ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

গাজীপুরে জামায়াতের সমাবেশে পুলিশের গুলি

গাজীপুরে বুধবার লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে। এতে এক শিবিরকর্মী গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। এসময় পুলিশ অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে।
মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ জানান, গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে শুরু হওয়া মিছিলটি শান্তিপূর্ণভাবে ঢাকা রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের কাছে পৌছে পথসভায় মিলিত হয়। এসময় পুলিশ পেছন দিক থেকে সমাবেশে অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। পুলিশের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে শিবির কর্মী শামীম রাবার বুলেট বিদ্ধ হন। এ ছাড়া পুলিশী হামলায় আরো অন্তত ৫ নেতা কর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ জামায়াত সন্দেহে জামায়াত কর্মী নিজাম (৩২) সহ অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে বলে জামায়াত জানিয়েছে।
মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, সহ-সেক্রেটারি মোঃ হোসেন আলী, প্রচার সেক্রেটারি আফজাল হোসাইন, হাফেজ ইবরাহীম,সাদেকুজ্জামান খান, শিবির নেতা ইমতিয়াজ প্রমুখ।
এক যুক্ত বিবৃতিতে মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ও সেক্রেটারি
খায়রুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামী জনতার উপর এই নগ্ন হামলা প্রমাণ করে বর্তমান সরকার নাস্তিকদের দোসর।
বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয়।
উৎসঃ নয়া দিগন্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন