বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি রুখতে যাত্রাবাড়িতে লাঠি মিছিল করেছে থানা যুবলীগ। নাস্তা ও বিশ টাকার লোভ দেখিয়ে মিছিলে শিশুদেরও আনা হয়েছে। যাত্রাবাড়ি চৌরাস্তা বন্ধ করে যুব সমাবেশ ও গণসংগীতের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলী ও গেন্ডারিয়া থানা যুবলীগ কর্মীদের নিয়ে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। রাস্তা বন্ধ করে সমাবেশ করায় বিপাকে পড়েন পথচারীরা। গতকাল সকাল পৌনে ১১টার দিকে এ সমাবেশে আসা যুবলীগের কর্মীদের সবার হাতেই লাঠি দেখা গেছে। সঙ্গে যোগ দিয়েছে শিশুরাও। তাদের হাতেও লাঠি তুলে দেয়া হয়েছে। মিছিলে আসা নাঈম জানায়, ‘বড় ভাইয়েরা’ তাকে নাস্তা খাওয়াবে বলে মিছিলে নিয়ে এসেছে। মিছিলে আসা আরেক শিশু নাজমুল জানায়, মিছিলে এলে ২০ টাকা দেয়া হবে এমন প্রতিশ্রুতিতে সে মিছিলে আসতে রাজি হয়।
তবে যাত্রাবাড়ির যুবলীগ কর্মী ফয়সাল নাস্তা ও টাকার লোভ দেখিয়ে শিশুদের মিছিলে আনার কথা অস্বীকার করে বলেন, ‘তাদের আমরা নিয়ে আসিনি। বরং তারাই নিজের ইচ্ছায় এসেছে।’ অপরদিকে সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। পথচারী আনজাবিন রহমান বলেন, ‘এই দেশে বিরোধী দল যেমন জ্বালাচ্ছে তার চেয়ে বেশি জ্বালাচ্ছে সরকারি দলের কর্মীরা। সরকার নিজের কর্মীদের সমাবেশ করতে দেয় আর বিরোধী দলকে বাধা দেয়।’ তামিম নামের এক যুবক বলেন, ‘আমরা ঘরেও থাকতে পারছি না, রাস্তায়ও বেরুতে পারছি না, কী করব?’এ ব্যাপারে যাত্রাবাড়ি চৌরাস্তায় দায়িত্ব পালনকারী একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের কী করার আছে। ওপরের নির্দেশ তাদের সমাবেশ করতে দিতে হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন