গতকাল রাতে মাছরাঙ্গা টিভিতে টক শো দেখছিলাম। সেখানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারশ্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কিছু কথা খুব ভাল লাগলো। টক শোতে উপস্থিত অন্যন্য অতিথি যেমন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত কিংবা মাছরাঙ্গা টিভির উপস্থাপক রেজওয়ানুল হক কেউ পার্থের কথার খুব ভাল জবাব দিতে পারে নাই।
পার্থ বলছিলেন, গত ৬ বছর বাংলাদেশের ২৮টি টিভি চ্যানেল নিরবিচ্ছিন্নভাবে জামায়াতের বিরোধীতা করে গেছে। জামায়াতকে যুদ্ধাপরাধী, রাজাকার বলে গালি দিয়েছে। অথচ তার জবাব দেয়ার জন্য জামায়াতের কোন লোককে টিভিতে ডাকা হয়নি।
ঘন্টার পর ঘন্টা টিভিতে গন জাগরন মঞ্চ দেখানো হয়েছে। সেখোনে জামায়াত নিষিদ্ধসহ আরও নানা জামায়াত বিরোধী কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। অথচ উপজেলা নির্বাচনের রেজাল্ট দেখুন। শুধু জামায়াত নিয়ন্ত্রিত এলাকা নয়, আওয়ামী লীগের এলাকা থেকেও জামায়াতের অসংখ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আপনি কোন ভাবেই এই বাস্তবতাকে অবিশ্বাস করতে পারবেন না। এই নির্বাচনে জামায়াতের সাফল্য দেখে বোঝা যায়, ২৮টি টিভি চ্যানেলের অব্যহত জামায়াত বিরোধী প্রচারনা আর গন জাগরন মঞ্চের দাবী এই দেশের মানুষের বড় একটি অংশ স্বীকার করেনা। জামায়াত বিরোধী এই চিন্তাধারার সাথে দেশের সাধারন মানুষ একমত নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন