ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

পাবনায় জামায়াতের হরতালে সড়কে বিক্ষোভ


২১ জানুয়ারি,২০১৪
পাবনা: পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার পাবনায় দলটির আহ্বানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
সকাল ৮টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুরে হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এছাড়া দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট গোল চত্বরে হরতালের সমর্থনে পিকেটিং করে দলীয় সমর্থকরা। এর বাইরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতাল শুরুর পর পাবনা থেকে দূরপাল্লার ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহর ও জেলার অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে হালকা যান চলাচল রয়েছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে টহল দিচ্ছে।
উল্লেখ্য, হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এই হরতালের ডাক দেয় জেলা জামায়াত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন