‘কাউকে ধরতে গিয়ে না পেয়ে ‘স্ত্রীকে, ভাবীকে, মাকে, বোনকে, মেয়েকে নিয়ে যেতে হবে থানায় ধরে- এই রকম বর্বর ঘটনাতো ৭১ সালেও ঘটে নাই’- আজকের বাংলাভিশনের নিউজ অব দি ডেতে সাংবাদিক মাহফুজুল্লাহ একথা বলেন।
তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় ছাপা হয়েছে সমাবেশে অংশগ্রহণ ঠেকানোর জন্য পুলিশ মিরপুর এবং বনানীতে বিরোধীদলের কর্মীদের ওপরে যে আচরণ করা হয়েছে- আমি জানিনা জনাব ইকবাল সোবহান চৌধুরী এই আচরণকে কি করে যুক্তিসংগত মনে করবেন? আমি জানিনা কিংবা আদৌ মনে করেন কিনা? সম্ভবত করেন না। আমি এইটাই বিশ্বাস করব। যেভাবে তাদের বাড়ী-ঘরে ভাংচুর করা হয়েছে, বাথরুম ভাঙ্গা হয়েছে। আপনাকে অ্যারেস্ট করতে গেছে পুলিশ, আপনাকে না পেলে পুলিশ চলে আসবে। তার স্ত্রীকে, ভাবীকে, মাকে, বোনকে, মেয়েকে নিয়ে যেতে হবে থানায় ধরে- এই রকম বর্বর ঘটনাতো ৭১ সালেও ঘটে নাই। বাথরুম ভেঙ্গে দিতে হবে, কমোড ভেঙ্গে দিতে হবে- এইটা কোন ধরণের আচরণ? স্বাধীনতার ৪৩ বছর পরে পুলিশ আমাকে ধরতে এসে আমার বাড়ী-ঘর ভাংচুর করবে, আমার বাড়ী-ঘরে আগুন ধরিয়ে দিবে- এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন