ঢাকা- ১৯ জানুয়ারী /২০১৪ ইং, প্রখ্যাত আলেমে দ্বীন, প্রবীণ শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর লালবাগ থানার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বজলুর রশীদ আজ ভোর ৪ টায় রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মরহুম স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত রাজধানীর লালবাগস্থ রহমতুল্লাহ স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
আজ বাদ জোহর মরহুমের কর্মস্থল লালবাগের রহমতুল্লাহ স্কুল মাঠে ১ম নাজাজে জানাজা এবং তার নিজ জেলা পিরোজপুরের সদর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে দ্বিতীয় নামাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। উভয় জানাজায় বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
শোকবাণী
মাওলানা রজলুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
এক শোকবাণী মহানগরী আমীর বজলুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তার নেক আমলগুলোকে কবুল করে নিয়ে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন