স্মৃতিতে গোলাম আযম
বাংলার ইতিহাসে চির উজ্জল থাকবে তোমার নাম !
উনিশ শতকের কালজয়ি পুরুষ
অধ্যাপক গোলাম আজম।
ইতিহাস সাক্ষী রেখেছো তুমি
মাতৃভাষায় যে অবদান ,
থাকবে চিরকাল বাংলার বুকে
সেই ইতিহাস অম্লান!
ইসলামের তরে নিবেদিত প্রান
তুমি এক মজলুম নেতা ,
দিয়েছে কতো কষ্ট তোমায়
জালিমেরা করেছে শত্রুতা।
নত করোনি আপন মস্তক তুমি
জালিমের সামনে!
তাইতো কেটেছে অন্তীম তোমার ,ঐ কারাগারের গহীনে !
তোমার কথা পড়ছে মনে
করছি আখিপাত !
বিচার চাইবো বিচারকের কাছে
করে আর্তনাদ !!
জামায়াত শিবিরের নয়তো শুধু
তুমি আমাদেরও গৌরব!
তোমার আদর্শে জাগবে তরুন
ছড়াবে সৌরভ ।
দ্বীনের পথে প্রিয়জন তুমি
রেখেছো যে আত্নদান ,
দোয়াকরি মালিক দেন যেন তোমায়
সেই আখেরের সম্মান !!
উনিশ শতকের কালজয়ি পুরুষ
অধ্যাপক গোলাম আজম।
ইতিহাস সাক্ষী রেখেছো তুমি
মাতৃভাষায় যে অবদান ,
থাকবে চিরকাল বাংলার বুকে
সেই ইতিহাস অম্লান!
ইসলামের তরে নিবেদিত প্রান
তুমি এক মজলুম নেতা ,
দিয়েছে কতো কষ্ট তোমায়
জালিমেরা করেছে শত্রুতা।
নত করোনি আপন মস্তক তুমি
জালিমের সামনে!
তাইতো কেটেছে অন্তীম তোমার ,ঐ কারাগারের গহীনে !
তোমার কথা পড়ছে মনে
করছি আখিপাত !
বিচার চাইবো বিচারকের কাছে
করে আর্তনাদ !!
জামায়াত শিবিরের নয়তো শুধু
তুমি আমাদেরও গৌরব!
তোমার আদর্শে জাগবে তরুন
ছড়াবে সৌরভ ।
দ্বীনের পথে প্রিয়জন তুমি
রেখেছো যে আত্নদান ,
দোয়াকরি মালিক দেন যেন তোমায়
সেই আখেরের সম্মান !!
উৎসঃ ফেইসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন