ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

তড়িঘড়ি করে কাদের মোল্লার ফাঁসি : ঝাড়ু নিয়ে রাস্তায় প্রতিবাদী নারীরা

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে তড়িঘড়ি করে ফাঁসি দেয়ার প্রতিবাদে মাঠে নেমেছে প্রতিবাদী নারীরাও। হাতে তাদের ছিল ঝাড়ু, মুখে কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে বজ্রধ্বনি।
গতকাল এভাবে নাটোর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে নারীরা ঝাড়ু নিয়ে দাপিয়ে বেড়ান রাজপথ। মঙ্গলবার রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হচ্ছে এমন ঘোষণায় যখন লাখ প্রতিবাদী পুরুষ রাতের আঁধারে গণপ্রতিরোধ গড়ে তোলে তখন কেবল ক্ষোভে ফুঁসছিলেন এসব নারী।
তবে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদেশে রাতে যখন কাদের মোল্লার ফাঁসি হলো না তখন গতকাল দিনের আলো ফুটতেই সুযোগ বুঝে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পড়েন প্রতিবাদী ওইসব নারী। অনেকের হাতে এ সময় গজারি লাঠি, লম্বা বাঁশও দেখা গেছে। ঝাড়ু ও লাঠি নিয়ে এসব বিক্ষুব্ধ নারীরা যখন সড়কে মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের হাতে লাঞ্ছিত ভয়ে অনেকটা অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখা গেছে।   
  বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ বাতিলের দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে মহিলারা ঝাড়ু মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বড়াইগ্রামের কমপক্ষে ২০টি পয়েন্টে শত শত সড়ক অবরোধ করে। গতকাল ধানাইদহে এ ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিল থেকে কাদের মোল্লাকে তড়িঘড়ি করে ফাঁসি দেয়ার প্রতিবাদে স্লোগান দেন। মিছিলে বিক্ষুব্ধ নারীরা অবিলম্বে কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলের দাবি জানান। অনেকে এ সময় আল্লাহর কাছে কাদের মোল্লার জীবন ভিক্ষা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
আমাদের বগুড়া অফিস জানায়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি এবং ফাঁসি কার্যকরের প্রচেষ্টায় ফুঁসে উঠেছে বগুড়ার সর্বস্তরের মানুষ। ঘরে বসে নেই মহিলারাও। তারাও বিভিন্ন স্থানে ঝাড়ু নিয়ে মিছিল করেছে। মিছিল থেকে প্রতিবাদী নারীরা অবিলম্বে কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিতের দাবি জানান। এ সময় তারা বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার চেষ্টা করা হলে নেতাকর্মীরা জীবন দিয়ে তা প্রতিহত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন