ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ১৩ মে, ২০১৬

নিজামীর ফাঁসির বিরুদ্ধে ফের সরব এরদোগান

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, একটি মুসলিম দেশে মুসলিমরাই আজ নিপীড়িত।
বৃহস্পতিবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান এ মন্তব্য করেন। এরপরই ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে সলাপরামর্শের জন্য আঙ্কারায় ডেকে পাঠায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুললেও এই প্রথম কোনো দেশ এ ঘটনায় রাষ্ট্রদূতকে ফেরত নিল। আঙ্কারায় ‘তুরস্কের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ইচ্ছা’ শীর্ষক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘এটা মনযোগ আকর্ষণ না করে পারে না যে এমন একটি দেশে একজন ইসলামি নেতাকে ফাঁসি দেয়া হয়েছে যে দেশটি মূলত মুসলিম অধ্যুষিত এবং (সেখানে) মুসলিমরাই নিপীড়িত।’ ‘আমরা নিপীড়িতের কণ্ঠস্বর হতে চাই,’ বলেন এরদোগান। বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজামীর ফাঁসির প্রতিবাদ জানালেও এরদোগানই হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর কোনো ব্যক্তি যিনি এ নিয়ে সবর হলেন। নিজামীর ফাঁসি প্রসঙ্গে অনুষ্ঠানে এরদোগান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত সম্প্রদায়ের পাশে যেসব দেশ দাঁড়ায় না তাদের সাথে নেই তুরস্ক। এর আগে গত শুক্রবার এক অনুষ্ঠানে এরদোগান বলেছিলেন, মাওলানা নিজামী কোনো অন্যায় করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না। 
উৎসঃ   আরটিএনএন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন