বাংলাদেশ বার্তাঃ জুলাই ৩০, ২০১৮: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজী বিভাগের ২য় বর্ষের ছাত্র আমিরুল ইসলাম সিরাত আজ সকাল আনুমানিক ৯টায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, সে তার নানীর মৃত্যুর সংবাদ পেয়ে তার এক সহপাঠী থেকে ৫০০ টাকা ধার নিয়ে ট্রেনের লাইন ধরে সর্টকার্ট রাস্তা দিয়ে বাস ধরবেন বলে দৌড়াচ্ছিলেন। এই সময় পেছন থেকে একটি ট্রেন এসে পড়লেও সে কোনো কিছু আচ করতে পারেনি। বাড়িতে মোবাইলে কথা বলতে থাকায় ট্রেনের হুইসেলও সে শুনেনি। তাছাড়া প্রত্যক্ষদর্শীরা জানান আশপাশ থেকেও অনেকে তাকে চিৎকার করে সতর্ক করতে থাকে কিন্তু মোবাইলে কথা বলতে থাকায় কোন কিছুই তার কানে পৌছায়নি। তার এই অসতর্কতার পরিণাম হল, লাশ হয়ে যাওয়া।
সকাল বেলা বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর প্রাককালে এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র শিক্ষক সিরাতের মরদেহের কাছে ছুটে যায়। খবর দেয়া হয় তার বাবাকে। খুব তড়িৎ গতিতে সিরাতের লাশ পুলিশের কাছ থেকে গ্রহণ করে গোছল করিয়ে জানাজার ব্যবস্থা করা হয়। সেন্ট্রাল মসজিদের খতীব ড. বিএম মফিজুর রহমান আল আজহারী জানাজা নামাজের ইমামতি করেন। জানাজায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহম্মদ আলী আজাদী, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাস্ট মেম্বার প্রফেসর আহসান উল্লাহ, ট্রাস্ট সদস্য প্রফেসর আমিরুল ইসলাম, প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন ফ্যাকাল্টির ডীন ও চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন