বাংলাদেশ বার্তাঃ এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটের বিমানটি নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে অবতরণকালে বিধ্বস্ত হয়। এ ভয়াবহ দূর্ঘটনায় এ পর্যন্ত ৫০ নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে ৩২জন বাংলাদেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ মর্মান্তিক দূর্ঘটনায় গোটা জাতি শোকাহত। আমরা আহতদের উন্নত চিকিৎসা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিমান দূর্ঘটনায় নিহত মুসলমানদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি নিহত সকল যাত্রীর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন