জীবন কাতারে যেমন, কাতার থেকে প্রবাসী মোহাম্মদ জামাল উদ্দীন সংক্ষিপ্ত লেখা ও ছবিটি পাঠিয়েছেন। ছবিটি কাতারের মদিনা খালিফা হতে তোলা হয়েছে। সূধী পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে পোস্টিং দিলাম। এখান থেকে রেমিটেন্স সৈনিকদের আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও দেশের মানুষের কিছু শেখার থাকলে আমরা সবাই শিখে নিব।
ওরা কাতার প্রবাসি বিভিন্ন দেশের শ্রমিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নীচে কাজ করেছেন। এখন দুপুরে্র খাবার খেয়ে ফুটপাথ এ বিশ্রাম নিচ্ছেন। যাদের ঘাম ঝরা পরিশ্রমের টাকায় পরিবার ও দেশের নিরন্তর উন্নতি হচ্ছে কিন্তু এই প্রবাসীদের জীবন যাপনের এই করুণ চিত্র দেশের কয়জন দেখেন? তাদের পাঠানো টাকা থেকে কিছু টাকা কয়জন তাদের জন্য আলাদা করে তুলে রাখেন? কয়জন বন্ধু ও আত্মীয় পরিজন বিদেশ বিভুয়ে পড়ে থাকা এই প্রবাসীদের খবর রাখেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন