বাংলাদেশ বার্তা ডেস্কঃ আজকের খেলায় মাহমুদুল্লাহর ছক্কায় ফাইনালে বাংলাদেশ।বাংলাদেশ টিম ২উইকেটে জয় লাভ করেছে।
১৬/০৩/২০১৮ শুক্রবার অঘোষিত সেমিফাইনালে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলদেশ । আনন্দের কথা হচ্ছে ১৬ তারিখের ম্যাচগুলি বাংলাদেশ হারে নাই । যদি আজকে এমন হয় তাহলে ভারতের সাথে ফাইনাল খেলবে বাংলাদেশ । কারণ আজকের ম্যাচে যে দল জিতবে সে দল ফাইনাল খেলবে ।
টস ফলাফলঃ আজকের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ।বাংলাদেশ একাদশে মাত্র একটি পরিবর্তন এসেছে ।আবু হায়দার রনির বদলে সাকিব ।
টসে হেরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৫৯/৭ (২০ ওভার), সাকিব নিজের ২য় ওভারের প্রথম বলে উইকেট নেন। মুস্তাফিজ প্রথম ওভারে ১ উইকেট এবং ২য় ওভারে আরও একটি উইকেট নেন। মুস্তাফিজের ওভারের ১ টি রান আউট হয়। নিজের ৩য় ওভারের মিরাজ আঘাত হানেন ।সৌম্য নিজের ২য় ওভারে ১ উইকেটের সন্ধান পান। সব মিলিয়ে মুস্তাফিজ ২ টি , সাকিব ১ টি , রুবেল ১ টি , মিরাজ ১ টি এবং সৌম্য ১ টি উইকেট নেন।
বাংলাদেশ প্রথম দিকে খুব ভালোভাবে শুরু করে । একের পর এক উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে বিপদে ফেলে দেয় । কিন্তু ৫ উইকেট পরার পর কুশাল পেরেরা এবং থিসার পেরেরার ব্যাটিং তান্ডব শুরু হয়। উইকেট শিকারে ব্যর্থ হয় টাইগাররা। ২ পেরেরার ব্যাটিং তান্ডবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৫৯ রানে।
একাদশ বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ।
শ্রীলঙ্কা : দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, জীবন মেন্ডিস, নুয়ান প্রদীপ, দুশমান্থা চামিরা এবং সুরাঙ্গা লাকমল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন