ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪

হাসিনা সরকারকে যুক্তরাষ্ট্রের বৈধতা দেয়ার মিথ্যা তথ্য প্রকাশে বিব্রত খোদ বাংলাদেশ দূতাবাস

হাসিনা সরকারকে যুক্তরাষ্ট্রের বৈধতা দেয়ার মিথ্যা তথ্য প্রকাশে বিব্রত খোদ বাংলাদেশ দূতাবাস।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসেরই ওয়েবসাইটে প্রমাণ-http://tinyurl.com/ko8g2jj
গতকাল ভুঁইফোড় একটি তথাকথিত সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ-http://tinyurl.com/fake-BN

সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

সাতক্ষীরা অভিযান নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ


ঢাকা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরার দেবহাটায় যৌথ বাহিনীর অভিযানের সময় দু'জন এবং ঝিনাইদহে একজন জামায়াত ও শিবির কর্মীসহ মোট তিনজন নিহত হয়েছে।

পুলিশ বলছে, এরা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে দেবহাটার জামায়াতের নেতারা বলছেন, জামায়াতকে দমন করতে তাদের কর্মীদের ধরে নিয়ে হত্যা করছে আইন শৃংখলারক্ষাকারী বাহিনী। যদিও এই অভিযোগ অস্বীকার করছে স্থানীয় পুলিশ।
অন্যদিকে মানবাধিকার কর্মীরা এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
দেবহাটার পুলিশ বলছে রোববার সকালে সেখানে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়। দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানিয়েছেন, “নিহত ওই দুজন নানা অভিযোগে আগে থেকেই গ্রেফতার ছিলেন। তাদের নিয়ে সকালে যৌথ বাহিনী এক অভিযানে গেলে জামায়াত শিবিরের কর্মীরা তাদের ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা চালায় এবং যৌথবাহিনীর উপর বোমা হামলা চালায়।”
সে সময় সেই বোমার স্প্লিনটারে ওই দু'জন নিহত হন বলে মি. বিশ্বাস দাবি করেন।
দেবহাটার জামায়াত নেতারা অবশ্য কোন ধরনের বন্দুকযুদ্ধের কথা অস্বীকার করেছেন। দেবহাটা জামায়াতের সেক্রেটারি নুর মোহাম্মদ বলেন, তাদের কর্মীদের ধরে নিয়ে পরে হত্যা করা হচ্ছে।
তিনি জানান, “আমরা প্রথমে শুনেছিলাম তাদের নিয়ে অভিযানে যাবে যৌথ বাহিনী কিন্তু পরে শুনি ফজরের আজানের সময় একজনের বাড়ির সামনে তাদের গুলি করে মেরে রেখে গেছে।”
বন্দুক যুদ্ধের ব্যাপারে পুলিশের বক্তব্যকে তিনি মিথ্যা বলে মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, “ইদানীং যাদের ধরা হচ্ছে তাদের মেরে ফেলার পর পুলিশ বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দিচ্ছে।”
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর থেকে সহিংস ঘটনার মধ্যে দিয়ে দিন পার করছে সাতক্ষীরা জেলার অধিবাসীরা।
গত মাসের ১৫ তারিখ থেকে সাতক্ষীরার সহিংসতা নিয়ন্ত্রণে সেখানে অভিযান শুরু করে যৌথবাহিনী। তার পর থেকে এ পর্যন্ত আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।
জামায়াত নেতা নুর মোহাম্মদ বলেন, জামায়াতকে দমন করেতে এসব কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে পুলিশের বন্দুকযুদ্ধ নিয়ে তার অভিযোগ অস্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওদিকে স্থানীয় জামায়াত শিবির নেতা কর্মীদের মধ্যে এক ধরনের আতংক কাজ করছে। সংবাদমাধ্যমের সাথে কথা বলার ক্ষেত্রেও তার শঙ্কিত।
সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাগুলোতে বন্দুকযুদ্ধ বা ধরে নিয়ে হত্যার অভিযোগ সম্পর্কে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান লিটন বলেন, “সাম্প্রতিক কালে সাতক্ষীরা বা অন্যান্য অঞ্চলে বন্দুকযুদ্ধ বা ধরে নিয়ে যাওয়ার যেসব কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা খুবই উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনা যখন ঘটে বা মানুষ এ বিষয় নিয়ে যখন আলাপ করে তা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর।”
তিনি বলেন এই পরিস্থিতির ওপর তারা নজর রাখছেন।– বিবিসি।

মহেশপুরে ২ জামায়াত নেতা নিখোঁজ


ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে রোববার দুই জামায়াত নেতা নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে সাদা পোকাশের পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবী।
রবিবার বিকেল ৫টার দিকে দত্তনগর কৃষি ফার্ম এলাকা থেকে তাদের সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ দুই জামায়াত নেতা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক নজরুল ইসলাম (৪৮) ও দলের রাজনৈতিক সেক্রেটারি নাসির উদ্দীন মাস্টার (৬৭)।
নজরুল ইসলাম মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও মহেশপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং নাসির উদ্দীন মাস্টার একতারপুর গ্রামের মৃত এরশাদ মন্ডলের ছেলে ও বৈচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই জানান,রবিবার বিকেল ৫টার দিকে দত্তনগর ফার্ম এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে দুই জামায়াত নেতাকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন। পরে তাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো খোঁজ দিতে পারেননি।
এ বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন,মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম এলাকা থেকে পুলিশ কাউকে আটক করেনি। তিনি সাংবাদিকদের কাছ থেকে দুই জামায়াত নেতা নিখোঁজের কথা শুনেছেন।

শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

কার স্বার্থে টেস্ট ক্রিকেট বিসর্জনে নেমেছে বিসিবি

 ক্রীড়া প্রতিবেদক ২০০০ সালের আগে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস অর্জনের জন্য বাংলাদেশের ক্রিকেটার ও তৎকালীন সংগঠকেরা তিলে তিলে যে ত্যাগ-তিতিক্ষা করেছেন, যার ফসল আজকের এ টেস্ট খেলতে পারা। তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী, সৈয়দ আশরাফুল হকদের অনেক চেষ্টায় ক্রিকেটের সর্বোচ্চ শ্রেণীর ক্রিকেট টেস্ট খেলছে বাংলাদেশ ২০০০ সাল থেকে। পেছনের এ কথাগুলো বলার অর্থ আজ আবার সেই বিসিবিতে থাকা কিছু বোর্ড পরিচালক টেস্ট ক্রিকেট বিসর্জন দেয়ার নগ্ন পাঁয়তারা করছেন, যারা দেশের ক্রিকেট সম্পর্কে সামান্য জ্ঞান রাখেন, তারাও সমর্থন করবেন না। অথচ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির বর্তমান কমিটি সে কাজই করতে যাচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার। ভারতীয়দের শতভাগ স্বার্থ পূরণ এক কথায়। ভারত কী চাচ্ছে, কেন? তাও যে অজানা তা নয়। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আইসিসিকে পাশকাটিয়ে ‘মোড়ল’ হওয়ার যে নগ্ন প্রস্তাব। বিসিবি তাকেই সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়। পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা কিন্তু বাংলাদেশের মতে ভোগান্তিতে পড়বে না। তবুও এ নিয়ে ব্যাপক হইচই করছে তারা। মানতে রাজি না ওই ত্রয়ীর কূটকৌশলী প্রস্তাব। ওই তিন বাকিদের নিয়েই চলবে, তবে মাতুব্বরি থাকবে তাদের হাতে। আর বাংলাদেশ, জিম্বাবুয়ে তো তাদের হিসেবের মধ্যেই নেই। অবুঝ শিশুকে এটা সেটা দিয়ে বুঝানোর মতো করে নামিয়ে দিচ্ছে তারা আইসিসির সহযোগী সদস্যদের কাতারে। টেস্ট ক্রিকেটের পরিবর্তে যেখানে পরিষ্কারভাবে বলা আছেÑ বাংলাদেশকে খেলতে হবে চার দিনের ম্যাচ। তাও আইসিসির সহযোগী সদস্যদের সঙ্গে। এ ছাড়া ........ ......

মানিকছড়িতে সংখ্যালঘু’র জায়গা দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

 খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির দক্ষিণ একসত্যাপাড়া এলাকায় গোপী নাথ নামের এক ব্যক্তির বাগানসহ তিন একর জায়গা দখল করে নিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার। দুদিন ধরে প্রকাশ্যে বাগানটির শতাধিক গাছ ওই নেতা কেটে নিলেও পুলিশের সহযোগিতা পায়নি সংখ্যালঘু পরিবারটি। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে টনক নড়ে পুলিশের। শুক্রবার বিকেলে মানিকছড়ি থানায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা নেয়া হয় এবং রাতেই মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল জাব্বারের ছেলে বেলালকে আটক করা হয়। জানা গেছে, ১৯৮৪ সালে দক্ষিণ একসত্যাপাড়ার কংহ্লাপ্রু মগের ছেলে লাহাপ্রু মগের ৯২ নং হোল্ডিং-এর পাঁচ একর তৃতীয় শ্রেণীর জমি থেকে তিন একর জমির ক্রয়সূত্রে মালিক হন সুকেন্দু বিকাশ নাথের ছেলে তিনটহরীর আদি ব্যবসায়ী গোপী নাথ, যা পরবর্তীতে মিউটেশন মামলা নং ৩৭/৯৯ নামজারী মামলা মূলে রেকর্ড সংশোধন করা হয়। ফলে জমিটিতে গোপী নাথ বিভিন্ন মূল্যবান গামারী, আকাশমনি, বেলজিয়াম ইত্যাদি গাছের বাগান করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৪ সালে প্রতিবেশী মো. খোরশেদ আলম দুই একর জমি জোরপূর্বক দখল করে ঘর তুলে বসতি স্থাপন করে। এ ব্যাপারে গোপী নাথ খাগড়াছড়ি আদালতে দেওয়ানী মামলা নং ১২১/২০০৫ দায়ের করেন। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালত ওই জায়গা গোপী নাথের বলে রায় দিলে বিবাদী ক্ষিপ্ত হয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং তাতেও তিনি হেরে যান। পরে আবারও বিবাদী খোরশেদ আলম উচ্চ আদালতে আপিল করেন যা বর্তমানে বিচারাধীন রয়েছে। পরে, দশম সংসদ নির্বাচনের পর স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী চক্রের সহযোগিতায় পূর্বের বিবাদীসহ আওয়ামী নেতা আবদুল জব্বার এবং তার তিন ছেলে গত ১৭ জানুয়ারি দিনের আলোতে বাগানের শতাধিক গাছ কেটে ফেলে। নতুন বার্তা/এনকে/জবা

আইসিসির পূর্ণ সদস্য পদ থাকবে। থাকবে টেস্ট মর্যাদাও। তবু টেস্ট ক্রিকেট খেলতে পারবে না বাংলাদেশ!

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড প্রস্তাবিত পরিবর্তনগুলো সত্যিই বাস্তবায়িত হলে অভূতপূর্ব এই ঘটনা দেখবে ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের বিচরণ থমকে যেতে পারে এ বছরই। আগামী বছর থেকে আবার কবে টেস্ট খেলতে পারবেন মুশফিক-সাকিবরা, কিংবা আদৌ আর খেলতে পারবেন কি না, অনিশ্চিত সবই। একই ভাগ্য মেনে নিতে হবে জিম্বাবুয়েকেও। ‘তিন জমিদারের’ বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। তিন জমিদার ছাড়া নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ‘প্রজাদের’ বাকি সবাই। যদিও খবরটি ফাঁস করা ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায় বাংলাদেশ খুব একটা গুরুত্ব পায়নি। তবে প্রস্তাবিত খসড়ায় যা দেখা যাচ্ছে, তাতে সবচেয়ে করুণ পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ভাগ্যেই। প্রস্তাবিত ২১ পাতার খসড়ায় অনুচ্ছেদ আছে ছয়টি। ৪ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর পয়েন্টের শিরোনাম—‘আইসিসি র্যাঙ্কিং সিস্টেম’। এখানেই বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সময়কালে টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দলকে খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। আইসিসির শীর্ষ সহযোগী দেশগুলোর অংশগ্রহণে প্রথম শ্রেণীর ম্যাচের টুর্নামেন্ট এই ইন্টারকন্টিনেন্টাল কাপ। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের আটে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৮২, সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৭। বছর শেষেও যে জিম্বাবুয়ে ও বাংলাদেশ নয় ও দশ নম্বরে থাকবে, সেটি নিশ্চিতই। টেস্ট ক্রিকেটের বদলে এই দুই দেশকেই তাই চার দিনের ম্যাচ খেলতে হবে ইন্টারকন্টিনেন্টাল কাপে। সর্বশেষ (২০১৩) এই টুর্নামেন্টে খেলেছে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, আরব আমিরাত, নামিবিয়া, কানাডা, কেনিয়া ও নেদারল্যান্ডস। সহযোগী এই আট দেশের সঙ্গে এখন শিরোপা যুদ্ধে নামতে হবে পূর্ণ সদস্য দুটি দেশকে! ইন্টারকন্টিনেন্টাল কাপে শিরোপাজয়ী দল এরপর চ্যালেঞ্জ টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে ওই সময় টেস্ট র্যাঙ্কিংয়ের আটে থাকা দলের বিপক্ষে। দুটি করে টেস্ট ম্যাচের দুটি সিরিজ হবে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে। এই চ্যালেঞ্জ সিরিজে জয়ী দেশ অষ্টম দল হিসেবে খেলার সুযোগ পাবে টেস্ট ক্রিকেট। হেরে যাওয়া দলকে খেলতে হবে পরবর্তী ইন্টারকন্টিনেন্টাল কাপে। ২০১৫ থেকে ২০২৩, এই আট বছর সময়কালে ইন্টারকন্টিনেন্ টাল কাপ হবে দুটি। নতুন নিয়মের প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা নির্ধারিত হবে ২০১৯ সালে। এ বছরের নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের পর ২০১৯ সাল পর্যন্ত অন্তত আর টেস্ট খেলতে পারবে না বাংলাদেশ। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয়ও, টেস্ট আঙিনায় ফেরা সীমাবদ্ধ থাকতে পারে চ্যালেঞ্জ সিরিজের ওই চার টেস্টেই। চার বছর পর টেস্টে ফিরে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে টেস্টের ৮ নম্বর দলকে হারানো হবে অসম্ভবের কাছাকাছি। তর্কের খাতিরে ধরে নেওয়া গেল, চ্যালেঞ্জ সিরিজও জিতে টেস্ট ক্রিকেটে আবার উত্তরণ হলো বাংলাদেশের। কিন্তু তখনো কয়টি টেস্ট খেলতে পারবে, সেই সংশয় থাকবেই। এফটিপি বাতিল হয়ে গেলে টেস্ট খেলার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দেশের দয়ার ওপর। ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে উঠে আসা দেশের জন্য অন্য দেশের কাছ থেকে সেই ‘দয়া’ আদায়ও খুব একটা সহজ হবে না। টেস্টে উত্তরণ হলেও তাই টিকে থাকা হবে দুরূহ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওপর ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার খড়্গ নেমে আসছে আগামী বছরই। তবে অদূর ভবিষ্যৎ ভাবলে শঙ্কায় থাকবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোও। র্যাঙ্কিংয়ের সাত- আটে ঘোরাফেরা তো তাদেরই। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়া দল যদি তাদের হারিয়ে দেয়, কী হবে ভাবুন! হয়তো দেখা যাবে টেস্ট খেলবে আফগানিস্তান, আর ১৯২৮ সাল থেকে টেস্ট খেলে আসা, সত্তর-আশির দশকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ! শঙ্কায় আসলে ‘তিন জমিদার’ ছাড়া বাকি সব দেশই। চার বছর পর তো টেস্ট র্যাঙ্কিংয়ের আটে থাকতে পারে পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দলও। কিংবা কে জানে, ক্রিকেটীয় অনিশ্চয়তায় চার বছর পর আটে নেমে যেতে পারে দক্ষিণ আফ্রিকাও। তৃতীয় দেশ হিসেবে টেস্ট মর্যাদা পাওয়া দক্ষিণ আফ্রিকাকেও তখন খেলতে হতে পারে ইন্টারকন্টিনেন্টাল কাপে! দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা তাই এককাট্টা হচ্ছে প্রস্তাবের বিপক্ষে। বাংলাদেশ কী ভাবছে? আপাতত এটা নিয়ে কথা বলতে নারাজ বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘এটি খুবই সেনসিটিভ (স্পর্শকাতর) একটি ইস্যু। প্রস্তাবটি বিস্তারিত পড়া ও আলোচনার ব্যাপার আছে। ২৩ জানুয়ারির (আগামী কাল) বোর্ড সভায় আলোচনা হবে, এরপর হয়তো মন্তব্য করা যাবে।’ বাস্তবতা হলো, টেস্ট পরিবারের নবীনতম সদস্য বাংলাদেশের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। আশার কথা, ওই তিন দেশ ছাড়া বাকি দেশগুলোও নিশ্চয়ই এটি চাইবে না। নিউজিল্যান্ড যদিও বিস্ময়করভাবে সমর্থন দিয়েছে প্রস্তাবকে, তার পরও বাকি ছয় টেস্ট খেলুড়ে দেশ এককাট্টা থাকলে ভোটাভুটিতে হালে পানি পাবে না প্রস্তাব। বাংলাদেশের একমাত্র আশা এখন ভোটযুদ্ধের জয়ই। সুত্রঃ http://www.prothom-alo.com/sports/article/128938/

সিরিয়াল কিলার আসাদুজ্জামান নূরের নির্দেশে নীলফামারীতে চলছে বিরোধী দলীয় নেতাদের সিক্রেট কিলিং !

সিরিয়াল কিলার আসাদুজ্জামান নূরের নির্দেশে এই পর্যন্ত ৩ বিএনপি নেতা যৌথবাহিনীর কাছে আটক হয় লাশ হয়ে ফিরলেন।এখনো নীলফামারীতে কিলার নূরের বাহিনী বিরোধী দলের নেতাদের খুজছে গুপ্তহত্যার জন্য। নীলফামারীর এই গুপ্তহত্যকারী সিরিয়াল কিলার আসাদুজ্জামান নূর কে কি করা দরকার? Inline image 1 অবুঝ শিশুটির একটি কথা ...“আব্বু আর আসবেনা” লিখতে বসলাম, কি ভাবে লিখবো বুঝতে পারছিনা। গত ১৯/০১/১৪ তারিখে দুপুর ২:২০ মিঃ গোয়েন্দা পুলিশ আটক করে ১২ ঘণ্টা পর পরিকল্পিত ভাবে হত্যা করে মেহেরপুরের মানুষের প্রানের স্পন্দন, সকলের প্রানের ভাই প্রিয় শহীদ আলহাজ তারিক মোঃ সাইফুল ইসলাম কে। তার ৩ বছর বয়সী মেয়ের মুখে কোন কথা নাই। গত ২টা বছর তারিক ভাই বাড়ি থাকতে পারত না। মাঝে মাঝে আসতো। যখন ওর আব্বু বাসায় আসতো, তখন পুলিশের গাড়ীর সাইরেন শুনলে দৌড় দিয়ে জানালার কাছে গিয়ে দেখত আর বলতো আব্বু পুলিশ আব্বু পুলিশ। যে দিন হায়েনার দল প্রান প্রিয় ভাইকে ধরে নিয়ে গেল। সে দিন মেয়েটি বলেছিল “আব্বু আর আসবেনা”। তারপর থেকে আর কিছুই বলে না। খালি হাঁসে।সে অবুঝ, কিন্তু সবই বুঝতে পারছে। কেও কাধলে তার কাছে যাচ্ছে না। সবসময় হাঁসি খুশি থাকে। তার আব্বুর লাশ কোন ভাবে তাকে দেখাইতে পারি নাই। সে দেখে নাই। কেও আব্বুর কথা জিজ্ঞাসা করলে মুখ ঘুরিয়ে নিচ্ছে। মেয়ের কত অভিমান আব্বুর প্রতি, তাকে একা রেখে গেছে। এখন আব্বুর কথা জিজ্ঞাসা করলে বলে “আব্বু আল্লাহ্‌র কাছে চলে গেছে......”। আপনারা এই পিচ্চি আম্মুটির জন্য দোয়া করবেন, যেন সে বাবা হারানোর ব্যাথা বুঝতে না পারে। Inline image 2 বখতিয়ারের ঘোড়া about an hour ago রাজনৈতিক সহিংসতায় ২১ দিনে নিহত অন্তত ৫৭ জন সবাই প্রায় একমত যে প্রাণহানির দিক থেকে ২০১৩ সালটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বছর। কিন্তু ২০১৪ সালটি কেমন যাবে? ‘মর্নিং শোজ দ্য ডে’ প্রবাদটি যদি সত্য হয়, তবে ২০১৪ সালটি হয়তো হবে আরও ভয়ঙ্কর। ২০১৩ সালে শুধু রাজনৈতিক সহিংসতা ৫০০ এর বেশি লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র। তবে ২০১৪ সালের শুরুটা হয়েছে আরও ভয়ঙ্করভাবে। নতুন বছরের প্রথম ২১ দিনে অর্থাত্ গতকাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকালও নিহত হয়েছেন ৩ জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছর ছিল সবচেয়ে রাজনৈতিক সহিংসতাপূর্ণ। শেখ মুজিবের শাসনকাল ছাড়া কোনো একটি বছরে এতো মানুষ নিহত হয়নি, যেটা হয়েছে ২০১৩ সালে। শুধু রাজনৈতিক সহিংসতা ৫০০ এর বেশি লোক নিহত হওয়ার পাশাপাশি এ সময় সাভারের রানা প্লাজার ধসে নিহত হয়েছেন ১১ শতাধিক লোক। সব মিলিয়ে ২০১৩ সালে বিভিন্ন দুর্ঘটনা ও রাজনৈতিক সহিংতায় নিহত হয় আড়াই হাজারের বেশি মানুষ। তবে ২০১৪ সালটি শুরু হলো আরও ভয়াবহতার মধ্যে। নতুন বছরের প্রথম দিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে বিএনপি ও জামায়াতের ২ নেতা নিহত হন। অন্যদিকে গতকাল রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৩ জন। এর মধ্যে দুজনই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। বস্তুত গত ২১ দিনে যে ৫৭ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২১ দিনে প্রায় ৪০ জনই নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধের অতি পুরনো এবং হাস্যকর গল্প শুনিয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২১ দিনে রাজনৈতিক সহিংসতায় বিএনপির ২০ নেতাকর্মী, জামায়াত-শিবিরের ১৫ এবং আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী নিহত হয়েছে। ১ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ নিহত নতুন বছরের প্রথম দিন মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার এক জামায়াত নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করার পর তাকে গুলি করে হত্যা করেছে যৌথবাহিনী। যৌথবাহিনী তাকে ঠাণ্ডামাথায় হত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত জব্বার মেম্বার (৫৫) আমঝুপড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও হিজুলি গ্রামের জামায়াত নেতা। তবে এই হত্যাকাণ্ডের পর যৌথবাহিনী ‘বন্দুকযুদ্ধের’ গল্প প্রচার করেছে। এদিনই চাঁদপুরে সদর উপজেলার মহামায়ায় বিজিবির গুলিতে ফারুক পাটওয়ারী (৩২) নামে এ যুবদলকর্মী নিহত হয়েছেন। ২ জানুয়ারি তরুণ লীগ নেতাকে হত্যা ২ জানুয়ারি লালমনিরহাটে মোঘলহাট ইউনিয়নের তরুণ লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজুকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলি ও আ.লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত ২৪, পৃথক ঘটনায় নিহত ৩ এরপর ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নজিরবিহীন হামলা চালিয়েছে। এতে সারাদেশে তদের হাতে অন্তত ২৪ বিরোধী নেতাকর্মী নিহত হন। এছাড়া পৃথক ঘটনায় নিহত হন প্রিসাইডিং অফিসার, আওয়ামী লীগ নেতা ও এক আনসার সদস্য। ফলে এ নির্বাচনের ভোটগ্রহণকালে সারাদেশে অন্তত ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতা রায়হান মাসুদ ও চুন্নু নামে এক বিএনপি কর্মী। একইভাবে পুলিশের গুলিতে রংপুরে দুই জামায়াত-শিবিরকর্মী, নীলফামারীতে দুই জামায়াত-শিবির কর্মীসহ ১৮ দলের ৪ কর্মী, ঠাকুরগাঁওয়ে ২ বিএনপিকর্মী, নওগাঁর মান্দায় বিএনপি কর্মী, লানমনিরহাটে পাটগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা, যশোরে মনিরামপুরে জামায়াতকর্মী, চাঁদপুরের ফরিদগঞ্জে ১৮ দল কর্মী এবং চট্টগ্রামের লোহাগড়ায় শিবির কর্মী নিহত হন। এছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে হতাহতের ঘটনা ঘটে ঠাকুরগাঁও এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে। এর মধ্যে তারা ঠাকুরগাঁওয়ে গড়েয়ার গোপালপুরে ২ বিএনপি কর্মীকে তীরবিদ্ধ করে হত্যা করে। সুন্দরগঞ্জে তাদের হামলায় নিহত হন এক জামায়ত কর্মী। এসব ঘটনার বাইরে মুন্সীগঞ্জে টুঙ্গীবাড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুড়ে পড়ে মারা যায় এক ছাত্রদল কর্মী। গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়ে মারা যান এক ট্রাকচালক। নোয়াখালীর বেগমগঞ্জে পিকেটারের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকচাপায় মারা যান এক পথাচারী। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে এক আওয়ামী লীগ নেতা, দিনাজপুরের পার্বতীপুরে আনসার সদস্য এবং ঠাকুরগাঁওয়ে এক প্রিসাইডিং অফিসার নিহত হন। ৬ জানুয়ারি থেকে নিহত ২৭ ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ৬ জানুয়ারি থেকে গত দুই সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অন্তত ২৭ জন খুন হয়েছেন। নিহত রাজনৈতিক কর্মীদের মধ্যে ৮ জন আওয়ামী লীগ, ৯ জন বিএনপি, ৭ জন জামায়াত এবং ৩ জন জাতীয় পার্টির সদস্য। এর মধ্যে বিএনপি এবং জামায়াতকর্মীরা হয় পুলিশের বা যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন অথবা গুম হওয়ার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা সংঘর্ষ অথবা অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে নিহত হয়েছেন। গতকাল (২১ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতায় নিহত ৩ বগুড়ায় ছাত্রলীগের হাতে জামায়াতপন্থী স্কুলশিক্ষক ও দলীয় কোন্দলে যুবলীগ কর্মী নিহত বগুড়ায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে খুন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক বাকি (৩০) বগুড়া শহরের পিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। এদিন শহরের সেউজগাড়ী এলাকাস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগকর্মী আবদুল মজিদ (২৮) নিহত হয়েছে। আবদুল মজিদ শহরের সূত্রাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে। সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় আবদুল মজিদকে প্রতিপক্ষরা ওই এলাকায় ছুরিকাঘাত করে। তাকে শহীদ জিয়া্উর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়ে কিছুক্ষণ পর সে মারা যায়। স্থানীয়রা জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশলের টেন্ডার নিয়ে বিরোধের জের বলে এ ঘটনা ঘটেছে। তবে অপর স্থানীয় একজন জানিয়েছে, এক মহিলা অপহরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গাইবান্ধায় যৌথবাহিনীর নির্বিচার গুলিতে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর গুলিতে শিবিরকর্মী স্কুলছাত্র সোহাগ চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছে। শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র, খানাবাড়ি, কদমতলী ও কানারমোড় নামক স্থানে যৌথবাহিনীর অভিযানের সময় খানাবাড়ি গ্রামের কাজী শফিকুর রহমানের ছেলে স্কুলছাত্র শিবিরকর্মী শাহিনুর রহমান সোহাগ (১৬) গুলিবিদ্ধ হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সে মারা যায়। থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, শিবিরকর্মী মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো খবর আমরা পাইনি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ২০ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে হত্যা গত ২০ জানুয়ারি নীলফামারী এবং মাদারীপুরে বিএনপি ও জামায়াতের দুই নেতাকে হত্যা করা হয়। নীলফামারীর টুপামারীতে ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিকের লাশ উদ্ধার করে পুলিশ। আওয়ামী লীগের এমপি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার অভিযোগে মামলার তিন নম্বর আসামি ছিলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আতিককে কয়েক দিন আগে পলাশবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই একই মামলার প্রধান আসামি গোলাম রাব্বানির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯ জানুয়ারি জামায়াত নেতাকে হত্যা ১৯ জানুয়ারি মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হন। ১৮ জানুয়ারি নিহত ২ গত ১৮ জানুয়ারি নরসিংদীতে ইকবাল হোসাইন নামে এক ছাত্রলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। একই জেলায় একই দিনে জনি নামক এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করা হয়। ১৭ জানুয়ারি নিহত ৫ গত ১৭ জানুয়ারি পাঁচ জেলায় বিএনপির দুই, আওয়ামী লীগের দুই এবং শিবিরের এককর্মী নিহত হন। সাতক্ষীরায় শিবিরকর্মী হানিফ ছোটান (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক মাদরাসা ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়। নাটোরে ফজলুর রহমান নামে উপজেলা আওয়ামী লীগের এক নির্বাহী সদস্যকে হত্যা করা হয়। ঝিনাইদহে দলীয় সংঘর্ষ চলার সময় গুলিতে আরিফ হোসাইন নামে এক আওয়ামী সমর্থক নিহত হন। মেহেরপুরে আবু বকর নামে এক বিএনপি সমর্থকের লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ জানুয়ারি নিহত ২ ১৫ জানুয়ারি যশোরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিপন এবং পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ২ নেতাকে হত্যা জানুয়ারির ১৪ তারিখে সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরায় পুলিশের গুলিতে নিহত হন জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম। ১৩ জানুয়ারি যুবদল কর্মীকে হত্যা গত ১৩ জানুয়ারি যুবদল কর্মী জামিল হোসাইন (৩৩) এর লাশ উদ্ধার করা হয়। ১২ জানুয়ারি শিবিরকর্মী নিহত গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শিবিরকর্মী মামনুন (২৭) নিহত হন। ১১ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ২ নেতা নিহত ১১ জানুয়ারি নারায়ণগঞ্জের ফিনিশঘাটের তারাবোতে যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। ওই একই দিনে গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত নেতা নাজমুল হাসানের লাশ পাওয়া যায়। ৯ জানুয়ারি বিএনপি কর্মী নিহত ৯ জানুয়ারি বিএনপিকর্মী আল মামনুনের লাশ একটি বগুরার শেরপুর উপজেলায় এক খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ৮ জানুয়ারি আ.লীগ নেতা নিহত ৮ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের হামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ্গ ইউনিটের আওয়ামী লীগ নেতা নবকুমার ত্রিপুরা নিহত হন। ৬ জানুয়ারি নিহত ৫ গত ৬ জানুয়ারি অর্থাত্ নির্বাচনের পরদিন দোহারে আওয়ামী লীগের হামলায় জাতীয় পার্টির মুসা খন্দকার, মাসুদ খন্দকার এবং মকবুল হোসাইন নিহত হন। একই দিনে নোয়াখালীতে যুবলীগ নেতা মাহফুজ আহমেদ রাজনৈতিক সহিংসতায় নিহত হন। দিনাজপুরে নিহত হন বিএনপি কর্মী আসাদুল্লাহ।
উৎসঃ আমার দেশ

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

২০১৪ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অবদমনে ভারতীয় প্রস্তাবটিকে সমর্থন করেছে হাসিনা সরকার


১৯৯৬ সালে আওয়ামি লিগ যখন ক্ষমতায় ছিল, তখন জাতিসংঘ নিরাপত্তা পরিসদের সদস্য পদের জন্য জাপানকে বাদ দিয়ে ভারত কে সমর্থন করেছিল হাসিনা। অথচ সেই সময় জাপান ছিল বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি। এই কারণে জাপান তাদের সাহায্য অনেক কমিয়ে দেয়। 
২০১৪ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অবদমনে ভারতীয় প্রস্তাবটিকে সমর্থন করেছে হাসিনা সরকার। 
তো জিজ্ঞেস করি, নতুন প্রজন্ম এবং জাতি কি এখনো বলবে আওয়ামি লিগ স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি? নাকি ইন্ডিয়ানদের টিভি দেখে ইন্ডিয়ানদের মতই পুরো নিবীর্য হয়ে গিয়েছে সারা দেশ? ভালো ! খুবই ভালো। 
যেখানে এই প্রকাশ্য দালালির জন্য সারা দেশের আওয়ামি নেতা কর্মিদের পিটিয়ে তক্তা করা উচিত ছিল, বিসিবিকে গুড়িয়ে দিয়ে পাপনের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে সীমান্তের ওই পারে ফেলে দেয়া উচিত ছিল, সেখানে সবাই তামাশা দেখছে আর দীর্ঘশ্বাস ফেলছে। সাধারণ মানূষ এই রকম নির্বিকার হয়েছিল সেই ১৭৫৭ সালের ২৫শে জুন। এর পর কয়েক প্রজন্ম গোলামির শৃংখলে আবদ্ধ থাকতে হয়েছিল পুরা জাতিকে। মনে হচ্ছে স্বাধীনতার সুর্য অস্তমিত হবার আর দেরি নেই। উৎসঃ ফেসবুক

কি ঘটেছিল সেদিন ফটিকছড়িতে প্রকৃত সত্য জানুন..

এই লেখা গুলো কোন মিড়িয়াতে আসেনাই, যথেষ্ট তথ্যপ্রমান সাপেক্ষে এই লেখা সাজানো হয়েছে।
১১ই এপ্রিল ২০১৩ সেদিন ছিল শিবিরের ডাকা দেশব্যাপি হরতাল, আওয়ামিলীগ কর্মীরা বের হয়েছিল তাদের শক্তি প্রর্দশনের জন্য। নেতৃত্ব দিয়েছিল এটিএম পেয়ারুল ইসলাম নামের গত এমপি নির্বচনে সালাউদ্দীন কাদের চৌধুরীর কাছে হরে য়াওয়া প্রাথী। তার সাথে ছিল ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ তায়্যুব বাহিনী, যার মাললার সংখ্য ৩৫টি, আর এই সন্ত্রাসী বাহিণীর কাছে ছিল অত্যধুনিক সমরাস্ত্র। তাদের পাহারায় ছিল স্থানিয় পুলিশ বাহিনী। তাদের সাথে ছিল ২০০ টি মোটর সাইকেল, ৫ টি মিনি ট্রাক, ৩ টি মাইক্রোবাস, ২ টি কার। এলাকার লোকের কাছে জানাযায় তাদের সংখ্য ছিল ৬০০ থেকে ৭০০ আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুবলীগের সন্ত্রাসী। তারা এসেছিল বিশাল গাড়ি বহর নিয়ে ৯ কিলোমিটার দুর থেকে ফটিকছড়ির ভুজপুর নামক গ্রামে মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার জন্যে। উল্লেখ্য তারা এর ২দিন আগে হেফাজতে ইসলামের হরতালে তাদের এলাকায় হরতাল বিরুধী মিছিলে ফটিকছডির বিভিন্ন মাদ্রাসা ঘুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। প্রথমেই ভুজপুর বাজারে নেমে এক বৃদ্ধের দাড়ি নিয়ে টানা টানি শুরু করে এবং তাকে রাজাকার বলে গালাগালি শুরু করে।স্লোগানের মাঝে তারা এক ভয়ংকর স্লোগান দেয়, মৌলানা শফির গা…/জুতা মা..(নাউযুবিল্লাহ) এই স্লোগন শুনার পর মাদ্রসার ভিতরে অবস্থান করা কিছু বাচ্ছা ছেলে নিজেদের কে আর স্থীর রাখতে পারে নাই। তারা নারায়েতকবীর…/ নাস্তিকদের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগান ধরে। এর পর আওয়ামী সন্ত্রাসী গুলো মাদ্রসা লক্ষ্য করে ইটা নিক্ষেপ করে, কয়েটা মাদ্রাসার ছাত্রকে মারধর করতে থাকে। এর মধ্যে বাজারে ছড়িয়ে যায় মাদ্রসার ছেলেদের মরধর করতেছে সন্ত্রাসীরা, পরিস্তিতি মুহুর্তের মধ্যেই গোলাটে হয়ে যায়, সবাই সংঘবদ্ধ হয়ে সন্ত্রসীদের প্রতিরোধ শুরু করে। এরই মধ্যে একজনে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে সন্ত্রাসী প্রতিরোধ করার আহবান জানায়, চারদিক থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ে। ভুজপুর বাজারের পড়েযায় ১৭টি লাশ। অনেকেই পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যার্থ হয় সারা গ্রাম দৌড়িয়ে দৌড়িয়ে পিটাত থাকে, অর্ধশত আওয়ামী সন্ত্রাসী কে হত্যা করে ৩০০ সন্ত্রাসীকে আহত করে। পুলিশ ব্যর্থ হয়ে বিড়িয়ার কল করলে নেতা টাইপের কিছু সন্ত্রাসী জানে বেছে যায়। তাদের বহনকারী ২০০ মোটর সাইকেল ও অন্য সব গাড়ী গুলো জনতা জ্বালিয়ে দেয়, সাথে আগুন নিভাতে আসা ফায়ার ব্রিগেটের একটি গাড়িও জ্বালিয়ে দেয়। ফটিকছড়ি থানা থেকে এটাকে পৃথক করা হয়েছে। তাদের পক্ষে লক্ষাধিক মানুষ সামাল দেয়া সম্ভব ছিল না। তাদের সাথে যোগ দিল ফটিকছড়ি থানার ২৫-৩০জন পুলিশ। না, তারা্ও ব্যার্থ। পাবলিক তাদের হালকা পাতলা মাইর দিয়ে ভাগায়। পুলিশ আপ্রাণ চেষ্টা করেছিল হতাহত মানুষগুলোরে চিকিত্সা দিতে, কিন্তু জনগণ নাছোড় বান্দা, তাদের জীবিত ছাড়তে রাজি নন। অবশেষে বিজিবি আসলে তাদের পরিস্থিতি কিছুটা শীতল হয়। ততক্ষণে পাবলিক তার কাম বুঝায় দিছে, বাকি রইলোনা মাইর খাওয়ার মত কেও। প্রশাসনের ব্যর্থতা ডাকতে লাশ গুম করা হল। সংঘর্ষের তিনদিন পরও লাশ মিলে খালে বিলে ডোবায়। গণপিটুনীতে অংশগ্রহণকারীদের কারো কারো মতে মৃতের সংখ্যা ১০০ এরও অধিক। তাছাড়া এই সংবাদ প্রচার হলে সারা দেশে ছাত্রলীগের মনোবল ঠিক রাখা যাবে না । ছাত্রলীগ নেতা -কর্মীরা পালিয়ে যাবে, যা আগামী নির্বাচনের জন্য হুমকি হয়ে যাবে। তাই মাইর খেয়েও চিৎকার করতে পারছে না আবার সহ্যও করতে পারছে না। সন্ত্রাসী হত্যা = ৫০+ সন্ত্রাসী আহত = ৩০০+ মোটর সাইকেল জ্বালীয়ে দেওয়া = ২০০+ কার, মাইক্রো, মিনি ট্রাক জ্বালীয়ে দেওয়া = ১০+ ফায়ার ব্রিগেটের গাড়িও জ্বালিয়ে দেওয়া = ১ এত লাতি খাওয়ার পরও আওয়ামী লীগ কিছুই করতে পারবেনা, কারন দেশে ১০% লোকও আওয়ামী লীগকে সমর্থন করেনা, ফটিকছড়ির মতো যেখানেই গুন্ডামি করবে, সেখানেই গণ ধোলাই খেয়ে প্রাণ হারাবে...
উৎসঃ ফেসবুক

ভারতীয় অনুপ্রবেশকারীরাই বাংলাদেশকে ধ্বংস করছেঃ একটি গোয়েন্দা প্রতিবেদন

এই মুহূর্তে বৈধ-অবৈধ মিলিয়ে সার্কভুক্ত ৬টি দেশের প্রায় সাড়ে ১৪ লাখেরও বেশি নাগরিক বসবাস করছে বাংলাদেশে। এদের মধ্যে পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জালিয়াতি করে ১২ লাখেরও বেশি ভারতীয় নাগরিক এদেশে অবস্থান করছে। দেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে এই ভারতীয় নাগরিকরা গুপ্তঘাতকের ভূমিকা রাখছে বলে গোয়েন্দারা জোর সন্দেহ করছেন। অথচ সরকারের কাছে বাংলাদেশে অবস্থানকারী সার্কভুক্ত ৬টি দেশের মোট ১৪ লক্ষাধিক নাগরিকের মধ্যে মাত্র ১ লাখ ১৫ হাজার ৩শ ৬৬ জনের হিসাব আছে। সরকারি হিসাবের বাইরে অবস্থানকারী বিদেশী নাগরিকরা বিশষত ভারতীয়রা জড়িয়ে আছে নানান রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, বাংলাদেশে অবস্থানকারীদের মধ্য ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের মধ্যে ভারতীয় দূতাবাসের লোকবলও বেশি। সকল বৈধ ও অবৈধ ভারতিয়ের সাথেই ভারতীয় দুতাবাস যোগাযোগ রক্ষা করে চলে। একটি উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশ মোতাবেক পরিচালিত হয় এজেন্ডা ভিত্তিক। বৈধ এবং অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগকিরদের কেউ কেউ ইপিজেডের সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান, নার্সিং ও এনজিওতেও কর্মরত রয়েছে। বাংলাদেশের প্রায় শতাধিক গার্মেন্টেস মালিক এখন ভারতীয় নাগরিক। আর তাদের মালিকানায় রয়েছে প্রায় সহস্রাধিক ফ্ল্যাটবাড়ি। ভারতীয়রা বিভিন্নভাবে আয় করে উপার্জিত টাকার অধিকাংশই অবৈধ পথে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়। ফলে একদিকে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। PLACE YOUR AD HERE PLACE YOUR AD HERE গোয়েন্দাদের সূত্র জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত গার্মেন্টস শিল্পে কর্মরত অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ভিসার মেয়াদ এবং ওয়ার্ক পারমিট বলে কিছু নেই। এদের মধ্যে বাংলাদেশ-বিদ্বেষ খুব স্পষ্টভাবে দেখা যায়। এ কারণে পোশাক শিল্পের মতো জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে নানান সময়ে ঘটে যাওয়া নাশকতায় এদের যে হাত রয়েছে তা প্রতিটি দেশী বিদেশী গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে তথ্য-প্রমাণসহ রয়েছে। শেখ হাসিনার বৈধ ও অবৈধ দুই সরকারের আমলে ভারতীয়দের প্রতি নমনীয়তার কারণে কোনো ব্যবস্থাই নেয়া যাচ্ছে না । প্রাপ্ত তথ্য অনুযায়ী- দেশে অবৈধ এই ভারতীয়দের সংখ্যা ১২ লাখেরও ঊর্ধ্বে। দেশে অবৈধভাবে বসবাসকারী এই সকল ভারতীয়সহ বিদেশীদের বিরুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস, প্রশাসনে ষড়যন্ত্র, ভয়ঙ্কর নাশকতা, এমনকি দেশের স্বাধীনতা বিপন্নকারী মোনাফেক সম্প্রদায় তৈরিরঅভিযোগ উঠেছে । অভিযোগ আছে, ভারতীয়দের অনেকেই বাংলাদেশী জাল পাসপোর্ট এবং আইডি কার্ডও ব্যবহার করছে। আবার কেউ কেউ মিথ্যা পরিচয়ে বাংলাদেশের ভোটারও হয়েছে। এসব ভারতীয় নাগরিকদের অনেকেই রাজনৈতিক সহিংসতায়ও ভূমিকা রাখছে। এদের অনেকেই রাজনীতির আড়ালে-আবডালে থেকে নানান সহিংস ও নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এমনকি দেশের অভ্যন্তরে মাদকের যে বিস্তার ঘটছে তাও এদের দ্বারাই তৈরি। এই সকল ভারতীয়রাই সমাজে অনৈতিকতার বিষবাস্প ছড়িয়ে দিচ্ছে আর ভুমিকা রাখছে মরালবিহীন নাস্তিক প্রজন্ম গড়তে। ভারত বার বার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কথা বললেও প্রকৃত সত্য হচ্ছে এই যে, বাংলাদেশীদের চেয়ে ভারতীয়রাই সব থেকে বেশি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কোনো ভারতীয় অনুপ্রবেশকারীকে দেখা মাত্র গুলি ছুঁড়ে না বিধায় কখনোই বাংলাদেশের কেউ জানতে পারে না যে, কতজন ভারতীয় অনুপ্রবেশকারী বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকেছিলো কিংবা অনুপ্রবেশকারী ভারতীয়দের সংখ্যা ঠিক কতো হতে পারে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর হাতে গুলিবিদ্ধ হয়ে কিংবা নির্যাতনের শিকার হয়ে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীরা কখনো মৃত্যুবরণ করে না বিধায় দেশী ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোতে কখনোই ফলাও করে সীমান্তে ভারতীয় হত্যার খবর বের হয় না। যে কারণে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ ভারতীয় অনুপ্রবেশের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে।

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

আরও একটি ভয়ঙ্কর বছরের সূচনা : রাজনৈতিক সহিংসতায় ২১ দিনে নিহত অন্তত ৫৭ জন : নিরাপত্তা বাহিনীর গুলি ও আ.লীগ সন্ত্রাসীদের হামলায় বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে

সবাই প্রায় একমত যে প্রাণহানির দিক থেকে ২০১৩ সালটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বছর। কিন্তু ২০১৪ সালটি কেমন যাবে? ‘মর্নিং শোজ দ্য ডে’ প্রবাদটি যদি সত্য হয়, তবে ২০১৪ সালটি হয়তো হবে আরও ভয়ঙ্কর। ২০১৩ সালে শুধু রাজনৈতিক সহিংসতা ৫০০ এর বেশি লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র। তবে ২০১৪ সালের শুরুটা হয়েছে আরও ভয়ঙ্করভাবে। নতুন বছরের প্রথম ২১ দিনে অর্থাত্ গতকাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকালও নিহত হয়েছেন ৩ জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছর ছিল সবচেয়ে রাজনৈতিক সহিংসতাপূর্ণ। শেখ মুজিবের শাসনকাল ছাড়া কোনো একটি বছরে এতো মানুষ নিহত হয়নি, যেটা হয়েছে ২০১৩ সালে। শুধু রাজনৈতিক সহিংসতা ৫০০ এর বেশি লোক নিহত হওয়ার পাশাপাশি এ সময় সাভারের রানা প্লাজার ধসে নিহত হয়েছেন ১১ শতাধিক লোক। সব মিলিয়ে ২০১৩ সালে বিভিন্ন দুর্ঘটনা ও রাজনৈতিক সহিংতায় নিহত হয় আড়াই হাজারের বেশি মানুষ। তবে ২০১৪ সালটি শুরু হলো আরও ভয়াবহতার মধ্যে। নতুন বছরের প্রথম দিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে বিএনপি ও জামায়াতের ২ নেতা নিহত হন। অন্যদিকে গতকাল রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৩ জন। এর মধ্যে দুজনই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। বস্তুত গত ২১ দিনে যে ৫৭ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২১ দিনে প্রায় ৪০ জনই নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধের অতি পুরনো এবং হাস্যকর গল্প শুনিয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২১ দিনে রাজনৈতিক সহিংসতায় বিএনপির ২০ নেতাকর্মী, জামায়াত-শিবিরের ১৫ এবং আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী নিহত হয়েছে। ১ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ নিহত নতুন বছরের প্রথম দিন মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার এক জামায়াত নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করার পর তাকে গুলি করে হত্যা করেছে যৌথবাহিনী। যৌথবাহিনী তাকে ঠাণ্ডামাথায় হত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত জব্বার মেম্বার (৫৫) আমঝুপড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও হিজুলি গ্রামের জামায়াত নেতা। তবে এই হত্যাকাণ্ডের পর যৌথবাহিনী ‘বন্দুকযুদ্ধের’ গল্প প্রচার করেছে। এদিনই চাঁদপুরে সদর উপজেলার মহামায়ায় বিজিবির গুলিতে ফারুক পাটওয়ারী (৩২) নামে এ যুবদলকর্মী নিহত হয়েছেন। ২ জানুয়ারি তরুণ লীগ নেতাকে হত্যা ২ জানুয়ারি লালমনিরহাটে মোঘলহাট ইউনিয়নের তরুণ লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজুকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলি ও আ.লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত ২৪, পৃথক ঘটনায় নিহত ৩ এরপর ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নজিরবিহীন হামলা চালিয়েছে। এতে সারাদেশে তদের হাতে অন্তত ২৪ বিরোধী নেতাকর্মী নিহত হন। এছাড়া পৃথক ঘটনায় নিহত হন প্রিসাইডিং অফিসার, আওয়ামী লীগ নেতা ও এক আনসার সদস্য। ফলে এ নির্বাচনের ভোটগ্রহণকালে সারাদেশে অন্তত ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতা রায়হান মাসুদ ও চুন্নু নামে এক বিএনপি কর্মী। একইভাবে পুলিশের গুলিতে রংপুরে দুই জামায়াত-শিবিরকর্মী, নীলফামারীতে দুই জামায়াত-শিবির কর্মীসহ ১৮ দলের ৪ কর্মী, ঠাকুরগাঁওয়ে ২ বিএনপিকর্মী, নওগাঁর মান্দায় বিএনপি কর্মী, লানমনিরহাটে পাটগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা, যশোরে মনিরামপুরে জামায়াতকর্মী, চাঁদপুরের ফরিদগঞ্জে ১৮ দল কর্মী এবং চট্টগ্রামের লোহাগড়ায় শিবির কর্মী নিহত হন। এছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে হতাহতের ঘটনা ঘটে ঠাকুরগাঁও এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে। এর মধ্যে তারা ঠাকুরগাঁওয়ে গড়েয়ার গোপালপুরে ২ বিএনপি কর্মীকে তীরবিদ্ধ করে হত্যা করে। সুন্দরগঞ্জে তাদের হামলায় নিহত হন এক জামায়ত কর্মী। এসব ঘটনার বাইরে মুন্সীগঞ্জে টুঙ্গীবাড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুড়ে পড়ে মারা যায় এক ছাত্রদল কর্মী। গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়ে মারা যান এক ট্রাকচালক। নোয়াখালীর বেগমগঞ্জে পিকেটারের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকচাপায় মারা যান এক পথাচারী। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে এক আওয়ামী লীগ নেতা, দিনাজপুরের পার্বতীপুরে আনসার সদস্য এবং ঠাকুরগাঁওয়ে এক প্রিসাইডিং অফিসার নিহত হন। ৬ জানুয়ারি থেকে নিহত ২৭ ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ৬ জানুয়ারি থেকে গত দুই সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অন্তত ২৭ জন খুন হয়েছেন। নিহত রাজনৈতিক কর্মীদের মধ্যে ৮ জন আওয়ামী লীগ, ৯ জন বিএনপি, ৭ জন জামায়াত এবং ৩ জন জাতীয় পার্টির সদস্য। এর মধ্যে বিএনপি এবং জামায়াতকর্মীরা হয় পুলিশের বা যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন অথবা গুম হওয়ার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা সংঘর্ষ অথবা অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে নিহত হয়েছেন। গতকাল (২১ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতায় নিহত ৩ বগুড়ায় ছাত্রলীগের হাতে জামায়াতপন্থী স্কুলশিক্ষক ও দলীয় কোন্দলে যুবলীগ কর্মী নিহত বগুড়ায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে খুন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক বাকি (৩০) বগুড়া শহরের পিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। এদিন শহরের সেউজগাড়ী এলাকাস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগকর্মী আবদুল মজিদ (২৮) নিহত হয়েছে। আবদুল মজিদ শহরের সূত্রাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে। সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় আবদুল মজিদকে প্রতিপক্ষরা ওই এলাকায় ছুরিকাঘাত করে। তাকে শহীদ জিয়া্উর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়ে কিছুক্ষণ পর সে মারা যায়। স্থানীয়রা জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশলের টেন্ডার নিয়ে বিরোধের জের বলে এ ঘটনা ঘটেছে। তবে অপর স্থানীয় একজন জানিয়েছে, এক মহিলা অপহরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গাইবান্ধায় যৌথবাহিনীর নির্বিচার গুলিতে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর গুলিতে শিবিরকর্মী স্কুলছাত্র সোহাগ চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছে। শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র, খানাবাড়ি, কদমতলী ও কানারমোড় নামক স্থানে যৌথবাহিনীর অভিযানের সময় খানাবাড়ি গ্রামের কাজী শফিকুর রহমানের ছেলে স্কুলছাত্র শিবিরকর্মী শাহিনুর রহমান সোহাগ (১৬) গুলিবিদ্ধ হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সে মারা যায়। থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, শিবিরকর্মী মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো খবর আমরা পাইনি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ২০ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে হত্যা গত ২০ জানুয়ারি নীলফামারী এবং মাদারীপুরে বিএনপি ও জামায়াতের দুই নেতাকে হত্যা করা হয়। নীলফামারীর টুপামারীতে ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিকের লাশ উদ্ধার করে পুলিশ। আওয়ামী লীগের এমপি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার অভিযোগে মামলার তিন নম্বর আসামি ছিলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আতিককে কয়েক দিন আগে পলাশবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই একই মামলার প্রধান আসামি গোলাম রাব্বানির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯ জানুয়ারি জামায়াত নেতাকে হত্যা ১৯ জানুয়ারি মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হন। ১৮ জানুয়ারি নিহত ২ গত ১৮ জানুয়ারি নরসিংদীতে ইকবাল হোসাইন নামে এক ছাত্রলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। একই জেলায় একই দিনে জনি নামক এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করা হয়। ১৭ জানুয়ারি নিহত ৫ গত ১৭ জানুয়ারি পাঁচ জেলায় বিএনপির দুই, আওয়ামী লীগের দুই এবং শিবিরের এককর্মী নিহত হন। সাতক্ষীরায় শিবিরকর্মী হানিফ ছোটান (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক মাদরাসা ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়। নাটোরে ফজলুর রহমান নামে উপজেলা আওয়ামী লীগের এক নির্বাহী সদস্যকে হত্যা করা হয়। ঝিনাইদহে দলীয় সংঘর্ষ চলার সময় গুলিতে আরিফ হোসাইন নামে এক আওয়ামী সমর্থক নিহত হন। মেহেরপুরে আবু বকর নামে এক বিএনপি সমর্থকের লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ জানুয়ারি নিহত ২ ১৫ জানুয়ারি যশোরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিপন এবং পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ২ নেতাকে হত্যা জানুয়ারির ১৪ তারিখে সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরায় পুলিশের গুলিতে নিহত হন জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম। ১৩ জানুয়ারি যুবদল কর্মীকে হত্যা গত ১৩ জানুয়ারি যুবদল কর্মী জামিল হোসাইন (৩৩) এর লাশ উদ্ধার করা হয়। ১২ জানুয়ারি শিবিরকর্মী নিহত গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শিবিরকর্মী মামনুন (২৭) নিহত হন। ১১ জানুয়ারি বিএনপি ও জামায়াতের ২ নেতা নিহত ১১ জানুয়ারি নারায়ণগঞ্জের ফিনিশঘাটের তারাবোতে যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। ওই একই দিনে গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত নেতা নাজমুল হাসানের লাশ পাওয়া যায়। ৯ জানুয়ারি বিএনপি কর্মী নিহত ৯ জানুয়ারি বিএনপিকর্মী আল মামনুনের লাশ একটি বগুরার শেরপুর উপজেলায় এক খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ৮ জানুয়ারি আ.লীগ নেতা নিহত ৮ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের হামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ্গ ইউনিটের আওয়ামী লীগ নেতা নবকুমার ত্রিপুরা নিহত হন। ৬ জানুয়ারি নিহত ৫ গত ৬ জানুয়ারি অর্থাত্ নির্বাচনের পরদিন দোহারে আওয়ামী লীগের হামলায় জাতীয় পার্টির মুসা খন্দকার, মাসুদ খন্দকার এবং মকবুল হোসাইন নিহত হন। একই দিনে নোয়াখালীতে যুবলীগ নেতা মাহফুজ আহমেদ রাজনৈতিক সহিংসতায় নিহত হন। দিনাজপুরে নিহত হন বিএনপি কর্মী আসাদুল্লাহ।

দি ডেইলী স্টার পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ


তারিখঃ ২২-০১-২০১৪, দি ডেইলী স্টার পত্রিকার প্রথম পৃষ্ঠায় “Malopara Attack, Spearheaded by Jamaat” শিরোনামে আজ ২২ জানুয়ারী প্রকাশিত রিপোর্টে জামায়াত-শিবিরকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২২ জানুয়ারী নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“দি ডেইলী স্টার পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘Malopara Attack Spearheaded by Jamaat’ শিরোনামে আজ ২২ জানুয়ারী প্রকাশিত রিপোর্টে ‘Mahfuzur Rahman and Mahmudur, Rahman sons of Avaynagor Upazila Jamaat Ameer Moulana Abdul Aziz, pounced on Hindus from the Chengutia Bazar side of Malopara with a gang of 40 to 50 cadres riding three Nosimons’ মর্মে যে সব কথা লেখা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ রিপোর্টে যে সব তথ্য উল্লেখ করা হয়েছে তার কোন সত্যতা নেই। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, অভয়নগর উপজেলার মালোপাড়ায় হিন্দুদের ওপর হামলার ঘটনার সাথে মাওলানা আব্দুল আজিজ ও তার দুই পুত্র বা জামায়াত-শিবিরের কারো কোন সম্পর্ক নেই। জামায়াত শিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই দি ডেইলী স্টার পত্রিকা কর্তৃপক্ষ গত ৫ জানুয়ারী থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দি ডেইলী স্টার পত্রিকার ভিত্তিহীন মিথ্যা প্রতিটি রিপোর্টের প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা আমাদের প্রতিবাদ না ছাপিয়ে সাংবাদিকতার নীতিমালা লংঘন করে একতরফা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 
জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দি ডেইলী স্টার পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

আ.লীগ সরকার আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াত-শিবিরের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে : শিবির

আ.লীগ সরকার আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াত-শিবিরের ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার। গতকাল এক বিবৃতিতি তিনি বলেন, আওয়ামী জালিম সরকার জামায়াত শিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলীয় সস্ত্রাসী ও যৌথ বাহিনী দিয়ে পরিকল্পিত বর্বর হত্যাকাণ্ডে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ই জানুয়ারি গাইবান্দা সুন্দরগঞ্জে গভীর রাতে ডাকাতের মতো ঘুমন্ত গ্রামবাসীর ওপর নির্বিচার গুলিবর্ষণ করলে আরও অনেকের মতো অষ্টম শ্রেণীর ছাত্রশিবির কর্মী সোহানোর রহমান গুলিবিদ্ধ হয় এবং আজ (গতকাল) চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। ঘুমন্ত নারী, শিশু, বৃদ্ধ ও কিশোরের ওপর যৌথবাহিনীর এমন পৈচাশিকতা পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এমন বর্বর হত্যাকাণ্ড দায়িত্বশীল কোনো সরকার বা বাহিনী চালাতে পারে না। এটা জনবিচ্ছিন্ন সরকারের ডাকাত বাহিনীর বর্বরতা ছাড়া কিছুই নয়। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাকশালের পথে হাঁটছে আর যৌথবাহিনী রক্ষীবাহিনীর মতো নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, দেশের জনগণকে হত্যার লাইসেন্স অবৈধ আওয়ামী সরকারকে কেউ দেয়নি। অবৈধ সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে যদি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষীবাহিনীর মতো বর্বরতায় মেতে ওঠে তাহলে জনগণ নিজেদের জানমাল রক্ষায় তাদের প্রতিরোধ করতে বাধ্য হবে। আর তখন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। তিনি এ বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। নইলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সব দাবি আদায় করা হবে বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন।

মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মোহাম্মাদ সাইফুল ইসলামের নামাজে জানাজায় মেহেরপুরের লাখো জনতা উপস্থিত হয়ে প্রমান করেছে, তারিক কোন সন্ত্রাসী ছিলনা বরং আওয়ামী জালিম সরকার এই সৎ, নির্ভিক রাজনীতিককে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে।



মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মোহাম্মাদ সাইফুল ইসলামের নামাজে জানাজায় মেহেরপুরের লাখো জনতা উপস্থিত হয়ে প্রমান করেছে, তারিক কোন সন্ত্রাসী ছিলনা বরং আওয়ামী জালিম সরকার এই সৎ, নির্ভিক রাজনীতিককে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। হত্যা করে, গুলি করে, জেলে পুড়ে, নির্যাতন করে, ফাসির আসামী বানিয়ে ইসলামী আন্দোলনকে যে স্তব্ধ করা যাবেনা তা তারিক মোহাম্মাদ সাইফুল ইসলামের নামাজে জানাজায় উপস্থিত জনতা বুঝিয়ে দিয়েছে। সকল যুদ্ধ শেষে এদেশে ইসলামী আন্দোলনই টিকে থাকবে আর তাবেদাররা লেজ গুটিয়ে এদেশ ছেড়ে তাদের বিদেশী প্রভুদের দেশে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। - মাসুদ সাঈদী

বাকী হত্যার প্রতিবাদে কাল বগুড়ায় হরতাল ডেকেছে জামায়াত



২২ জানুয়ারি ২০১৪, বুধবার
জামায়াতে ইসলামীকর্মী বাকীবিল্লাহকে হত্যা করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি। 
মঙ্গলবার রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হত্যা করে।
বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন বাকীবিল্লাহ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচী হিসেবে বৃহষ্পতিবার বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং শুক্রবার দোয়া দিবস কর্মসূচী ঘোষণা করেন। 
এছাড়া বাকী হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের পার্ক রোডে দুপুর ১২টায় বিাোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গোহাইল রোডের পার্কের সামনে থেকে শুরু হয়ে মেরি ষ্টোপস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন শিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও শহর শাখা সভাপতি আলাউদ্দিন সোহেল। তিনি বলেন, কলঙ্কিত সরকারের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ঠাণ্ডা মাথায় বাকি ভাইকে উপর্যপুরি ছুরিকাহত করে হত্যা করেছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসনকেই দায়ভার গ্রহণ করতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা আসলাম হোসেন বিপু, শাহীন মিয়া, আজগর আলী, এরশাদুল বারী এরশাদ,হেদাইতুল ইসলামসহ প্রমূখ।
অপরদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে বগুড়া বিয়াম মডেল স্কুলে বুধবার কোনো কাশ হয়নি। শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা কর্মবিরতি পালনকালে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এরশাদের নতুন প্রেমিকা কে এই সাথী? ভেলকি দেখাবেন এইচএম এরশাদ!

 সিএমএইচ থেকে বারিধারার বাসায় ফেরার পর তার বাড়িতে সারাক্ষণই দেখা যাচ্ছে সাথী নামে ১৯-২০ বছরের এক মেয়েকে। রাজধানীর একটি মহিলা কলেজের ছাত্রী সাথী নাকি রাতযাপনও করছেন এরশাদের প্রেসিডেন্ট পার্ক ভবনে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই বাড়িতে শুধু বসবাস করা নয়, রীতিমতো গৃহকর্মীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সাথী। তবে কি এরশাদ আবারও বিয়ে করেছেন? সাথীর সঙ্গে তাঁর কীসের সম্পর্ক। প্রেসিডেন্ট পার্কে যাতায়াতকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তাঁর সঙ্গে আছেন ঠিকই। পরবর্তীতে মেরি মমতাজকে বিয়ে করলেও ঘর করা হয়নি তাদের। ‘বান্ধবী’ জিনাত মোশাররফকে এরশাদ বিয়ে করেছিলেন বলে জোর গুজব ছিল। দু’জনের কোনো দিন বিষয়টি অস্বীকার করেননি। এরপর মেধাবী তরুণী বিদিশাকে বিয়ে করেন এরশাদ। তাদের ঘরে জন্ম হয় এরিকের। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সঙ্গে আঁতাতের অংশ হিসেবে বিদিশাকে শুধু তালাকই দেননি এরশাদ, নানাভাবে হয়রানিও করেছেন। বিবাহবহির্ভূত অসংখ্য নারীর সঙ্গে এরশাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় মুখরোচক আলোচনা আছে। কখনো বিষয়টি এড়িয়ে গেছেন। আবার কখনো মুচকি হেসে কার্যত বিষয়টি স্বীকারই করে নিয়েছেন। উৎসঃ ঢাকাটাইমস

পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর: আ.লীগ নেতার ছেলে গ্রেফতার

 নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালীপূজার আসরে মদ্যপ অবস্থায় নৃত্য করার ঘটনায় বাধা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছেলেরা পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে। এ সময় তারা পূজা কমিটির দুইজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকমান মেম্বারের ছেলে আপেল মিয়া, শ্রমিক লীগের ৭নং ওয়ার্ডের নেতা হাবিবুর রহমান হাবিবের ছেলে পনির মিয়া, আসকর আলী মৃধার ছেলে সেরাজউদ্দিন মৃধা ও আউয়াল ভুঁইয়ার ছেলে মোফাজ্জল ভুঁইয়া। উৎসঃ  শীর্ষ নিউজ ডটকম 

কাল রাজধানীতে সমাবেশ করবে জামায়াত

দেশব্যাপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘প্রতিবাদ দিবস’ এর অংশ হিসাবে আগামীকাল বৃহস্পতিবার বেলা দুইটায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।

বুধবার দলের প্রচার সম্পাদক ও সহকারি সেক্রেটারি মু. শফিকুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, উক্ত মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন ও মাইক ব্যবহারের অনুমতির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে। কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের নগরবাসীকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে যোগদানের আহবান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
উৎসঃ শীর্ষ নিউজ

সরকার যৌথবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে নিরীহ মানুষকে নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করছে ------ ডা: শফিকুর রহমান


তারিখঃ ২২-০১-২০১৪ ইং 
রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়িঘরে হামলা ও ভাংচুর বন্ধের দাবীতে আগামীকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২২ জানুয়ারী নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
“দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। জনগণের জান-মাল আজ বিপন্ন ও বিধ্বস্ত। সরকার যৌথবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে নিরীহ মানুষকে নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করছে। অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। ১৮ জানুয়ারী সাতক্ষীরায় শিবির কর্মী আবু হানিফ, ১৯ জানুয়ারী সীতাকুন্ডে শিবির কর্মী মোশারফ হোসেন, ২০ জানুয়ারী মেহেরপুরে জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ২১ জানুয়ারী গাইবান্ধায় শিবির কর্মী শাহানুর রহমানসহ গত দুই সপ্তাহে যৌথবাহিনী গুলি চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। গতকাল ২১ জানুয়ারী ছাত্রলীগের সন্ত্রাসীরা বগুড়ায় জামায়াত কর্মী বাকী বিল্লাহকে নির্মমভাবে হত্যা করেছে। আমি সরকারের এসব হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকারের সন্ত্রাসে সর্বত্রই উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। কোন মানুষই শান্তিতে, স্বস্তিতে নেই। সরকারের দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সে দায়িত্ব পালনের পরিবর্তে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। 
আমরা সরকারের এসব মানবতা বিরোধী নির্মম হত্যাকান্ড, গুম, বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও গণগ্রেফতার বন্ধের দাবীতে আগামীকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করছি। 
এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।” 

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি

"আপু, ভালো আছেন আশাকরি। আমাকে আপনি চিনবেন না। তবুও একান্ত নিরুপায় হয়ে আজ আপনাকে লিখছি। আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে এই কথাগুলো বলা যায় এবং আদৌ ঠিক হবে কিনা কিংবা আপনি বিরক্ত হন কিনা। প্রতিদিন হয়ত অনেক মেসেজ আপনি পেয়ে থাকেন তাই বিরক্ত হওয়াটাও স্বাভাবিক। তবুও লাজ শরমের মাথা খেয়ে আপনাকে একটা অনুরোধ করবো। রাখতে পারবেন কিনা তা আমি জানিনা, কিন্তু তবুও মনে ক্ষীণ আশা যদি আপনার দয়া হয়। তার আগে আমার কিছু কথা বলে নিচ্ছিঃ আমি সাতক্ষীরার মেয়ে। আমার বাবা ওখানে একটি পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের কাজ করেন। আগে গ্রামের স্কুলে পড়াতেন। আমরা দুই বোন, দুই ভাই। আমিই বড় ওদের মধ্যে। ইন্টার মিডিয়েট পড়বার পর আমার বাবা খুব শখ করে আমায় ঢাকা ভর্তি করিয়ে দিতে আমার এক মামকে অনুরোধ করেন এবং মামা মিরপুর বাংলা কলেজে ভর্তি করিয়ে দেন।। আমার ফেইসবুক অ্যাকাউন্ট একটি ছিলো কেবল মাত্র ছবি আপলোড করবার জন্য। এই আইডি খুব নতুন করে তৈরি করেছি। কিভাবে বাংলা লিখতে হয় সেটিও শিখেছি। আমার এই আইডি নকল কিন্তু আমি মানুষটি নকল নl l যাইহোকl এখন আসল কথায় আসি। আপনি নিশ্চই শুনেছেন কিছুদিন আগে সাতক্ষীরার ঘটে যাওয়া ভয়ংকর সব ঘটনা। আমি তখন বেড়াতে গিয়েছি ঢাকা থেকে ওখানে। আমরা ঘুনাক্ষরেও বুঝতে পারিনি কি ঘটতে যাচ্ছে আমাদের জীবনে! আমাদের এলাকা জামাত অধ্যুষিত। কিন্তু আমার বাবা বা কেউই আমরা জীবনে রাজনিতির সাথে জড়িত ছিলাম নাl কোনদিনও না। তবে মিথ্যে বলবনা, আমার বাবা জামাতকে ভোট দিয়েছেন এবং এরশাদ সাহেবকেও ভোট দিয়েছিলেন আগে। বাবা কিন্তু জানেননা জামাতের নেতা কারা, এরশাদ যে স্বৈরাচারী উপাধি পেয়েছে এইসব। বাবা স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন যদিও প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমরা আসলে ওসব নিয়ে কোনদিন আলোচনাই করিনি। নিজেদের সংসারের কলহ, আনন্দ এসব নিয়েই ব্যাস্ত থাকতাম। হঠাত করেই আমাদের পাশের বাড়ির চাচা এসে আব্বাকে বলছিলেন, আর্মি আসছে জামাতিদের ধরতে। আব্বা তেমন কোন গুরুত্ব না দিয়ে আলোচনা করতে লাগ্লেন ওই চাচার সাথে। এর কিছুক্ষন পরেই শুনতে পেলাম গুলির শব্দ, চেচামেচি, আল্লাহু আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দ, মহিলাদের কান্না, কেমন যেন একটা অবস্থা! আমরা প্রথমে ভেবেছি কোথাও ডাকাত পরেছে কিংবা আগুন লেগেছে। চাচা আর আব্বার সাথে আমার ১২ বছরের ভাইটিও এক্সাইটেড হয়ে গিয়ে দৌড়ে উঠান ছেড়ে বাইরে বেড়িয়ে গেল। কিন্তু আমাদের কার্নিশ থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ জন এদিক সেদিক পালাচ্ছে। আমরা মেয়েরা ভয়ে দরজা লাগিয়ে দিলাম। তখনও জানিনা ব্যাপারটি কি। সাথে সাথেই দরজায় টোকা পড়তে লাগলো, না খোলাতে এবার ধাম ধাম করে বারি শুরু হল! আমি আর আমার সন্তান সম্ভবা ছোট খালা খাটের নিচে ঢুকে গেলাম। আল্লাহ তায়ালা মনে হয় মেয়েদের সিক্সথ সেন্স অনেক স্ট্রং করে পাঠান। আমার ৫ বছরের খালাতো ভাই ভয় পেয়ে কাঁদতে শুরু করল। আম্মা ওকে ধরে দাঁড়িয়ে আছেন, কিংকর্তব্যবিমুঢ় অবস্থায়। আমাদের কাঠের দরজা ভাঙতে খুব বেশি বেগ পেতে হয়নি ওদের। আমি চোখ বন্ধ করেছিলাম না কি হয়েছিলো তা আর আমার মনে নেই। শুধু ভাংচুরের শব্দ, কান্না, আর আমার মায়ের কণ্ঠ ভেসে আসছিলো, বাবারে পায়ে ধরি , বাবা পায়ে ধরি, বাবা আমরা নিরীহ, এইসব কথার আর্তনাদ। খালাতো ভাইটাকে ধাক্কা মেরে দেয়ালে ঠেলে দেয়ার পর আর কোন সাড়া শব্দ নেই ওর। একজনের কণ্ঠ শুনলাম, ধুর ব্যাডা কি করস? দশ বারোজন লোক কারও গায়েই ইউনিফর্ম ছিলোনা। ওরা খাটের তোষক উল্টে ফেলে দেয়। খালা আর আমি ভয়ে চিৎকার করে উঠি। ওরা এবার খাটের নিচে উঁকি দিয়ে দেখে আমরা! খালাটা ইতিমধ্যে অজ্ঞ্যান হয়ে পড়ে আছেন। আমাকে ওরা টেনে বের করে আমার কামিজ ধরে। আমি বলি, প্লিজ ভাইয়া। আপনারা আমার ধর্মের ভাই লাগেন, ভাইয়া প্লিজ। একজন বলে, "এল্লা পিলিজ *দাইতাসে। খা** মা** বান্ধ।" এই কথা বলেই চড় লাগিয়ে দেয়, আমার মা দৌড়ে আসেন, তাকে চুলের মুঠি ধরে চড় থাপ্পড় দেয়া হয়। বাজে গালি দেয়া হয়। আমি ওদের চড় খেয়ে দরজার কাছে ছিটকে পড়ি। সাথে সাথেই এক দৌড় দিয়ে বাইরে চলে আসি। কে আমার পেছনে আসছে নাকি আমি কোথায় যাচ্ছি তা বুঝতে পারিনি, কেবল একটা কথাই মনে ছিল, দৌড়াতে হবে। আমি একটা গয়াল ঘরের পেছনে আশ্রয় নেই। চার
ঘণ্টা আমি ওখানেই ছিলাম। পড়ে আস্তে আস্তে বের হয়ে আসি সব কিছু ঠান্ডা হয়ে এলে। আমাদের বাড়ি আমি চিনতে পারছিলামনা। কাঠের স্তূপ হয়ে পড়ে আছে। মহিলারা বিলাপ করে কাঁদছে। বাবা তখনও বাসায় ফেরেনি। আমার মাকে জড়ো করে অনেক মহিলারা দাঁড়ানো। মা নিথর বসে আছেন খালার লাশের সামনে। রক্তে খালার শাড়ী ভিজে চুপচুপা। একটা বাড়িতেও কোন পুরুষ ছিলোনা, কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি খালাকে, সবার বাড়িই ভেঙ্গে ফেলা হয়েছে, লুটপাট করে নিয়ে গিয়েছে সব কিছু। সব কিছু। অন্তত পক্ষে ৯ জন মেয়ে ধর্ষিত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ থেকে আসা একটি কাজের মেয়ে সহ একি পরিবারের তিনজন আছে এবং তারা ধর্ষিত হয়েছে পুলিশ দ্বারা। আমাদের বাসায় যারা এসেছিলো তারা পুলিশ ছিলোনা। খাটো ও বখাটে ধাঁচের ছিল। ৬ জন মারা গিয়েছে। অসংখ্য যুবক ছেলের হাত নেই, পা নেই এরকম অবস্থা। গুলি খেয়ে, চাপাতির কোপ খেয়ে অনেকে জখম। আর বাড়িগুলো ভাঙ্গাচোরা স্তুপ। চার পাঁচটা গরুর গায়েও গুলি লেগেছে। একটা মৃত্যু পুরি। আমরা সাতদিন পর্যন্ত সম্পূর্ণ খলা আকাশের নিচে রাত কাটিয়েছি। আপনি কি জানেন, একপরিবারের এক মেয়ের জামাইকে সামান্য আঘাত করে গর্তে ফেলে দিয়ে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়া হয়েছে? বিশ্বাস হয় আপু ? হয়না তাইনা? হবে কেন? কোন মিডিয়া যায়নি কাভার করতে, কিছু ছেলেপেলে গিয়েছিলো মোবাইল দিয়ে ভিডিও করতে, সবাই মিলে তাড়িয়ে দিয়েছে ওদের। রাগে, ক্ষোভে। সাতক্ষীরা অঞ্চলটি কি দেশের বাইরে? আমরা কি মানুষ না আপু ?? আমাদের কি ব্যাথা লাগেনা গুলি খেলে? ধর্ষিত হলে? আমরা কি করেছি যে আমাদের এরকম ভাবে নিঃশেষ করে দেয়া হল? আমার বাবা এখন বাড়ি ফিরেছেন শুনেছি, কিন্তু কথা বলতে পারেননা। আমি ঢাকায় এসে অনেক সংবাদ পত্রের অফিসে গিয়েছি, কেউ আমার কথা শুনতে চায়নি। যে দু একজন শুনেছে তারা বলেছে, ধৈর্য ধর। ব্যাস, এটুকুই। আমরা মানুষ না তাইনা আপু ? আমার মা ভাবছেন, আমার আর বিয়ে দেয়া যাবেনা। লোকে কি বলবে? আমরা কার কি ক্ষতি করেছি ভাই? আমাদেরও ক্ষুধা লাগে, ব্যাথা লাগে যেমন আপনাদের লাগে। আমরাও মানুষ। হয়ত গরীব, দামি সাবান, দামি প্রসাধনী ব্যাবহার করতে পারিনা। পারফিউম দিয়ে গায়ের গন্ধ ঢেকে রাখতে পারিনা, শুদ্ধ ভাবে কথা বলতে পারিনা কিন্তু তারপরও আমাদের জীবন আছে, আমার আর এখন কান্না আসেনা। কিন্তু এত অসহায় লাগে। আশে পাশের সব মানুষকে ভয়ংকর মনে হয়। আপনার কাছে বলার একটাই উদ্দেশ্য , আপনি কি আমার এই কথাগুলো একবার আপনার বন্ধুদের জানাবেন? আপনি বিদেশ থাকেন বলে আপনাকে জানালাম যেন আপনার ক্ষতি না হয় l আমাদের সন্মান আর আমাদের জীবন আর ফিরে পাবনা জানি কিন্তু অন্তত পক্ষে কিছু মানুষ জানুক , বিংশ শতাব্দীতে কি বর্বর ঘটনা ঘটে গিয়েছে আমাদেরি দেশে।"

পাবনায় জামায়াতের হরতালে সড়কে বিক্ষোভ


২১ জানুয়ারি,২০১৪
পাবনা: পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার পাবনায় দলটির আহ্বানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
সকাল ৮টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুরে হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এছাড়া দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট গোল চত্বরে হরতালের সমর্থনে পিকেটিং করে দলীয় সমর্থকরা। এর বাইরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতাল শুরুর পর পাবনা থেকে দূরপাল্লার ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহর ও জেলার অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে হালকা যান চলাচল রয়েছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে টহল দিচ্ছে।
উল্লেখ্য, হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এই হরতালের ডাক দেয় জেলা জামায়াত।

শুধু নেই জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা

সমাবেশে জামায়াত-শিবির কর্মী প্রচলিত প্রবাদ হচ্ছে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এই প্রবাদের ঠিক উল্টোটা লক্ষ্য করা গেল সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির গণসমাবেশে। অথচ গণসমাবেশের আগে রোববার সন্ধ্যায় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে খুব দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, এই কর্মসূচি ১৮ দলীয় জোটের নয়। শুধুমাত্র বিএনপির। সমাবেশ শুরুর পর দেখা গেলে জোটের অন্য শরীক নেতারাও মঞ্চে উপস্থিত আছেন। শুধু নেই জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা। তাৎক্ষণিকভাবে বিভিন্ন অনলাইন পোর্টালেও লেখালেখি শুরু হলো- ‘জামায়াতবিহীন বিএনপির সমাবেশ শুরু’, ‘সমাবেশে শরীকরা আছে, জামায়াত নেই’, ‘বিএনপির সমাবেশে জামায়াত নেই’ ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত বিএনপির ঘোষণা এবং মিডিয়ার বর্ণনার সঙ্গে বাস্তবের মিল পাওয়া গেল না। সমাবেশে শত শত জামায়াত শিবির নেতা-কর্মীকেও যোগ দিতে দেখা গেল। প্রত্যক্ষদর্শী আহমেদ লিমন জানান, তিনি মিরপুর থেকে আসার পথে রাস্তায় এমন অনেক মিছিল দেখেছেন যেসব মিছিল নারায়ে তকবির স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগোচ্ছে।

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

ইউরোপীয় পার্লামেন্টের বিপরীতে জামায়াতের পাঁচ প্রস্তাব

সংখ্যালঘুদের ওপর হামলা এবং বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শসহ কিছু বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে অতিসম্প্রতি গৃহীত প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দলের পক্ষে এসব ইস্যুতে পাল্টা পাঁচটি প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হলো— এক. অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দুই. নির্বাচন পর্যবেক্ষণের ব্যবস্থা নিতে হবে। তিন. সংখ্যালঘুদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চার. সব ধরনের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ ত্রদান করতে হবে এবং পাঁচ. বাংলাদেশ ভূখণ্ডের বাইরে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে গঠন করতে হবে। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘গত ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তা ইউরোপীয় ইউনিয়নের প্রকৃত মতামতকে প্রতিফলিত করেনি।’ ইউরোপীয় পার্লামেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের অন্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে জোট বা কোয়ালিশন করার অধিকার রয়েছে এবং এ ব্যাপারে অন্য কোনো পক্ষের চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।’ জামায়াত ও হেফাজতে ইসলামকে অগণতান্ত্রিক শক্তি হিসেবে আখ্যায়িত করে সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী করে ইউরোপীয় পার্লামেন্টে যে বক্তব্য এসেছে, জামায়াত বিবৃতিতে স্পষ্ট ভাষায় তার নিন্দা ও প্রতিবাদ জানায়। জামায়াতের আমির বলেন, ইসলামী আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জামায়াত। এ দলের কোনো সদস্যকে অশুভ শক্তির প্রতিনিধি হিসেবে চিত্রায়িত করা বা কোনো ধরনের নৃশংস কাজের সঙ্গে জড়িত করার চেষ্টা এ দলের জন্য অবমাননাকর ও দুঃখজনক। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, জামায়াতের কোনো সদস্য কোনো ধরনের অশুভ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। এ সময় ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগ সরকারের প্রতি সব দলের অংশগ্রহণে নতুন করে যে নির্বাচনের আহ্বান জানিয়েছে, তাকে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানান মকবুল আহমাদ। জামায়াত মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ এবং এ সরকার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়। তাই বিতর্কিত এ সংসদ অবিলম্বে ভেঙে দেয়া প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা ও নেদারল্যান্ডসের প্রতি একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় জামায়াত।

আজকে কিছু পত্রিকা ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্যকে বিকৃত করে ‘জামায়াত-শিবিরকে ছাড়ার আহবান বিএনপিকে’ বাংলাদেশের সবচেয়ে রেসপনসিবল বড়বড় পত্রিকা বিকৃত করে একটি স্টেটমেন্ট ছাপিয়েছে : আসিফ নজরুল

‘অতীতে কোন আন্দোলনের সময় পুলিশ এতটা নির্দয়, এতটা সরাসরিভাবে জনতার ওপরে ঝাঁপিয়ে পড়ে নাই, পুলিশের সহিংসতা বন্ধ করতে হবে’ ‘ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্যকে বিকৃত করছে বড় কিছু মিডিয়া’- বাংলাভিশনের ফ্রন্ট লাইনে ড. আসিফ নজরুল একথা বলেন। তিনি বলেন, ‘জামায়াতকে ছাড়তে হবে এরকম কথা যারা বলে- আজকে কিছু পত্রিকা ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্যকে বিকৃত করে ‘জামায়াত-শিবিরকে ছাড়ার আহবান বিএনপিকে’ বাংলাদেশের সবচেয়ে রেসপনসিবল সবচেয়ে বড়বড় পত্রিকা বিকৃত করে একটি স্টেটমেন্ট ছাপিয়েছে; এই বিকৃত করার অধিকার তাদের কি আছে?’ তিনি আরো বলেন, কোন আন্দোলনের সময় পুলিশ এতটা নির্দয়, এতটা সরাসরিভাবে জনতার ওপরে ঝাঁপিয়ে পড়ে নাই। পুলিশের সহিংসতা বন্ধ করতে হবে। বিএনপির সহিংসতা কি কতটা, বেআইনী বা অগ্রহণযোগ্য? নাকি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে যারা জনণের ট্যাক্সের পয়সায় চলে তাদের করা সহিংসতা বেশি নিন্দনীয়? তিনি বলেন, বিএনপি ১২ মার্চ ঢাকা শহরে ৫ লাখ লোকের সমাবেশ করলেও কোন সহিংসতা হয়নি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সব পথ বন্ধ করে দেওয়া হলে বিরোধীদলকে সহিংসতা না করতে বলার কোন অধিকার সরকারের থাকে না।

নীলফামারীতে একের পর এক মিলছে আসাদুজ্জামান নূরের করা মামলার আসামী বিএনপি নেতাকর্মীদের লাশ!

১৮ জানুয়ারি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর পর এবার ২০ জানুয়ারিতে লাশ পাওয়া গেল টুপামারী ইউনিয়নের ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের। তাদের দু'জনকেই গত সপ্তাহে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। আতিকুরের সাথে আটক হওয়া অপর ছাত্রদল নেতা মহিদুল এখনও নিখোঁজ আছেন। এরা প্রত্যেকে আ'লীগ নেতা ও অভিনেতার মুখোশ পরা খুনী আসাদুজ্জামান নূরের করা মামলার আসামী ছিলেন।

জামায়াতে ইসলামের অনেক লোক আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল : জয়নাল আবেদিন ফারুক

‘জামায়াতে ইসলামের অনেক লোক আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল’- আজ রোববার ৭১ টিভির লাইভ টকশোতে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক একথা বলেন। ‘জামায়াতকে স্বাধীনতার বিপক্ষের দল মনে করেন কিনা?’ ৭১ টিভির উপস্থাপিকা সামিয়া রহমানের এ প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জামায়াতের ইসলামের বন্ধুরাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখনও আমাদের পরিচিত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা জামায়াতের রাজনীতি করছে। তিনি বলেন, জামায়াতকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহারের সমাপ্তি ঘটা উচিত। আ.লীগ আজ আদালতের কাঁদে ভর করে জামায়াতের নিবন্ধন ও পঞ্চম সংশোধনী বাতিল করেছে এবং এই আদালতের ওপর ভর করেই জামায়াতের রাজনীতি বন্ধ করতে চাইছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবই রাজকারদের ক্ষমা করে ঐকবদ্ধ্য বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন।

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

ঝিনাইদহে আ’লীগ ও পুলিশের সংঘর্ষে নিহত – এক পুলিশসহ আহত ১২

ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে শনিবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চারজন গুলিবিদ্ধ ও ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। নিহত আরিফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী গ্রামের তৈয়ব হোসেনের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। আহতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে টিকারী গ্রামের আলমগীর হোসেন, শামচুর রহমান, মহিদুল ইসলাম, ওয়াসিম হোসেন, সাহেব আলী ও দোহাকোলা গ্রামের শরিফুল ইসলামকে ও গুলিবিদ্ধ টিকারী গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহাবুলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসহ বাকী আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি। ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক গ্রুপের নেতা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার ভাতিজা শরিফুল ইসলামকে প্রতিপক্ষ এড. আব্দুল মালেক গ্রুপের লোকজন কুপিয়ে জখম করে। তিনি আরো জানান, এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে টিকারী বাজারে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছালে আওয়ামী লীগের এড আব্দুল মালেক গ্রুপের লোকজন ঢাল সড়কী নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে আরিফ হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী ঘটনাস্থলেই নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধূরী আরিফ নামে এক যুবক নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে আরিফ কার গুলিতে মারা গেছেন তা তদন্ত করে ছাড়া বলা যাবে না বলেও তিনি জানান। এদিকে আওয়ামী লীগের অপর গ্রুপের নেতা এ্যড আব্দুল মালেক অভিযোগ করেছেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার প্রতি শহিদুল ইসলাম শিকদারের লোকজনই এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনার পর টিকারী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলেই পড়ে ছিল। উল্লেখ্য আওয়ামীলীগের শহিদ শিকদার ও এড আব্দুল মালেক গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে হানাহানি চলে আসছে। এ ঘটনায় বহু মানুষ হতাহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। গত বছর পুলিশ দুই নেতাকে নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দুজনার সমঝোতা করে দিলেও কেও কথা রাখেনি

বাগেরহাটে সংখ্যালঘুদের বাড়ী ছাড়া করছে শাসকদলের ক্যাডাররা

বাগেরহাটে এবার সংসদ নির্বাচনের পর থেকে শাসক দল আওয়ামীলীগের আশ্রিত ক্যাডারদের অত্যাচার, নির্যাতনের হাত থেকে প্রান বাঁচাতে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যরা। মোড়েলগঞ্জের জিওধরা ইউনিয়নের হিন্দু প্রধান গ্রাম ঢেওয়াতলা এলাকা থেকে প্রান ভয়ে অনেক পরিবার পালিয়ে বাগেরহাট ও খুলনা শহরে আশ্রয় নিয়েছে। বাড়ী থেকে পালিয়ে আসা এমনই একটি পরিবারের প্রধান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা শ্যামানন্দ হালদার (৬০) শনিবার বাগেরহাট প্রেসক্লাবে শাসকদলের আশ্রিত হাকিম বাহিনীর অত্যাচার-নির্যাতনের বর্ননা দেন। এসময়ে একটি অনুষ্ঠানে প্রেসক্লাবে থাকা ওই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনকে সাংবাদিকরা বিষয়টি অবহিত করেন। তখন এমপি মোজাম্মেল জিওধরা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে মোবাইল ফোনে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন ও দখল বন্ধের নির্দেশ দেন। তার নির্দেশের পর অত্যাচার-নির্যাতন ও দখল বন্দ না হলে তাদেরকে পুলিশে দেয়া হবে বলে এমপি মোজাম্মেল স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ষ্পষ্ট জানিয়ে দেন। মুক্তিযোদ্ধা শ্যামানন্দ জানান, সংসদ নির্বাচনের পর ঢেওয়াতলা বাজারে খুনেরখন্ড গ্রামের শাসকদলের আশ্রিত হাকিম বাহিনীর প্রধান হাকিম তার ক্যাডার বাহিনীর সদস্যরা ঢেওয়াতলা গ্রামের দিলিপ চন্দ্র হালদারকে (৪৫) বাজার থেকে তাড়িয়ে দিয়ে এলাকা ছাড়তে আল্টিমেটাম দেয়। ওই দিন রাতেই এলাকা ছাড়তে বাধ্য হয় দিলিপ চন্দ্র হালদার। এই বাহিনীর চিংড়ি ঘের দখল ও অব্যাহত হুমকির মুখে শ্যামানন্দ ও ওই এলাকার দুলার সরদার, মিন্টু হালদারসহ অনেকে প্রান বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে বাগেরহাট ও খুলনার শহরের আশ্রয় নিয়েছেন। সন্ত্রাসীরা তাদের চিংড়ি ঘের দখল করে নিয়েছে। এঘটনার পর থেকে মোড়েলগঞ্জের বিভিন্ন এলাকার হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভীত সন্ত্রাস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা শ্যামানন্দ হালদার। 

১৮ দলের কর্মসূচির প্রতি সমর্থন : সরকারের প্রতি অধিকাংশ মানুষের সমর্থন নেই : কাজী জাফর

বেগম জিয়ার সঙ্গে বৈঠক কাজী জাফর আহমেদ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল শনিবার রাতে বেগম জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন, বর্তমান সরকার বৈধ নয়। ৫ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ সাড়া দেয়নি। মাত্র পাঁচ থেকে সাত ভাগ ভোট পড়েছে এতে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকারের প্রতি অধিকাংশ মানুষের সমর্থন নেই। কাজী জাফর বলেন, যে কোনো মূল্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ২০ জানুয়ারি ১৮ দলের কর্মসূচির সঙ্গে সমর্থন জানিয়ে তিনি এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আতঙ্কের জনপদ এখন সাতক্ষীরা থামছে না স্বজনহারাদের কান্না

সাতক্ষীরার জনপদের সর্বত্র এখন আতঙ্ক বিরাজ করছে । প্রতিদিনই আগুন জ্বলছে গ্রামের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে । সহায়-সম্বল হারিয়ে যারা এখন মানবেতর জীবনযাপন করছে তাদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক শত মানুষ। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। পুলিশ দেখলেই পালাচ্ছে সাধারণ মানুষ। রাত শুরু হলেই নতুন নতুন ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। সাতক্ষীরায় নতুন করে ৩৮টি ঘরবাড়ি, দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলীয়া, গোবিন্দপুর ও বিষ্ণুপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। যৌথবাহিনীর উপস্থিতিতে স্থানীয় সরকার দলীয় লোকজন এসব তাণ্ডব চালায়। এসব ধ্বংসকাণ্ডে ৫টি হিন্দুর দোকানও পুড়ে যায়। প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানায়। অগ্নিসংযোগের সময় এলাকায় ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ঢুকতে দেয়া হয়নি । ক্ষতিগ্রস্তদের মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নে ১২টি বসতবাড়ি ও ২৭টি দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কুশখালি, গোবিন্দপুরে ১৯টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের বাহারুল ইসলাম, মোশারফ হোসেন, মাওলানা মিজানুর রহমান, সিদ্দিক হোসেনের বসতবাড়ি, শ্রীধরকাটি গ্রামের অধ্যক্ষ আবদুল কাদেরের বাড়ি, ফরিদপুর গ্রামের আবদুল আজিজ, আবদুস সবুর, রাজনগরের মোশারফ এবং মুকন্দকাটির আবদুল করিমের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া একই ইউনিয়নের চৌমুহনী এলাকার বাহারুলের দোকান, মোশারফের থালাবাটির দোকান, সাইফুলের ওষুধের ফার্মেসি, আবুল কালামের দোকান, শামসুর রহমানের মুদির দোকান, দাউদের মিষ্টির দোকান, আবদুল্লাহর দোকান, জগদীসের মিষ্টি দোকান, ময়নার ফলের দোকান, মুকুল, সালাম, হানিফ, তাপস, শহিদুল, সাখাওয়াত, মিজান, বিশ্বনাথ এবং মাহবুবের দোকানপাট লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া হোগলা গ্রামের মাহবুব ও সাইফুলের দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালি বাজারের বেশিরভাগ দোকানপাট পোড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সিরাজুল ইসলামের ওষুধের দোকান, মোজামের কাপড়ের দোকান, বিল্লালের সেলুনের দোকান, হান্নানের মুদির দোকান, মনিরুলের চায়ের দোকান, বনি আদম, মাইউদ্দীনের দোকানঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলা আ.লীগের সভাপতি ওহেদুজ্জামানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ মেহেদীর নির্দেশে আ.লীগের সন্ত্রাসীরা এ তাণ্ডব চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাতভর একইভাবে যৌথবাহিনীর উপস্থিতিতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গোবিন্দপুরে। আগুনে ভস্মীভূত করা হয় মিজানুর রহমান, আবদুর রাশেদ, আবদুল হাকিম, বাবু ও মহিলা লিলি বেগমের একমাত্র আশ্রয়স্থল। যৌথবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষুদ্ধ জনতা এসব ভাংচুর করেছে।