ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪

ছাত্রলীগের সাত খুন মাফ!

17 Jan, 2014 অন্তর্কোন্দলে বারবার সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো, প্রশাসনের ওপর হামলাসহ অনেক গুরুতর অপরাধ করলেও প্রশাসন ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি এসব ঘটনায় মামলাও করছে না পুলিশ। ছাত্রলীগ বলেই যেন সাতখুন মাফ পেয়ে যাচ্ছে! সংগঠনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। চট্টগ্রাম সার্কিট হাউজে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দু’পক্ষে ধারালো অস্ত্র দিয়ে কোপাকুপির ঘটনা ঘটে এবং এসময় দুটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দূরে থাক কোনো মন্তব্য করতেও রাজি নন পুলিশ কর্মকর্তারা। আর নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহিংসতাকারীদের ছাত্রলীগ নেতাকর্মী মানতেই নারাজ! এভাবে বারবার বিভিন্ন ধরনের অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের সহযোগী এই ছাত্র সংগঠনটি। এর আগে গত বছর ৩০ অক্টোবর রাতে নগর ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা নগরজুড়ে ভয়াবহ তাণ্ডব চালায়। তারা শতাধিক গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে আগুন দেয়। কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ছাত্রলীগের পক্ষ থেকেও দোষীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি। এর আগে গত ১২ জুন নগরীর জিইসি মোড় এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে ছাত্রলীগ। কিন্তু সেটিরও কোনো ব্যবস্থা নেয়নি কোনো পক্ষ। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিক সঙ্গে মতবিনিময়ের সময় দু’পক্ষের মধ্যে তুমুল হট্টগোল হয়। মন্ত্রী বারবার তাদের থামানো চেষ্টা করেও নিবৃত্ত করতে পারেননি। মন্ত্রীরা সার্কিট হাউস ত্যাগ করার পর পরই ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে শুরু হয় কোপাকুপি। এতে বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আতিক গুরুতর জখম হন। আহত হয় অন্তত চার জন। আতিক নগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবেদুল আলম মাসুদের অনুসারী বলে জানা গেছে। নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এমআর আজিম ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদুল আলম মাসুদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। চট্টগ্রাম সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর রাষ্ট্রীয় স্থাপনায় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ ও কোপাকুপির ঘটনা এবং মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুলিশও নির্বিকার। জেলা প্রশাসনও নিচ্ছেন না এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা। আর অন্যদিকে সংঘর্ষের ঘটনায় জড়িতরা ছাত্রলীগের কোনো দায়িত্বশীল পদে নেই দাবি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। তিনি বলেন, ‘কালকের ঘটনা ছাত্রলীগের ঘটনা নয়। এখানে কেন শুধু শুধু ছাত্রলীগের ওপর দায় চাপানো হচ্ছে? যারা এসব করেছে তারা সাবেক দুই ছাত্রলীগ নেতারা অনুসারী কর্মী। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিক।’ চট্টগ্রাম সার্কিট হাউস পরিচালিত হয় জেলা প্রশাসনের মাধ্যমে। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি আশরাফ আলম বলেন, ‘কালকের ঘটনায় আমরা কোনো আইনগত ব্যবস্থা নেইনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি এখনো। তবে এখন থেকে মন্ত্রীদের অনুষ্ঠানে রাজনৈতিক জমায়েতের ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। শুক্রবার পানিসম্পদ মন্ত্রীর অনুষ্ঠানে বাড়তি কোনো লোকজনকে সার্কিট হাউসে প্রবেশ করতে দেয়া হয়নি।’ জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ‘কালকের ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ যদি লিখিত অভিযোগ না করে তাহলে আমরা কিছ্ইু করতে পারবো না।’ বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় সংঘটিত এ ঘটার পর শুত্রবার রাত ৮টা পার হয়ে গেলেও কোনো মামলা বা এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি বলে স্বীকার করেন তিনি। তবে এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মনজুর মোরশেদ, এসি কোতোয়ালী মীর্জা সায়েম মাহমুদ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি।উৎসঃ বাংলামেইল২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন