বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী ও বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ কারাবন্দী মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে আজ পরিবারের সদস্যগণ সাক্ষাত করেন।
৫ মে ২০১৬ মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক মাওলানা নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তাঁর সাথে পরিবারের এটাই প্রথম সাক্ষাত। সাক্ষাতের পর পরিবারের সদস্যগণ জানান যে, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী মানসিকভাবে অত্যন্ত মজবুত এবং দৃঢ় আছেন। মৃত্যুদণ্ডের আদেশে তিনি মোটেই বিচলিত নন।
তিনি পরিবারের সদস্যদেরকে জানান, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামীন। মহান আল্লাহ আমার মৃত্যুর জন্য যে সময় ও স্থান নির্ধারণ করে রেখেছেন ঠিক সে সময় এবং সে স্থানেই আমার মৃত্যু হবে। তার আগেও নয়, পরেও নয়। আমার মাঝে কোন দুর্বলতা নেই। আমি কোন অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।
আমি আমার পরিবার, সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি যাতে আমি জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহ আমার জন্মভূমি এই প্রিয় বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন