গতকাল একজন সৌদি সিটিজেনের সাথে কথা হচ্ছিলো সকল মুসলিম দেশের বিশেষ করে মিশরের মুসলিমদের উপর অত্যাচার , নির্যাতন , গণহত্যা নিয়ে ।
সৌদি লোকটি আমার সহকর্মী , তাকে প্রথম যেইদিন দেখলাম ... কেমন যেন রূগ্ন রূগ্ন ভাব । মুখে দাঁড়ি , হালকা পাতলা গঠন , মনে হয় অনেকদিন না খেয়ে আছে । আমাদের সাথে গত ৬ মাস ধরে কাজ করছে । তার আচার ব্যাবহার অত্যন্ত ভাল । অন্য সৌদিদের থেকে আলাদা । এর আগে কখনও এই সব বিষয় নিয়ে আলোচনা করিনি তার সাথে ।
তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম । সে নিজ দেশের সরকারের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন , সৌদি আরবের জনগন মুরসিকে সমর্থন করলেও সরকার আমেরিকার কারনে মিশরের সেনাদের পক্ষে অবস্থান নিয়েছে । যা ইসলামী রাষ্ট্রে মূলমন্ত্র বিরোধী ।
আমি বললাম তাহলে আপানাদের( মুসলিম উম্মার) কি কিছুই করার নেই ?
সে বলল আমাদের দেশটা (সৌদি আরব) এখনো রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত । যেটা ইসলাম কখনও সমর্থন করে না কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি / করতে চাইছি তাদেরকে গ্রেফতার করে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হচ্ছে । অনেককেই জীবন দিতে হচ্ছে সেই প্রকোষ্ঠে । সাধারন কয়েদিদের চেয়ে কয়েকগুন বেশী কষ্ঠ করতে হচ্ছে আমাদেরকে ।
বলেন কি ?
হ্যাঁ , আমি আপনার সাথে কতদিন যাবত কাজ করছি বলতে পারেন ?
আমি বললাম প্রায় ৬ মাস ।
হ্যাঁ , তার আগে আমি কই ছিলাম , জানেন ?
না ।
আমি দীর্ঘ ৭ বছর জেল খেটে বের হয়েই আপনাদের এই কোম্পানিতে চাকুরী নিয়েছি । আমার মতো হাজার হাজার ভাইকে দেখছি জেল খানায় কষ্ট করতে । অনেকের দৈনিক একবেলা খানাও জুটে না , আবার অনেকের অসুস্থতার চিকিৎসা না হওয়ায় মৃত্যুর কোলে ঢুলে পড়ছে ।
তিনি বললেন ,
আপনারা যারা মনে করেন সৌদি আরবের মুসলমানরা সুখে আছে , তাই অন্যদের ব্যাথা বুঝে না ,
তারা হয়তো জানেন না আসল ঘটনা । আমাদেরকেও রক্ত দিতে হচ্ছে , শহীদ হতে হচ্ছে , নির্যাতন সহ্য করতে হচ্ছে এমনকি আপনাদের থেকেও কয়েকগুন বেশী নিরযাতনের সম্মুখীন হচ্ছি আমরা .......................................।
তার কথা গুলো আমার চোখের পানি বের করে দিলো । আমার এতোদিনের ধারনা ভুল প্রমাণিত হলো । আমি তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে বুঝতে পেরেছি বাস্তবতা আসলেই কত নিষ্ঠুর । এতদিন আমার ধারনা ছিলো ইসলামী আন্দোলন সৌদি আরবে নেই , থাকলেও তাতে বাধা নেই ।
কিন্তু সঠিক ইসলামী আন্দোলন যেখানে আছে সেখানেই বাধা আছে এটা আবারও অনুধাবন করলাম ।
-Fanpost
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন