বাংলাদেশ বার্তাঃ টেকনাফের বিখ্যাত ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রপতি পুরুস্কারে ভূষিত রঙ্গিখালী দারুল উলূম ফাযিল ডিগ্রী মাদরাসা ২০১৮ সালের বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রোগ্রামটি উক্ত মাদরাসার প্রাক্তন কৃতি-ছাত্রদের মিলন-মেলায় পরিণত হয়েছে ।
প্রাক্তন ছাত্রদের সভাপতি , সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মুমুতাজুদ্দীন কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বক্তব্য রাখছিলেন টেকনাফ উপজিলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও আন্তর্জাতিক খ্যাতিমান মুফাস্সিরে কুরআন এবং দেশ-বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা লুৎফুর রহমান ( দাঃ বাঃ আঃ )।
প্রাক্তন ছাত্রদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-
সর্বজনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, চেয়ারম্যান-হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ টেকনাফ ; অধ্যাপক আমীর হোসাইন,সহকারী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ; অধ্যক্ষ আমীর হোসাইন-পুটিবিলা ফাজিল মাদরাসা ; উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম-রঙ্গিখালী মাদরাসা ; উপাধ্যক্ষ মাওলানা সাঈদ আহমদ তারেক-বদর খালী ফাজিল মাদরাসা ; অধ্যাপক আব্দুল গফুর-টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ ; প্রধান শিক্ষক আব্দুস সালাম-হ্নীলা হাই স্কুল ;প্রধান শিক্ষক হোসাইন আহমদ তাসলিম ; মাওলানা হোসাইন আহমদ-আরবী প্রভাষক, ফারির বিল আলিম মাদরাসা ; প্রভাষক মাওলানা জামাল হোসাইন ও প্রভাষক নুরুল বশর ; প্রভাষক হুমায়ুন কবির হেলালী-ডুলাহাজারা কলেজ; রিদওয়ানুর রহমান-বিসিক অফিসার ; আব্দুশ শাকুর-ব্যা্ংক অফিসার; আনওয়ারুল ইসলাম -ব্যাংক অফিসার; শাহীন সরওয়ার-কলেজ প্রভাষক; আব্দুশ শাকুর-ব্যাঙ্কার প্রমুখ অগণিত প্রাক্তন ছাত্রবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন