ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

সঙ্কুচিত হয়ে আসছে মত প্রকাশের স্বাধীনতা- অ্যামনেস্টির উদ্বেগ

বাংলাদেশের অব্যাহতভাবে অবনতি ঘটছে মানবাধিকার পরিস্থিতির। সঙ্কুচিত হয়ে আসছে মত প্রকাশের স্বাধীনতা। বেড়ে চলেছে রাজনৈতিক সহিংসতা। অব্যাহত রয়েছে গণমাধ্যম সম্পাদক আর নির্বাহীদের হয়রানি। তাদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘোষণা দিয়েছে, বোমা বহনে সন্দেহভাজন যে কাউকে সরাসরি গুলি চালানো হবে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এসব কথা বলেছে। বিবৃতিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর বিস্তারিত আলোকপাত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। একইসঙ্গে সরকারের প্রতি ৪ দফা আহ্বান জানিয়েছে তারা। ওই চারটি দফা হলো- এক. সকল অগ্নিসংযোগ-হামলার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করুন ও সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে দোষীদের ন্যায়বিচারের আওতায় আনুন। দুই. শুধু মত প্রকাশ বা শান্তিপূর্ণ সমাবেশের কারণে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্ত করুন। তিন. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ না করেন এবং তা যেন আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী হয়, সেটা নিশ্চিত করুন। চার. রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যেন মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলে, সেটা নিশ্চিত করুন। এটা করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। 
মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত হামলার মুখে উল্লেখ করে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সঙ্কুচিত হচ্ছে। পর্নোগ্রাফি মামলায় একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার প্রসঙ্গ ও প্রেক্ষাপট উল্লেখ করে বলা হয়, চ্যানেলটি বিরোধী বিএনপির সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপক ভিডিও ফুটেজ সম্প্রচার করছিল। স্থানীয় সংবাদপত্রগুলোর রিপোর্ট থেকে ইঙ্গিত মেলে বিরোধী দলের কর্মকা- সম্প্রচারে নিরুৎসাহিত করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকোচনের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রায়ই গুরুত্বারোপ করেছে। সংবাদপ্রত্র আর টিভি সম্পাদকরা সরকার সমালোচকদের অভিমত প্রকাশ বা সম্প্রচার না করতে প্রচ- চাপে রয়েছেন। বিরোধী দলের প্রতি ঝোঁক এমন ব্যক্তিদের প্রায়ই টকশোতে অংশগ্রহণ থেকে বাধা দেয়া হয়েছে। আবদুস সালামের গ্রেপ্তার সম্পূর্ণ তার মতপ্রকাশের স্বাধীনতা প্রয়োগের জন্য হয়েছে বলে বিবেচনা করে অ্যামনেস্টি। আর অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন