বাংলাদেশ বার্তা আমার মনে হয় পেকুয়াতে ফুটবল প্লেয়ারের খনি আছে! তাও এক স্কুল না, পরপর তিন ইউনিয়নের তিন স্কুলের অতিরিক্তসহ ৪৫ প্লেয়ার! স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একই উপজেলা থেকে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড মনে হয় আর কোথাও নাই।
প্রতিবছর ফাইনাল খেলার আগে ও পরে ২/৩ দিন ছেলেগুলোকে নিয়ে সেকি উচ্ছাস! সেকি প্রশংসা! খেলার পরের দিন বিরোচিত সম্বর্ধনা।
অথচ ১০/১৫ দিন পর এদের কথা আর কেউ মনে রাখেনা। এমনও হয়েছে পেটের দায়ে এক বীরকেতো গ্যারেজেও কাজ করতে দেখা গেছে।
কোন সরকারী বা বেসরকারী উদ্যোগে যদি এই ৪৫ জন প্লেয়ারকে নার্সিং করা হতো তাইলে এদের মধ্য থেকে বাছাই করে ১১ জনের যে টীম হবে সে টীম সিনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে পেকুয়ার মুখকে উজ্জ্বল করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন