ইকামাতে দ্বীনের দায়িত্ব
আল্লাহ তায়ালা তাঁর রাসুল হযরত মুহাম্মদ (সঃ) কে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কুরআনের তিনটি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন।
"তিনিই সে মহান সত্তা (আল্লাহ) যিনি তাঁর রাসুলকে হেদায়াত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান (দ্বীনে হক) সহ পাঠিয়েছেন, যেন (রাসুল) তাকে (ঐ বিধানকে) আর সব বিধানের উপর বিজয়ী করেব।" ( সূরা তাওবাঃ ৩৩, সূরা ফাতহ ২৮, সূরা সাফ ৯)
রাসুল (সঃ) আল্লাহর দ্বীনকে কায়েম করেই এ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা-বানিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহর বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে, ইসলামই দুনিয়ার জীবনে শান্তির একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম রাসুল (সঃ) এর সাথে এ দায়িত্বই পালন করেছেন। মুসলিম আমাদের সবারই এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এ দায়িত্ব অবহেলা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন