ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

বিরোধী দলে যেতে চায় না কোনও দল


টেনশনে হাসিনা বিপাকেই পড়েছে আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করতে রীতিমতো টেনশনে রয়েছেন হাসিনা। বিরোধী দলে যেতে চায় না কোনও দল। ১২টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিলেও । আওয়ামী লীগের একমাত্র ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদও এ বিষয়ে নেতিবাচক মনোভাব জানিয়েছেন শেখ হাসিনাকে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যায়। ওই সময় গণভবনে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তবে তাদের কাউকে সাক্ষি রেখে নয়,
একান্তেই রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। জাতীয় পার্টির সংসদ সদস্যরা বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন
এরশাদকে নির্বাচিত করলেও দলের বেশিরভাগ এমপির মতানুসারে সরকারের অংশ হিসেবে থাকার পক্ষে মত দেন রওশন। এমন প্রস্তাবের জবাবে শেখ হাসিনা সরাসরি কোনও উত্তর না দিয়ে বলেন, আরও দুদিন সময় আছে, দেখি কী হয়। আপনারা আলোচনা করেন, আমরাও আলোচনা করি। এদিকে আওয়ামী লীগের একাধিক শীর্ষনেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধী দলের সংসদ সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে জাতীয় ঐকমত্যে সরকার গঠনের রেওয়াজ পৃথিবীর অনেক দেশেই আছে। কিন্তু এটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ নয়। আওয়ামী লীগ আশাবাদী, নির্বাচনে ৩৩ আসন পাওয়া জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে অংশ নেবে। জাতীয় পার্টি অসম্মতি জানালে ঐকমত্যের সরকার গঠন ছাড়া কোনও বিকল্প আওয়ামী লীগের নেই | 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন