মুন্সীগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এ সময় চার হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের পুরাতন ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে হেফাজত কর্মীরা বিক্ষোভ
মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান,
পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়াই হেফাজতে ইসলামের কর্মীরা পুরাতন ফেরীঘাট
সংলগ্ন জামে মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করতে চায়।
পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে মিছিলে বাধা দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন