ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ৩০ জুন, ২০১৮

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের ব্যাপারে সরকারের কোন আন্তরিকতা নেই কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলার নৃশংস ঘটনায় তীব্র নিন্দা

আজ ৩০ জুন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বেশ কয়েক জন নেতা-কর্মী আহত হওয়ার নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাশফিকুর রহমান আজ ৩০ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন
আজ ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র  দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলায় বেশ কয়েক জন নেতা-কর্মী আহত হওয়ার নৃশংস ঘটনার আমি নিন্দা জানাচ্ছি  ঘটনার মধ্য দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি প্রধানমন্ত্রীর মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোটা আন্দোলনকারী ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছিল।
 কিন্তু আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনাই প্রমাণ করে যেপ্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের ব্যাপারে সরকারের কোন আন্তরিকতা নেই। সে জন্যই সরকার কোটা সংস্কারের ব্যাপারে প্রজ্ঞাপন জারি না করে অহেতুক সময়ক্ষেপণ করছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের মারধর করিয়ে তাদের আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র করছে। ধরনের ষড়যন্ত্র কারো জন্যই শুভ হবে না
তাই প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকারী প্রজ্ঞাপন জারি এবং কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” 



আপনার সন্তান মাদরাসা / বিদ্যালয় থেকে ফিরলে যেসব বিষয়গুলো জিজ্ঞেস করবেন -

আপনার সন্তান মাদরাসা / বিদ্যালয় থেকে ফিরলে যেসব বিষয়গুলো জিজ্ঞেস করবেন -

শিশুর মানসিক বিকাশ ভালোভাবে হওয়ার জন্য এসব বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন। এতে মাদরাসা বা লেখাপড়া সম্পর্কে কোনো ভীতি নিয়ে সে মা-বাবার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে।
১. মাদরাসার/ বিদ্যালয় কোন জায়গাটি খুব ভালো লাগে ?
২. আজকে সবচেয়ে মজার কী ঘটেছে ?
৩. আজকে কি কেউ তোমাকে সাহায্য করেছে ?
৪. ক্লাসে আজ কে তোমার পাশে বসেছিল ? তার সঙ্গে বসতে তোমার ভালো লেগেছে ?
৫. কোন বিষয়টি আজ তোমাকে খুব হাসিয়েছে ?
৬. কোন বিষয়টি খুব বিরক্তিকর ছিল আজ ?
৭. বিরতিতে কার সঙ্গে খেলা করেছ ?
৮. ক্লাসের সবচেয়ে মজার মানুষটি কে ?
৯. ক্লাসের সবচেয়ে রাগী তোমার কাকে মনে হয় ?
১০. শিক্ষকের সঙ্গে আজ কী করেছ ?
১১. কোন শব্দটি শিক্ষক আজ বেশি উচ্চারণ করেছেন ?
১২. আজকে কেউ কি ক্লাসে কেঁদেছিল ?
১৩. শিক্ষক কি এমন কিছু শিখিয়েছে, যা তুমি একেবারেই বুঝতে পারনি ?
১৪. মাদরাসার/বিদ্যালয় কোন নিয়মটি তোমার কাছে খুব কঠিন মনে হয় ?
১৫. তোমার কোন বিষয়টি শিক্ষকের আজ ভালো লেগেছে ?
১৬. তোমার কোন বিষয়টিতে শিক্ষক বিরক্ত হয়েছেন ?
১৭. আজ কি নতুন কোনো শব্দ শিখেছ ?
১৮. পাঠদানের কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে ?
১৯. তুমি কি মাদরাসার/বিদ্যালয় ওয়াশরুম ব্যবহার করেছ ? সেখানে 
যেতে কি তুমি নিরাপদ বোধ করেছ ?

ছাত্রদের একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা ন্যাক্কারজনক। এটি টেররিজমেরই নামান্তর


বাংলাদেশ বার্তাঃ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেব বলেই না আমাদের অগ্রজরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বরাবরই গর্ববোধ করেছি। কিন্তু কিছু সংখ্যক রাজনীতিবিদদের কলুষতাপুর্ন মনোভাব ও তাদের লেজুড়বৃত্তি করা ছাত্র সংগঠনগুলোর পরস্পর ভিন্ন মতাবলম্বীদের প্রতি প্রতিশোধ প্রবণতা তথা কারনে অকারনে সহিংস হয়ে উঠার যে সংস্কৃতি চালু হয়েছে এ দেশে তা অত্যন্ত ভয়ঙ্কর ও আশঙ্কাপুর্ন। এটি আমি মনে করি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। 


আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের পক্ষে অবস্থানরত সাধারন ছাত্রদের একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা ন্যাক্কারজনক। এটি টেররিজমেরই নামান্তর। প্রকৃত অর্থে কোন ছাত্র বা ছাত্র সংগঠনের কাছ থেকে এটি আশা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ছেলেমেয়েদের একজন অভিভাবক হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় না আনা গেলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা সাঙ্ঘাতিকভাবে কমে যাওয়ার আশংকা রয়েছে। 

ইদানিং মনে হচ্ছে, কেনো জানি এই দেশের সাধারন নাগরিকদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের দেয়াল উঁচু থেকে উঁচুতর হচ্ছে। একে কমিয়ে আনা বা এর নিরসন করা অত্যন্ত জরুরী। তা না হলে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। আল্লাহ আমাদের সহায় হোন।
আরা মন্তব্যঃ হাজারো কথা বলতে মন চায় কিন্তু বলবো কাকে? কস্টে বুকটা ফেটে যাচ্ছে... 

মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল হক নূর।
ড. জাভেদ আহমেদ বলেন, ‘আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে। মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা সবাই ছাত্র। সহপাঠী সহপাঠীর ওপর এভাবে হামলা করতে পারে না।
কালেক্টেড
ভিডিও দেখার এখানে ক্লিক করুন

শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জামায়াত নেতা আ জ ম ওবায়েদুল্লাহসহ সাতজন দুই দিনের রিমান্ড মঞ্জুর


বাংলাদেশ বার্তাঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ মোটেল সৈকতের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে গ্রেফতারকৃত জামায়াত নেতা আ জ ম ওবায়েদুল্লাহসহ সাতজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলো, ছাত্রশিবিরের সভাপতি (দক্ষিণ) রফিকুল হাসান প্রকাশ লোদি, সেক্রেটারী মো. ইমরানুল হক, ছাত্রশিবির নেতা গাজী সাখাওয়াত হোসেন প্রকাশ হাসনাত, ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান হাবিব, মো. রফিকুল হায়দার , ‘পারাবার’ এর পরিচালক হোসনে মুরাদ তারিফ।
আজ বৃহস্পতিবার (২৮ জুন) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত ২১০ জনের ১৫ জনের ৭ দিন করে রিমাণ্ড চাওয়া হয়েছিল। আদালত ৭ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৩ জুন রাতে নগরীর কোতয়ালী থানার পর্যটন করপোরেশনের মোটেল সৈকত থেকে ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের’ ২১০ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। ২৪ জুন সকালে কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে ২১০ জনকে এজাহারনামীয় এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

স্মৃতির পাতায় অসংখ্য ঘটনা এসে ভীড় করছে


Bangladesh Barta: আজ ২৯ জুন। ৮ বছর আগে ২০১০ সালের এই দিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ঢাকা মহানগর জামায়াতের একটি অনুষ্ঠান থেকে, আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীকে তার বাসার কাছ থেকে এবং আমার পিতা শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফরিদপুর যাওয়ার পথে সাভার থেকে আটক করা হয়।

আজ এই ৩ জনের মধ্যে দুজন শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। অপরজন ৮ বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছেন।

স্মৃতির পাতায় অসংখ্য ঘটনা এসে ভীড় করছে। চোখের কোনে পানি এসে আবার যেন শুকিয়ে যায়। কেমন যেন উলট পালট হয়ে গেলো সব মাত্র ৮ বছরেই। ২৯ জুন, ২০১০ আমাদের জীবনের একটি কালো দিন। একটি দীর্ঘমেয়াদী জুলুম আর নিপীড়নের সুত্রপাত ঘটেছিল সেদিন থেকেই।

আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া, আমি অনেক সৌভাগ্যবান। ২৯ জুন ২০১০ সালে ডিবি অফিসের বাইরে দাঁড়িয়ে নির্ঘুম রাত পার করা থেকে শুরু করে ২০১৫ সালের ২২ নভেম্বর আমার শহীদ পিতার শাহাদাত অবধি সকল ঘটনাবলী মজলুম জামায়াত নেতৃবৃন্দের পাশে দাঁড়িয়ে থেকে নিজ চোখে দেখার এবং কিছুটা হলেও ভুমিকা পালন করার তাওফিক আল্লাহ আমাকে দিয়েছেন। অনেকেই সেই সুযোগ পায়না, কিন্তু আল্লাহ তায়ালা আমাকে সেই নেয়ামত থেকে বঞ্চিত করেননি। অনেক কষ্ট আর যন্ত্রনাময় স্মৃতির মাঝেও আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা ও সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হয়তো এটুকুই।

দোয়া করি, আল্লাহ যেন ইসলামী আন্দোলনের এই অকুতোভয় সিপাহসালারদেরকে কবুল করেন। তাদের পরিবারগুলোকে হেফাজত করেন। রেখে যাওয়া আন্দোলনকে কবুল করেন, হেফাজত করেন এবং সম্মুখপানে এগিয়ে নিয়ে যান। আমিন।

রাষ্ট্র যখন ক্রমাগত জুলুম করতে থাকে, তখন মানুষের চাওয়া-পাওয়ার ন্যূনতম কোনো মূল্য তার কাছে থাকে না


রাষ্ট্রের কাছে ৮০ বছর বয়সী দেশবরেণ্য একজন কারাবন্দী মাওলানা যিনি আবার এক্স এমপি, তিনি ডিভিশন চেয়েছেন, ফার্স্ট ক্লাস ডিভিশনও না, সেকেন্ড ক্লাস ডিভিশন। আপনি যদি বর্তমান বা সাবেক পার্লামেন্ট মেম্বার হন অথবা রাষ্ট্রের কোনো সম্মানিত নাগরিক হন, তাহলে এই ডিভিশন আদালতের মাধ্যমে চাইতে হয় না, জেল কর্তৃপক্ষ এমনিতেই দেয়। এর বাইরে চট্টগ্রাম মহানগরীর সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক, চাঁদাবাজি আর অস্ত্র মামলায় যে নিজ সরকারের আমলেই গ্রেফতার হয়ে কারাগারে দফায় দফায় গেছে, সে নিজেও কিন্তু ডিভিশন পেয়েছিল, অথচ সে কোনো ভিআইপি না, ছাত্রনেতা (পড়ুন কলঙ্কিত অছাত্র নেতা)।

এভাবে দূর্নীতি আর খুনের মামলায় সাজা হয়ে যাওয়া অনেক ভিআইপিরাও কিন্তু কারাগারে ডিভিশন সেলে আছে (কারো নাম উল্লেখ করলাম না)। কিন্তু এই মাওলানাকে কেন ডিভিশন দিল না, তাও সেকেন্ড ক্লাস ডিভিশন, তা বোধগম্য হচ্ছে না, হয়তো উনি আলেম বলে, ওনার টুপি-দাঁড়ি আছে বলে।

তো যে সেকেন্ড ক্লাস ডিভিশন উনি চেয়েছেন, সেখানে কিন্তু রাষ্ট্রের কাছে উনি এয়ার কন্ডিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন এইসব চাননি, চেয়েছেন একটা চৌকি, একটা মশারি, একটা চেয়ার, একটা টেবিল আর পত্রিকা। হ্যাঁ ডিভিশন-২ এর খাবার একটু ভালো হয়, কিন্তু তা কেমন ভালো তা আশা করি সবাই জানেন। আমার মতে, সেই খাবার একটা তৃতীয় শ্রেণীর হোটেলের সমমানের হবে কিনা সন্দেহ আছে।

আসলে রাষ্ট্র যখন ক্রমাগত জুলুম করতে থাকে, তখন মানুষের চাওয়া-পাওয়ার ন্যূনতম কোনো মূল্য তার কাছে থাকে না। সে শুধু জুলুম করার নতুন নতুন ফন্দি-ফিকির খুঁজতে থাকে।

-Abdullah Russel

এডভোকেট সরওয়ার আলম চৌধুরীর স্ট্যাটাস থেকে


বাংলাদেশ বার্তাঃ আমার পাশে দাড়ানো লোকটি একটি চেক ডিজনার মামলার আসামী। আজ তার মামলার তারিখ ছিলো। ঢাকা জজ কোর্টে বিগত ২০১২ সাল হইতে আমি ওনার পক্ষে মামলা পরিচালনা করে আসছি।
মামলার fact হলঃ এই মুরব্বির সন্তান বলতে শুধু একটা মেয়ে। মেয়েটা মাদ্রাসায় পড়েছে। মেয়েকে বিয়ে দেন এক মুফতির কাছে। সে এক মসজিদের ইমাম ছিল। পরবর্তী কালে মেয়ের জামাই বায়না ধরল ব্যবসা করবে। এই মুরব্বির ছোট একটা ব্যবসা প্রতিষ্টান ছিল এটা দেখিয়ে ব্র্যাক ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা লোন তুলে আনলো মেয়ের জামাইয়ের জন্য। লোনের সম্পূর্ণ টাকা ও ব্যাবসা প্রতিষ্টান মেয়ের জামাইকে বুঝিয়ে দিল।

### কিছু দিন যেতে না যেতেই মেয়ের জামাই ব্যবসা গুটিয়ে দেওলিয়া হয়ে পড়ে। সে সমস্ত টাকা পয়সা নিয়ে ভেগে যায়। কিছু দিন পর এই মুরব্বির বাড়িতে তার মেয়ের নামে জামাইয়ের পক্ষ থেকে একটা তালাকের নোটিশ আসে।
এদিকে দোকানের মালিক দোকান নিয়ে নেয়। ব্যাংক লোনের টাকা না পেয়ে এই মুরব্বির নামে মামলা করে।
# বর্তমানে ওনার তালাক প্রাপ্ত মেয়ে, মেয়ের এক সন্তান, মুরব্বি ও তার স্ত্রী এই চার জন সদস্য। তাদের আয় হল মেয়ে আরবি টিউশনি করে। মুরব্বি নিজেও নাকি কয়েকটা ছাত্র পড়ান (আরবি)। বেশির ভাগ সময়ে নাকি দিনে একবার খাওয়া হয় তাদের।
## আমি বছরে ২/৩ টা মামলা ফ্রি করার চেষ্টা করি। ফ্রি মামলার মাঝে এটা অন্যতম। মুরব্বির বক্তব্য হল গ্রামের বাড়িতে কিছু জায়গা আছে এটা বিক্রি করে লোনের টাকা পরিশোধ করবে। কিন্ত গ্রামের জায়গাটা অন্যজন দখল করে রেখেছে। এই জায়গা নিয়ে সিভিল কোর্টে মামলা চলছে। তাই সিভিল মামলাটা যতদিন শেষ না হবে ততদিন এই মামলায় আমাকে সময় নিতে হবে।
## আমি কোর্টে বেশ কয়েকটা হেয়ারিং করেছি। যতবার শুনানি করি আমি আবেগতাড়িত হয়ে যাই। আমি জজ সাহেবের চোখের কোনে পানি জমতে দেখেছি।
## এই মুরব্বির চোখ দিয়ে সারাক্ষণ পানি পড়ে। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাদে।আমি স্হির থাকতে পারি না। আমার কাছে মনে হয় আল্লাহর আরস যেন খেপে উঠে। মুরব্বির সাদা দাড়ি বেয়ে যখন চোখের পানি জড়তে থাকে।
## আজ বললাম আপনার আসার প্রয়োজন নেই। আমি সময় চেয়ে নেব। কিছু টাকা দিয়ে একটা পিটিশন কিনে শুনানী করার পর দেখি ওনি কোর্টে চলে এসছেন। আমি বললাম কেন আসলেন বলল আপনাকে না দেখলে শান্তি লাগে না। এই কথা বলেই আমাকে ধরে ডুকরে কান্না করে দিল। জিজ্ঞেস করলাম সাথে গাড়ী ভাড়া আছে কি না। বলল নেই, হেটে হেটে আসলাম। কিছু ভাড়া দিয়ে বললাম বাসায় চলে যান।
## এই মামলায় কোর্ট ও বাদী পক্ষের এডভোকেট এবং ব্যাংকের অফিসার সহযোগীতা করে যাচ্চেন। তাদেরকে ধন্যবাদ।
## পরিশেষে বলবো মুফতি জামাই এই মুরব্বির চোখের যে পানি জড়িয়েছে। সেই পানি মুচার সুযোগ কি সে পাবে?

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর আবেদন হাইকোর্টে খারিজ

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ‘জেল কোডের ১৯২ পৃষ্ঠার ১৫ নং অধ্যায়ের ক্লাসিফিকেশন শিরোনামের অধীন ৬১৭ নং বিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের রায়ের পর আমার বাবা ডিভিশন পাওয়ার অধিকারী। এসব বিষয় উল্লেখ করে আমরা জেল কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের পর এখন প্রায় চার বছর হতে চলেছে। কিন্তু তাকে ডিভিশন দেয়া হয়নি। ২০১৫ সালে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। কারা কর্তৃপক্ষের মতামতসহ আমরা সর্বশেষ গত ৮ মার্চ আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। কিন্তু এখন পর্যন্ত তাকে ডিভিশন না দেয়ায় আমরা গত রোববার আদালতে রিট পিটিশন দায়ের করি।’
ডিভিশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, তার বয়স বর্তমানে ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তার হার্টের করোনারিতে পাঁচটি রিং পড়ানো রয়েছে। গ্রেফতার হওয়ার পর কারাগারে অসুস্থ অবস্থায় তার হার্টে তিনটি রিং পড়ানো হয়। তিনি আর্থাইটিস রোগে ভুগছেন। তার হাঁটু ও কোমরে প্রচণ্ড ব্যথা। বর্তমানে অন্যের সাহায্য ছাড়া তিনি উঠতে-বসতে ও চলাফেরা করতে কষ্টের সম্মুখীন হচ্ছেন। ইদানীং তিনি বুকে প্রচণ্ড ব্যথাও অনুভব করছেন।

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

কেন ডিভিশন চাইলাম ...❗️ মাসুদ সাঈদী

বাংলাদেশ বার্তাঃ আজ কিছু পত্রিকার রিপোর্ট দেখলাম, 'হঠাৎ কেন ডিভিশন চাইলেন দেলাওয়ার হোসাইন সাঈদী !!’ অভ্যাসগতভাবেই এই ডিভিশন চাওয়ার মাঝেও তারা রহস্য খুঁজে পেয়েছেন। অনেকে আবার এ আবেদনটিকেও ‘মানবতাবিরোধী’ বলার চেষ্টায় আছেন। কোনো কোনো পত্রিকা রিপোর্ট এমন করেছে যে, রিপোর্ট পড়ে মনে হয় ডিভিশন চাওয়াটাও যেন একটি অপরাধ।
পত্রিকার রিপোর্টের আলোকে কেন আমরা ডিভিশন চাইলাম সে বিষয়ে বিবেকবানদের কাছে আমি এর ব্যাখ্যা দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। যদিও লেখাটি একটু বড় হবে তবুও পুরো লেখাটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। কারন, এক শ্রেণীর মানুষ এই আবেদনের মধ্যে 'সরকারের সাথে আঁতাত' এর গন্ধ খুঁজে পাচ্ছেন। বলা যায় না, এই আবেদনের প্রতিবাদে কেউবা আবার রাস্তা বন্ধ করে 'মঞ্চ' খুলে 'পদ্মা মেঘনা যমুনা, এই আবেদন মানিনা' শ্লোগান তুলে রাজপথ প্রকম্পিত করেও তুলতে পারেন।
আমার প্রানপ্রিয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সরকারের রাজনৈতিক রোষানলে ২৯.০৬.২০১০ তারিখে গ্রেফতার হওয়া থেকে শুরু করে ২৮.০২.২০১৩ তারিখে ট্রাইব্যুনালের রায় হওয়া পর্যন্ত ডিভিশন-১ প্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে অন্তরীন ছিলেন। রায় হওয়ার পরপরই আমার পিতার ডিভিশন বাতিল হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের আপীল বিভাগে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আমরা আপীল ফাইল করলে আপীল বিভাগ শুনানী শেষে ১৭.০৯.২০১৪ তারিখে ট্রাইব্যুনালের রায় কমিয়ে আমার আব্বার যাবজ্জীবনের আদেশ প্রদান করে। আপীল বিভাগের এ আদেশের পর জেল কোডের ১৯২ পৃষ্টার ১৫ নং অধ্যায়ের ক্লাসিফিকেশন শিরোনামের অধীন ৬১৭ নম্বর বিধি মোতাবেক আমার পিতা ডিভিশন-২ পাওয়ার অধিকারী হন। কারাগারে বহু সংখ্যক ডিভিশন-২ প্রাপ্ত কয়েদী রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হল, সুপ্রিম কোর্টের রায়ের পর দীর্ঘ ৪ বছর পার হয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আমার পিতাকে তার প্রাপ্য ডিভিশন-২ প্রদান করেনি।
যেহেতু আব্বার মামলাটি চুড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার কারনে আমাদের আদালতের যাওয়ার আর কোন সুযোগ নেই এবং যেহেতু আব্বা কারাগারে থাকার কারনে তার দেখভালের দ্বায়িত্ব একমাত্র স্বরাষ্ট মন্ত্রণালয়ের, তাই অন্য কোন উপায় না থাকায় আমি (মাসুদ সাঈদী) আব্বার প্রাপ্য ডিভিশন-২ চেয়ে গত ০৯.০৮.২০১৫ তারিখে কারা মহাপরিদর্শকের মাধ্যমে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে একটি আবেদন করি। আমার আবেদন প্রাপ্তির পর কারা কর্তৃপক্ষ তাদের মতামত সহকারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত একটি পত্র ১১.০৮.২০১৫ তারিখে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে প্রেরণ করে।
এরপর কেটে যায় একে একে প্রায় ৩টি বছর। এই দীর্ঘ সময়ে বহুবার অসংখ্যবার মন্ত্রণালয়ে যোগাযোগ করেও আমরা আমাদের আবেদনের কোন জবাব পাইনি। ডিভিশন পাওয়া তো দূর, এর মাঝে আব্বা বেশ কয়েকবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু আব্বার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আমরা বারবার। কারন, ‘উপরের’ অনুমতি মেলেনি।
নিদারুন মনোকষ্ট নিয়ে আব্বার ডিভিশন চেয়ে ০৮.০৩.২০১৮ তারিখে আবারো স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে আমি আবেদন করি। আমার আবেদনটি স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের গ্রহন ও বিতরণ শাখা ১২.০৩.২০১৮ তারিখে গ্রহন করে। আমার এ আবেদনের পর আবারো কেটে গেছে প্রায় ৩ মাস। কিন্তু আগের মতোই এ আবেদনেরও কোন জবাব কিংবা আব্বার চিকিৎসা বা ডিভিশনের কোন ব্যবস্থা গ্রহন করেনি কারা কর্তৃপক্ষ বা স্বরাষ্ট মন্ত্রণালয়।
মাঝে হঠাৎ করে গত ০৩.০৫.২০১৮ তারিখে কারা কর্তৃপক্ষ আব্বাকে সকাল ১১টার দিকে চিকিৎসার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে। প্রথমে আব্বাকে হাসপাতালের পরিচালকের ওয়েটিং রুমে আধা ঘন্টাখানিক বসিয়ে রাখার পর হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আব্বার মেডিকেল ফাইল দেখে তাকে পাঠিয়ে দেয় হাসপাতালের রিউমেটোলজি বিভাগে। সেখানের কর্তব্যরত চিকিৎসক আব্বাকে পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করার জন্য লিখিতভাবে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। প্রায় ২ ঘন্টা ফোনালাপ শেষ ‘উপরের নির্দেশ নেই’ জানিয়ে কারা কর্তৃপক্ষ দুপুর ৩টার দিকে আমার আব্বাকে বিনা চিকিৎসায় আবারো কারাগারে ফিরিয়ে নিয়ে যায়।
বিশ্বাস করুন, সেদিন (০৩.০৫.২০১৮) আব্বাকে হাসপাতালে ২/৩ ঘন্টা ঘোরাঘুরি করানো ছাড়া আর কিছুই করা হয়নি। আব্বার সকল রোগের বর্ণনা শোনার পরও তাকে সামান্য একটি ঔষধ লিখেও কোন প্রেসক্রিপশন দেয়া হয়নি।
আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ৩৯ বছর যাবত ডায়াবেটিক রোগে আক্রান্ত। তিনি একই সাথে হৃদরোগেও আক্রান্ত। ২০০৩ সালে সর্ব প্রথম তার হার্টের করোনারী আর্টারীতে দুটি ব্লক ধরা পড়ে। একটিতে ৭০% অন্যটিতে ৯০%। তখন তার আর্টারীতে ২টি রিং স্থাপন করা হয়। এরপর আওয়ামী সরকার কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতার করার পর ২০১২ সালে তিনি বুকে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন আবারো আমার পিতার আর্টারীতে ৩টি ব্লক ধরা পড়ে। একটিতে ৯৯%, একটিতে ৯৫% এবং অন্যটিতে ৮০%। এরই প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ডাক্তারের সিদ্ধান্তে তার আর্টারীতে ৩টি রিং স্থাপন করা হয়। প্রথমের ২টি এবং পরের ৩টি নিয়ে বর্তমানে সর্বমোট ৫টি রিং আমার পিতার করোনারী আর্টারীতে স্থাপন করা আছে।
এছাড়া আমার আব্বা আর্থাইটিস রোগেও আক্রান্ত। এ কারনে হাঁটু ও কোমড়ে রয়েছে তার তীব্র ব্যাথা। সরকার কর্তৃক অন্যায়ভাবে তাকে গ্রেফতারের পূর্বে তিনি নিয়মিত ফিজিওথেরাপী নিতেন। গ্রেফতার হওয়ার পর সেই রকম থেরাপী নেয়ার সুযোগ আর আমার পিতার হয়নি। যে কারনে তার হাঁটু ও কোমড়ের ব্যাথা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
আমার আব্বার বয়স এখন ৭৯ চলছে। এই বয়সেও উপরোক্ত নানাবিধ শারীরিক সমস্যার পরও শুধুমাত্র আল্লাহ তায়ালার মেহেরবাণীতে তিনি ভালোই আছেন। তবে বয়স ও অসুখজনিত সমস্যার কারনে তিনি শারীরিক কষ্টে আছেন। এখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। কারো সাহায্য ছাড়া বিছানা থেকে একা উঠে দাঁড়াতে পারেন না। ডায়াবেটিক কন্ট্রোল রাখার জন্য তার নিয়মিত হাঁটার প্রয়োজন হয় কিন্তু এখন তিনি কারো সাহায্য ছাড়া হাঁটতেও পারেন না।
এমতাবস্থায়, সংসদ সদস্য ছিলেন শুধু এই কারনে নয় বরং পিতার প্রতি দ্বায়িত্ব ও কর্তব্যবোধ থেকে পিতাকে অসুস্থতাজনিত শারীরিক কষ্ট থেকে সামান্য প্রশান্তি দেয়ার প্রত্যাশায় ব্যাকুল এক সন্তান হিসেবে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার পিতার চিকিৎসা ও প্রাপ্য ডিভিশন চেয়ে আবেদন করি।
এই আবেদনের মধ্যে কোন দল নেই-মত নেই, রাজনীতি নেই-কুটনীতিও নেই। আছে শুধু পিতার প্রতি সন্তানের ব্যাকুলতা, আছে শুধু পিতার প্রতি সন্তানের নিখাঁদ শ্রদ্ধা আর ভালবাসা।
তবুও আমার এ আবেদনের মাঝে যারা ‘রহস্য’ খুঁজে পেয়েছেন অথবা ‘সরকারের সাথে আঁতাত' এর গন্ধ খুঁজে পেয়েছেন, বুদ্ধি প্রতিবন্ধী ঐ সব লোকদের জন্য আমার ঘৃনা নয়, শুধু করুণাই হয়।

সোমবার, ২৫ জুন, ২০১৮

এরদোগানের বিজয়ে তুরস্ক ও বিশ্ব কী পেলো?

২০০৩ সালে তিনি ক্ষমতায় আসেনন। এর পূর্বে মেয়েরা বিকিনি পরিধান করে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরাফিরা করত। 
বর্তমানে সেই সব মহিলাদের অধিকাংশই পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাস্তায় বের হন। এরদোগান ক্ষমতায় আসার পূর্বে তুরস্কের সমস্ত সরকারী প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ব ছিল। সেনাবাহিনীতে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা ছিল।
তিনি পর্যায়ক্রমে সেই সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। 
বর্তমানে তুরস্কে হিজাবের বিপ্লব চলছে। যা দুই দশক আগে কল্পনাও করা যেত না। এত কিছুর পরেও তুরস্ক এখনো সম্পূর্ন ইসলামীকরন হয়ে যায়নি।
তুরস্কের পুরোপুরী ইসলামীকরনের জন্য আরো সময়ের প্রয়োজন।
২০০৩ সালে যখন এরদোগান প্রথম ক্ষমতায় আসেন।
তখন তাঁর স্ত্রী হিজাব পরিধান করে একটি অনুষ্ঠানে আসার কারনে তুরস্কের তৎকালীন সেনাপ্রধান প্রকাশ্যে বিরোধীতা করেন।
এবং সেই অনুষ্ঠান বর্জন করেছিলেন।

তুরস্কে একসময় আজান নিষিদ্ধ ছিল। ১৯৫০সালে প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস আজানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন।
একারনে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। এবং তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিল। ৯০এর দশকে প্রধানমন্ত্রী এরবাকান একটি ইফতার মাহফিল করায় সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়।

সেই তুরস্কে এরদোগান ক্ষমতায় এসে একসাথে সবকিছু করেননি। ধীর স্থীরভাবে ঠান্ডা মাথায় কাজ করছেন।
সর্বপ্রথম তিনি প্রভাবশালী সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনেন। দেশে দৃশ্যমান উন্নয়নের জুয়ার বইয়ে দিয়েছেন।
সাধারণ পোশাক পড়ে তিনি কৌশলে স্যাকুলার তুরস্ককে পুরোপুরি ইসলামীকরনের দিকে নিয়ে যাচ্ছেন।

এসব সংস্কার তার জন্য এতো সহজ ছিল না। কারন তিনি নির্বাচিত প্রতিনিধি। 
সময়ে সময়ে তাকে নির্বাচন করে ক্ষমতায় আসতে হয়েছে। তুরস্কে স্যাকুলারদের অভাব নেই। একটু ভুল করলেই ক্ষমতা নড়বড়ে হয়ে যেতে পারে।
তাই তাকে খুব কৌশল করে এগুতে হচ্ছে।
ক্ষমতায় আসার পর থেকে তিনি তুরস্কে প্রায় ৮হাজার মসজিদ নির্মান করেছেন। ইউরোপের অধিকাংশ দেশে তুরস্কের সরকারী অর্থায়নে মসজিদ নির্মান করে দিয়েছেন। 
তাদের বেতন ও তুরস্ক সরকার বহন করে থাকে। তার সময়ে তুরস্কের সমস্ত কলেজ ভার্সিটি ও স্কুলে মসজিদ নির্মান করা হয়েছে। তিনি প্রত্যেক স্কুল কলেজ ও ভার্সিটিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেছেন। 
এমনকি নাস্তিকদের ছেলে মেয়েরাও এখন সেখানে কোরআনের আয়াত মুখস্ত ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক শিখতে হচ্ছে।
এরদোগান ঘোষণা দিয়েছেন: আমরা কখনো নাস্তিক প্রজন্ম গড়ে তুলতে পারি না। এটা আমাদের মিশন হতে পারে না। আমরা একটি ধার্মিক প্রজন্ম গড়ে তুলতে চাই।
জেরুজালেম ইস্যুতে সবচেয়ে সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি। বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য ৫৭টি মুসলিম দেশকে নিয়ে ইসলামী সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। ৩০লাখ সিরীয় মুসলিম শরনার্থীকে তার দেশে আশ্রয় তো দিয়েছেন। 
এবং তাদের উচ্চ শিক্ষাও নিশ্চিত করছেন। পৃথিবীর নির্যাতিত মুসলিমদের দান খয়রাতে নজির সৃস্টি করেছেন।
এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে দানশীল দেশ তুরস্ক। এছাড়াও রুহিঙ্গা ইস্যু সহ মুসলিমদের প্রায় সব ইস্যুতে তিনি সোচ্চার রয়েছেন। ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির বর্তমান প্রেসিডেন্ট হলেন এরদোগান ।

আজ তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। স্যাকুলার দলগুলো উঠে পড়ে লেগেছে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। 
পশ্চিমা ষড়যন্ত্রকারীরা তো আছেই। এত এত ষড়যন্ত্রের পরও ঠেকাতে পারেনি সত্যের বিজয়ের।
গো এহেড এরদোগান , উইথ রব,উইথ পিপলস লাভ।
হে আল্লাহ এই মানুষটির হায়াতে তায়্যিবাহ বৃদ্ধি করে দিন।

এরদোয়ানের ঐতিহাসিক বিজয়: টান টান উত্তেজনার কয়েকটি দিন।

১. একে পার্টির ক্ষমতায় আসার ষোল বছর হতে যাচ্ছে। যুবক বয়সী প্রায় ১৭ মিলিয়ন ভোটার একে পার্টি পূর্ববর্তী তুরস্ক দেখেনি কিংবা কিছুটা দেখলেও তাদের মানসপটে সেই তুরস্কের স্মৃতি মনে থাকার কথা নয়। তাই, একে পার্টি সরকারের কাছে তাদের প্রত্যাশা সবচেয়ে বেশী। আর একে পার্টিও সেই প্রত্যাশা দিন দিন বাড়িয়েছে। সেই প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা থেকে এ নির্বাচনটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কারন আপনি ১ থেকে ১০ কিংবা সর্বোচ্চ বিশ করতে পারেন, ১০০ কিংবা ১০০০ করা সম্ভব কি?
২. বিরোধীদের সম্মিলিত জোট: আদর্শিক কোন মিল না থাকা সত্ত্বেও শক্তিশালী একটি বিরোধী জোট ছিল রীতিমত চিন্তার বিষয়। বিশেষ করে কুর্দিদের সাথে সিএইচপির মাখামাখি ছিল সবচেয়ে উদ্বেগের, অথচ এই কুর্দিদেরকে সবচেয়ে বেশী নির্যাতন করেছে আতাতুর্কের এই দলটি। নির্বাচনে গুলেনপন্থীদের দল ছিল ইয়ি পার্টি, যারা বিদেশী প্রভুদের সহায়তায় রমরমা প্রচারনা চালাচ্ছিল। ইসলামপন্থী ভোটগুলো নষ্ট করার জন্য সাদেত পার্টিকেও বিরোধী জোটে নেওয়া হয় এবং সাদেত পার্টি সবচেয়ে নিকৃষ্টভাবে সরকারের সমালোচনা করেছে।
৩. বিরোধী দলগুলোর এবারের প্রচারনায় সবচেয়ে বেশী ছিল একে পার্টির সফলতাগুলোকে ম্লান করার ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এবং বড় বড় সকল উন্নয়ন প্রজেক্টগুলোকে বন্ধ করার ঘোষণা। তাতে সরকার বিরোধী সেন্টিমেন্ট তৈরী হতে পারতো। সম্মিলিত আওয়াজ তোলার চেষ্টা করা হয়েছে পরিবর্তনের। আর সেই পরিবর্তন স্লোগান ছিল মুলত এরদোয়ানের বিরুদ্ধে।
৪. পশ্চিমা মিডিয়া ও লবিগুলো এরদোয়ানকে সরাতে কম চেষ্টা করেনি। গত কয়েকদিন ধরে টানা প্রচার করেছে, “এরদোয়ান জামানা শেষ/ এরদোয়ানের মোজেজা শেষ/ এরদোয়ানের জনপ্রিয়তা শেষ…. ইত্যাদি ইত্যাদি”।
এ সবকিছু মিলে এ নির্বাচনটি ছিল এরদোয়ান ও একে পার্টির জন্য বেশ চ্যালেঞ্জের।নির্বাচনের সপ্তাহখানেক আগে কথা হচ্ছিল দীর্ঘদিন ধরে রাজনীতি করা কয়েকজন মুরুব্বীর সাথে। তাদের বক্তব্যের সামারীটা অনেকটা এরকমই, "আমার মনে হয়না যে এরদোয়ান এবার সহজেই জিততে পারবে, নির্বাচন হয়তোবা সেকেন্ড রাউন্ডে যেতে পারে...... আর যদি জিতে যায় তাহলে বুঝতে হবে যে, এরদোয়ানকে আল্লাহ এখনও ভালবাসেন এবং বিশেষ সহায়তা করেন...."।
এদিকে নির্বাচন ঘোষণার পর থেকেই পুরো মুসলিম বিশ্বের সব জায়গাতেই এক ধরনের অস্বস্তি ছিল, এরদোয়ান কি পারবেন! না পারলে মুসলিম বিশ্বের কি হবে? বিশ্বাস করুন এরদোয়ান শুধু বাংলাদেশের মানুষের কাছে নয় বরং পুরো মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষের একমাত্র আশার আলো। নির্বাচনের পূর্বে মালয়েশিয়ায় খতমে কুরআন ও দোয়ার অনুষ্ঠান হতে দেখেছি। আফ্রিকার দেশগুলোতে কত মানুষইনা সেজদায় পড়ে কেদেছে। ফিলিস্তিন, আরাকান, সিরিয়ানসহ বিশ্বের সব মজলুমদের কান্নায় ভারি হয়েছে জায়নামায। সবার প্রত্যাশা ও দোয়া একটাই ছিল, "এরদোয়ান যেন জয় পান"..."আল্লাহ যেন তাকে রহমতের ভারিধারা বর্ষন করেন"।
গতকাল সারাদিন আনকারার বিভিন্ন জেলায় ঘুড়েছি। ভোটকেন্দ্রগুলো ঘুড়ে দেখার সুযোগ হয়েছে। কিন্তু আশঙ্কা কাটছিলো না। মনে হচ্ছিল, সবাই নিরব। যা করার সিল মারার সময়ই করবে। আমার মনে হয় তুর্কি ভোটাররা শেষ মুহুর্তে চিন্তা করে দেখেছে যে, এরদোয়ানই তাদের একমাত্র বিকল্প এবং প্রত্যাশিত নেতা যিনি পারবেন তাদের অগ্রযাত্রাকে ধরে রাখতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য আগে নানা চিন্তা করলেও কিংবা বিরোধীদের দ্বারা মোটিভেটেড হলেও সিল মারার সময় নাম ও ছবির দিকে তাকিয়ে সিলটা তাকেই মেরেছে।
আলহামদুলিল্লাহ, অবশেষে বিজয়। আমি ব্যক্তিগতভাবে জিতার কথা চিন্তা করলেও এতটা স্বস্তির বিজয় হবে তা ভাবিনি। আমার ধারনা ছিল কোনরকম জিতবে হয়তো কিন্তু পার্লামেন্টে সরকারী জোট সংখ্যাগরিষ্টতা হারাবে অথবা কোনরকম সংখ্যাগরিষ্টতা পাবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ... ৫২% এর উপরে ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করলেন এরদোয়ান আর সরকারী জোট ৩৪২ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্টতা পেল।
টান টান উত্তেজনায় ফলাফল ঘোষণার সেই মুহুর্তে যখন মোটামুটি জয় নিশ্চিত তখন বাসার আশেপাশে লোকজনের আনন্দ মিছিল শুরু হয়েছে। আমরা, সম্মিলিতভাবে আলহামদুলিল্লাহ পড়লাম। কিছুক্ষণ পর মোয়াজ্জিন এশার আজান দিল। বাসায় থাকা বাংলাদেশীদের নিয়ে মসজিদে গেলাম। প্রথম রাকায়াতে ইমাম সূরা ফাতিহার পর সুরা আল ফাতহ থেকে পড়তে শুরু করলেন, "ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা............ (নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়.....)। দ্বিতীয় রাকায়াতে এসে পড়লেন সূরা আন নসর। "ইজা জায়া আনাসরুল্লাহি ওয়াল ফাতহি......" (যখন আল্লাহর সহযোগীতা ও বিজয় আসবে তখন দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে......)।
আলহামদুলিল্লাহ...... এগিয়ে যাক, তুরস্ক। এগিয়ে যাক মুসলিম বিশ্ব।
..... Hafijur Rahman ভাইয়ের ওয়াল থেকে

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন

২৫ জুন ২০১৮, সোমবার, বাংলাদেশ বার্তা ডেস্কঃ২৪ জুন অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিপুল ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবং তার নেতৃত্বাধীন একে পার্টির জোট পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ২৫ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিপুল ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবং তার নেতৃত্বাধীন একে পার্টির জোট পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করায় আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় গণতন্ত্র ও তুরস্কের সংগ্রামী বীর জনগণের বিজয়।
আমি আশা করি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অভিজ্ঞ, সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে তুরস্ক আগামী দিনগুলোতে উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। তিনি মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা এবং ফিলিস্তিন ও কাশ্মীর সমস্যা সমাধানসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আরও আশা করি যে, বাংলাদেশের সাথে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও সুসংহত করার ব্যাপারে তিনি দৃষ্টি দিবেন।
আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ এবং সার্বিক সাফল্য কামনা করছি এবং বিশ্বের মুসলমানদের খেদমত করার লক্ষ্যে তাকে তাওফীক দেয়ার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি।”

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন : জাফর সাদেক


Bangladesh Barta Desk:২৪ জুন অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিপুল ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবং তার নেতৃত্বাধীন একে পার্টির জোট পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও জনাব জাফর সাদেক
আজ ২৫ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিপুল ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবং তার নেতৃত্বাধীন একে পার্টির জোট পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করায় আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। 
এ বিজয় গণতন্ত্র ও তুরস্কের সংগ্রামী বীর জনগণের বিজয়।

আমি আশা করি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অভিজ্ঞ, সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে তুরস্ক আগামী দিনগুলোতে উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। তিনি মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা এবং ফিলিস্তিন ও কাশ্মীর সমস্যা সমাধানসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আরও আশা করি যে, বাংলাদেশের সাথে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও সুসংহত করার ব্যাপারে তিনি দৃষ্টি দিবেন। 
আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ এবং সার্বিক সাফল্য কামনা করছি এবং বিশ্বের মুসলমানদের খেদমত করার লক্ষ্যে তাকে তাওফীক দেয়ার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি।”

রবিবার, ২৪ জুন, ২০১৮

প্রসঙ্গ তুর্কি নির্বাচন : মুহাম্মদ নোমান

বাংলাদেশ বার্তাঃ আজ কেবল তুরস্ক নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের দিন। ফিলিস্তিন, সিরিয়া, কাতার এবং পলিটিক্যাল ইসলামের নিভুনিভু প্রদীপগুলোর ভবিষ্যত নির্ধারণের দিন। ১৬ বছরের মধ্যে এই প্রথম এরদোয়ান কঠিন চ্যালেন্জের মুখোমুখী হতে যাচ্ছেন। বিরোধীজোট বিশাল চমক নিয়ে হাজির হয়েছে। মাত্র দুই মাসে তারা যা করেছে তা এক কথায় বিস্ময়কর। তারা গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে সম্পূর্ন নতুন রাজনৈতিক বয়ান নিয়ে হাজির হয়েছে। এর সুফলও জরীপের ফলাফলে দেখা গেছে। কৌশলের ক্ষেত্রেও তারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বিপরীতে আক পার্টি তাদের পুরাতন কৌশল থেকে খুব একটা বের হয়েছে বলে মনে হয়নি। যে ইউনিক বয়ান দিয়ে এরদোয়ান ১৬ বছর তুর্কি রাজনীতির ময়দান দাবড়ে বেড়িয়েছে, তা এবার বিরোধী জোটও আয়ত্ব করেছে বলে মনে হয়েছ।

৩ টি বিষয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে।

১. কুর্দি ভোট। কুর্দি এইচডিপি কত পার্সেন্ট ভোট পাচ্ছে তার উপর নির্ভর করছে পার্লামেন্টে আক পার্টির সংখ্যাগরিষ্ঠতা এবং এরদোয়ানের বিজয়। যদি দলটি ১০% ভোট পেতে সক্ষম হয় তাহলে আক পার্টি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। এই সম্ভাবনাটি প্রবল। কারণ, অধিকাংশ জরীপের ফলাফলে এইচডিপি ১০% বা তারচেয়ে বেশি ভোট পাবে বলে দেখানো হয়েছে। এরদোয়ানের জন্যও কুর্দি ভোট তুরুপের তাস হবে। সর্বনিম্ম ৩০ থেকে ৪০% কুর্দি ভোট (প্রেসিডেন্সি ভোট) নিজের ঝুলিতে নিতে না পারলে এরদোয়ানের বিজয় কঠিন হতে পারে।
২. মিরাল একসেনারের প্রাপ্তভোট। তিনি কত ভোট পাচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ, তাঁর ভোটগুলো মূলতঃ এমএইচপির। আক পার্টির অনেক ভোটও তার ঝুলিতে যেতে পারে। যদি তিনি ১০% এর বেশি ভোট পান তাহলে তা এরদোয়ানের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দেবে।
৩. এমএইচপির ভোট। এমএইচপির ভোট প্রেসিডেন্ট নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনী জোট হিসেবে তাদের সব ভোট এরদোয়ানের পাওয়ার কথা। কিন্তু যদি দলটির ভোটাররা ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দিয়ে দলীয় সিদ্ধান্তকে না মানে এবং এরদোয়ানকে ভোট না দেয় তাহলে তা এরদোয়ানের বিজয়কে অনিশ্চিত করে তুলবে। এটা অমূলক আশংকা নয়। বিগত গণভোটে দলটির সমর্থক এবং কর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে "না" এর পক্ষে ভোট দিয়েছিল। তাছাড়া, সিরিয়ান শরনার্থী ইস্যুও এরদোয়ানের জন্য বড় ধরণের ধাক্কা হিসেবে কাজ করছে। এটাকে বিরোধীরা বেশি ফোকাস করেছে এবং এর ফায়দা লুটার জন্য যা যা করা দরকার তার সবই করেছে।
প্রচারনার কৌশলেও বেশ নতুনত্ব দেখা গিয়েছে। আক পার্টি নিরাপত্তা এবং বহির্চ্যালেন্জের উপর জোর দিয়েছে। বিরোধী জোট আভ্যন্তরীন সমস্যা, মূদ্রাস্ফিতী, রাষ্ট্রীয় ঋণ বৃদ্ধি এবং অর্থনীতির উপর জোর দিয়েছে। কোনটা তুর্কি জাতীকে বেশি আলোড়িত করেছে তা বলা সম্ভব নয়।
চ্যালেন্জ সত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান প্রথম দফায় বিজয়ী হবেন এমনটা মনে করা হচ্ছে। তবে, ব্যাবধানটা খুবই অল্প হতে পারে। এমনকি মাত্র কয়েক লাখের বেশি নাও হতে পারে। যদি দ্বিতীয় দফায় গড়ায় তাহলে তা আরও বেশি চ্যালেন্জিং হয়ে যেতে পারে। তবে, সর্বাবস্থায় পার্লামেন্টে আক পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা প্রবল।
কেন জানি আজ মনটা বার বার ১০০ বছর আগে ফিরে যাচ্ছে। যেদিন সুলতান আব্দুল হামীদকে সরিয়ে দিয়ে উসমানী সালতানাতের কফিনে শেষ পেরেকটি ঠুকা হয়েছিল। সেই সাথে ডুবিয়ে দেয়া হয়েছিল ফিলিস্তিন এবং গোটা আরবের ভাগ্যকেও। সেদিনের নব্যতুর্কি এবং অপরিনামদর্শি কিছু আরব বেঈমানের বিশ্বাসঘাতকতার খেসারত মুসলিম জাতি এখনও দিয়ে যাচ্ছে। আজকের মুহাম্মাদ আদ দোররাহ এবং রাজানরা তারই বলি হচ্ছে। বসফরাসের তীরে আজ আবারও ঝড় উঠেছে। এবারও ডিল অফ সেন্চুরী নিয়ে হেমিলনের বাঁশিওয়ালারা আরব শাসকদের দরবারে ঘুরছে। এবারও সেই পুরাতন পক্ষগুলোই। স্ক্রিপ্টেও তেমন কোন পরিবর্তন হয়নি। চেহারাগুলো কেবল পরিবর্তন হয়েছে। সেদিন ছিল হারৎজেল, শরীফ হোসাইন। আজ নেতানিয়াহু, রথশিল্ড ফ্যামিলি, রুপাট মার্ডক, ট্রাম্প, স্টিভ বেনন এবং আরবের কুলাংগার শাসক শ্রেনী। কিছু দিন আগে তুরস্ক থেকে ইসরাইলী রাষ্টদূতকে অপমান করে বহিষ্কার করার পর প্রভাবশালী ইসরাইলী লেখক ইদী কোহেন টুইট করেছিল-- "এরদোয়ান তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ। এই ঘটনার ৪৮ ঘন্টার মাথায় আমরা তুর্কি মুদ্রার রেকর্ড পরিমান মূল্যপতন ঘটিয়েছি। সারা দুনিয়ার অর্ধেক সম্পদের মালিক রথশিল্ড ফ্যামিলি ইসরাইলের পৃষ্ঠপোষক। বাকী সম্পদও ইহুদীদের হাতে। তুমি কি মনে করেছ পার পেয়ে যাবে? সামনে আরও খারাপ দিন আসছে।" ইদী কোহেনের এই কথাগুলোই একদিন হার্তজেল সুলতান আব্দুল হামীদকে বলেছিল। তাই শংকাটা এখন খুব বেশিই চেপে বসেছে বুকে
এবার যেন ইতিহাসের পূনরাবৃত্তি না হয়! 

চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অন্যায়ভাবে ২১০ জনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অন্যায় ভাবে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়দুল্লাহসহ ২১০ জনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদ হয়ে গেছে। তাই রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে দায়িত্বহীন সেবাদাস পুলিশকে জামায়াত-শিবির নেতাকর্মীদের পেছনে লেলিয়ে দিয়েছে। পুলিশও তাদের পবিত্র দায়িত্ববোধকে অবৈধ সরকারের বেআইনি ইচ্ছার কাছে জলাঞ্জলি দিয়ে একের পর এক বেআইনি ও সংবিধান বিরোধী কর্মকান্ড করে যাচ্ছে। গতকাল রাতে চট্টগ্রামের একটি স্বানামধন্য হোটেল থেকে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কোন কারণ ছাড়াই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই কান্ডজ্ঞানহীন অপকর্ম ঢাকতে পুলিশ বলেছে গোপন বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জাতি জানতে চায়, একটি স্বনামধন্য হোটেলের অডিটরিয়ামে প্রায় ৩০০ মানুষের উপস্থিতিতে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠান গোপন বৈঠক হয় কিভাবে? দেশে ঘরোয়া অনুষ্ঠান করাও কি পুলিশের কাছে অপরাধ? সংবিধান থেকে অনুষ্ঠান, সভা সমাবেশ করার সংক্রান্ত অনুচ্ছেদটি তুলে দেয়া হয়েছে কি না? যদি তুলে দেয়া না হয়ে থাকে তাহলে পুলিশ আইনের পবিত্র পোষাকে এমন বেআইনি কাজ করে যাচ্ছে কিসের ভিত্তিতে? পরিকল্পিত ভাবে নিরপরাধ মেধাবী ছাত্রদের প্রতি পুলিশের এই দায়িত্বহীন আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। নিরীহ ছাত্রদের অন্যায় ভাবে আটক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে সচেতন দেশবাসী মনে করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সব চেয়ে বড় আনন্দ উৎসব, যেখানে সবাই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়, সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। কিন্তু বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হয়েও এখানে ঈদ আনন্দটুকু ভাগাভাগি করে নেয়ার সুযোগও দিচ্ছেনা ইসলাম বিদ্ধেষী সরকার। পুলিশ সেখানে এতটাই নিন্ম মন-মানষিকতার পরিচয় দিয়েছে যে, তারা অনুষ্ঠানের দর্শকদের পর্যন্ত গ্রেপ্তার করেছে। অবৈধ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আইনের লেবাসে এসব দলীয় পুলিশের দায়িত্বহীন বাড়াবাড়ি জাতিকে চরম ভাবে বিক্ষুদ্ধ করে তুলেছে। অবৈধ সরকারের অনৈতিক অনুকম্পা পেতে অতিউৎসাহি পুলিশ সদস্যরা বরাবরাই এমন ঘৃন্য কর্মকান্ডের জন্ম দিচ্ছে। যা জনগণকে দারুণ ভাবে হতাশ করছে। ফলে জনগণের কাছে পুলিশ এখন আস্থাহীনতার প্রতিকে পরিণত হয়েছে। পুলিশের এমন ধারাবাহিক প্রতিহিংসাপূর্ণ তামাশায় হাজারো মেধাবী ছাত্রের শিক্ষা জীবন আজ ধ্বংসের মুখে। জনগণ নিজেদের কষ্টের অর্থে পুলিশকে লালন করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়ার জন্য নয়। অবিলম্বে এমন বেআইনি ও ঘৃন্য অপকর্ম বন্ধ করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। জনগণ আর এমন অমানবিক নজির দেখতে প্রস্তুত নয়।

চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০ জনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রামের একটি হোটেলে পারাবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে গত ২৩ জুন রাত ৮টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ২৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন;
“গত ২৩ জুন রাতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন পারাবার কর্তৃক স্থানীয় একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা এবং দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মত একটি ঘরোয়া বিনোদনমূলক শান্তিপূর্ণ অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান থেকে ২১০ জন শ্রোতা ও দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে অহেতুক মানুষকে হয়রানি করার কোন যুক্তি নেই। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত।
গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”