পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকরা যেভাবে দীর্ঘস্থায়ী হতে পারেনি শেখ হাসিনার স্বৈরসরকারও সেভাবে বেশি দিন টিকতে পারবেনা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৭৮তম জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বাংলাদেশ ভারতের কলোনিতে পরিণত হবার জন্য নয়।’
পিয়াস করিম বলেন, ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন গণতন্ত্রকে কণ্ঠরোধ করেছে। তবে হতাশার কিছু নেই; আমরা যদি জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাস করি তাহলে আসুন, আজকে শপথ নেই যতদিন না আমাদের আন্দোলন সফল হবে ততদিন পর্যন্ত লড়াই করবো।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ড. আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, ড. মাহফুজ উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন