ্ট্রপতিকে সম্মান দেখিয়ে ওনার আসনে কোনো প্রার্থী দেবেননা বলে জানান।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এই সময় এরশাদ জানান, পরিবেশ না থাকলে তার পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব না। এরশাদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন দাখিল করবেন কিন্তু আমার নির্দেশের অপেক্ষায় থাকবেন। আমি যদি নির্দেশ দেই তাহলেই মাঠে নামবেন। এ সময় এরশাদ রাষ্ট্রপতিকে সম্মান দেখিয়ে ওনার আসনে কোনো প্রার্থী দেবেননা বলে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন