মাহমুদুর রহমান মান্না |
৫ জানুয়ারির নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোট দেয়নি। তাই এই নির্বাচন বাদ দিয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি আরো বলেন, সংখ্যালঘুদের উপর হামলার দায় বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপানো হচ্ছে। যারা মামালার ভয়ে ঘরেই থাকতে পারে না, তারা কিভাবে সংখ্যালঘুদের উপর হামলা করবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান।
মানববন্ধনে মান্না বলেন, ৫ তারিখের নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপর যে সহিংসতা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদরকে শাস্তির আওতায় আনতে হবে। কঠোর হওয়ার কথা শুধু মুখে বললে হবে না, বরং তা বাস্তবায়ন করে দেখানোর কথাও বলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন