বাংলাদেশ বার্তা ১৩ মে২০১৬ঃ গত ১২ মে বর্জপাতে রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলায় কমপক্ষে ৪২ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৩ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বর্জপাতে একই দিনে নারী-শিশুসহ ৪২জন লোক নিহত এবং বহু সংখ্যক লোক আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদেনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমাদের দেশে সাধারনতঃ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এ সময় বর্জপাতও ঘটে। আবহাওয়াবিদদের মতে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। কাল বৈশাখী শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে মহান আল্লাহ তায়ালার সাহায্য চাওয়া উচিত।
তাই জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের যথাযথভূমিকা পালন করা দরকার। এ ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব কিছুর উপর আল্লাহ তায়ালার সাহায্যই বড় কথা। বিপদে-আপদে পরম করুনাময় আল্লাহ তায়ালার দরবারে তাঁর করুনা চেয়ে আমাদেরকে ধর্ণা দিতে হবে। আল্লাহ পাক আমাদের এই বিপদগ্রস্থ জাতিকে সকল প্রকার আসমানী ও জমিনী বালা মুছিবত থেকে হেফাজত করুন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন