শহীদ মামুন হায়দার |
নোমানুল আহসান আক্ষেপ করে লিখেছেন,শহীদ মামুন হায়দার ভাইয়ের রক্তের উপর পা দিয়ে ক্ষমতার মসনদে বসলেন শেখ হাসিনা । ক্ষমতা গ্রহনের প্রথম দিনেই রক্তে রঞ্জিত হল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ট বিদ্যাপীঠ । কোথায় আজ মাননীয় শিক্ষামন্ত্রী. আজ কেন বলনে না, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে । আজ আপনারা নিরব কেন ? আজ কোথায় শেখ হাসিনা...আপনি না বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই দিলেন । এখন চট্ট্রগাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কারা । কোথায় আজ দালাল, হলুদ নষ্ট মিডিওয়ালারা, আজ কেন লিখলেন না "চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তান্ডব""। যদিরতো,আজ যদি শিবির এ কাজ করত! তাহলে কি করতেন আপনারা মিডিওয়ালারা ???? মুন্নি সাহা, জ.ই.মামুনরা সরেজমিনে চট্টগ্রাম চলে যেতেন । রক্তক্ত চট্টগ্রাম বলে ধারাবাহিক রিপোর্ট করতেন । কোথায় আজ মানবতা ? কোথায় মানবাধিকার ? মেরিন ইঞ্জিনিয়ারীং ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী ছাত্রটিকে হত্যা করেছন আপনারা । মনে রাখবেন, আমাদের মামুন হায়দার ভাই মরেনি । এই পৃথিবীতে মাটি গবেষনা করে হয়ত মৃত্তিকা বিজ্ঞানী হত । আর এখন জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন