শুরু হল বিরোধী দলের অবরোধ
কর্মসূচী। ব্যাপারটা অনেকটা হরতালের মত মনে হলেও, বাস্তবে কিছুমাত্রায় বেশি
তীব্র আন্দোলন। প্রতিটি জেলা, প্রতিটি শহর জনগণ অবরুদ্ধ করে রাখবে। চলতে
দেয়া হবে না সরকারি অফিস, ব্যাংক-লেনদেন। প্রদর্শন করা হবে সরকারের প্রতি
অনাস্থা আর তত্ত্বাবধায়ক সরকারের দাবী।
অবরোধকে সামনে রেখে সরকারও
নেমে গেছে রাস্তায়। সরকারদলীয় সন্ত্রাসীলীগ আর রাষ্ট্রীয় সন্ত্রাসী
পুলিশের সাদা পোশাকের টীম কাজে নেমে পড়েছে হাতে পেট্রোল আর গান পাউডার
নিয়ে। সন্ত্রাসীলীগের দানবগুলো বাগে পেলে ছাড়বে না কোন বাস-গাড়ি এমনকি
অবরুদ্ধ সিএনজির প্যাসেঞ্জারকেও। অট্টহাসি হেসে হেসে পেট্রোল কিবা গান
পাউডার ছিটিয়ে জ্বালিয়ে দেবে আরও কিছু প্রাণ আর ফোনে গদগদ হয়ে বলবে:
“স্যার, আইজকাও ৫ জন।” তার কাজ শেষ।
সাংবাদিক হাজির হবার আগেই তাকে ফোন দিয়ে জানানো হবে “৫ জন অগ্নিদগ্ধ,
বিরোধী দল খারাপ” এইটা ছাপেন। প্রতিদিন সহিংসতার শিকার হচ্ছে সাধারণ মানুষ,
জ্বলছে গাড়ি, জ্বলছে জীবন।
বিরোধীদলের আন্দোলনকে বিকৃতভাবে
উপস্থাপন করতে উন্মাদ সরকার একের পর এক প্রাণনাশ করেই যাচ্ছে। এই হত্যাযজ্ঞ
চালাতে এতটুকু মন কাঁপেনা হাসিনার, এই এতটুকুও না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন