আগামী ২৯ ডিসেম্বর রোববার “ঢাকা অভিমুখে
অভিযাত্রা” কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল
মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা একদলীয় প্রহসনের
নির্বাচনের ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের গহ্বরে নিপতিত করেছে।
বিশ্বসম্প্রদায় থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন বাংলাদেশকে গোটা
দুনিয়ার মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। এ সরকারের নিকট দেশ, দেশের
মানুষ, অর্থনীতি, গণতন্ত্র, সংবিধান, মানবাধিকার কোন কিছুই গুরুত্বপূর্ণ
নয়।
তিনি আরো বলেন, ক্ষমতার নেশায় আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একদলীয় প্রহসনের
নির্বাচন সম্পন্ন করে দেশকে দীর্ঘ মেয়াদী সংকটে ফেলার চক্রান্তে লিপ্ত
রয়েছে সরকার। তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশে গণহত্যা,
গণগ্রেফতার, গণনির্যাতন চালিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
সরকারের জুলুম, নির্যাতন থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ কোন নাগরিক
নিরাপদ নয়। প্রতিদিনই খুন হচ্ছে মানুষ। সরকার দলীয় ক্যাডাররা মানুষের
ঘর-বাড়ি লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। দেশ এভাবে চলতে পারে না। এক
ব্যক্তি ও এক দলের নিকট দেশের ১৬ কোটি মানুষ পণবন্দিী হতে পারে না। মানুষ
সরকারের নৈরাজ্য থেকে মুক্তির আশায় সর্বশক্তি দিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে
তুলেছে। সরকার বেসামাল হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে মানুষের বুকে গুলী চালাতে
বাধ্য করছে। আমরা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা এ দেশের
নাগরিক। আপনারা কোন দলের ক্যাডার নন, প্রজাতন্ত্রের কর্মচারী। তাই দলীয়
আনুগত্য পরিহার করে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন।
তিনি বলেন, সরকার দেশের আপামর জনগণ ও বিশ্ববাসীর মতামত অগ্রাহ্য করে
প্রহসনের যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে তা অর্থের অপচয় এবং গণতন্ত্রকে
হত্যার আয়োজন ছাড়া আর কিছু নয়। জনগণের অর্থ অপচয় করার কোন অধিকার এ সরকারের
নেই। তাই এই মুহূর্তে একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ করতে হবে।
ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার
লক্ষ্যে একদলীয় প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার
ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল, সরকারের পদত্যাগ ও দেশব্যাপী সরকারের নৈরাজ্য
সৃষ্টির প্রতিবাদে ১৮ দলীয় জোট ২৯ ডিসেম্বর রোববার ‘ঢাকা অভিমুখে
অভিযাত্রা’ কর্মসূুিচ ঘোষণা করেছে। এ শান্তিপূর্ণ কর্মসূচি সর্বাত্মকভাবে
সফল করে তোলার জন্য কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী,
সাংবাদিক, সর্বস্তরের পেশাজীবী সম্প্রদায় ও সুশীল সমাজসহ দেশের আপামর
জনগণের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স
লেবেল
- খবর
- মতামত- বিশ্লেষণ
- বিবৃতি
- রাজনীতি
- প্রেস বিজ্ঞপ্তি
- আন্তর্জাতিক
- প্রচ্ছদ
- আইনশৃঙ্খলা
- শোক সংবাদ
- বিবিধ
- স্মৃতি
- আইন-আদালত
- জাতীয় সংসদ নির্বাচন
- শিক্ষা
- ডেমোক্রেসি
- ইসলাম
- স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান
- অর্থনীতি
- ইসলামী আন্দোলন
- সাহিত্য-সংস্কৃতি
- হাদীসের বাণী
- শীতবস্ত্র বিতরণ
- সভ্যতা
- ইতিহাস
- গল্প
- মিডিয়া
- শোকবাণী
- খেলাধুলা
- জাতীয়
- IIUC News
- চিঠি
- কৃষি
- দশম জাতীয় সংসদ নির্বাচন
- প্রবাস
- গবেষণা
- আবিস্কার
- কুরআন
- সম্পাদকীয়
- বাণী
- বিজ্ঞান ও প্রযুক্তি
- সাইবার ক্রাইম
- দারসুল কুরআন
- ব্রেকিং নিউজ
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
২৯ ডিসেম্বর “ঢাকা অভিমুখে অভিযাত্রা” সফলের আহ্বান এক ব্যক্তির কাছে ১৬ কোটি মানুষ পণবন্দী হতে পারে না -ডা. শফিকুর রহমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন