আসা করছি সকল গনত্রন্ত্র কামী মানুষ আজ রাস্তায় নেমে আসবে তার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য।১৫৪ আসনের মানুষ তাদের ভোট দেয়ার অধিকার টুকু হারিয়েছেন,সংবিধানের দোহাই দিয়ে আগামী ৫ নভেম্বর প্রহসনের নির্বাচন করে আমাদের ভোটের অধিকার টুকু কেঁড়ে নেয়ার পাঁয়তারা করছে সরকার,অবশ্যই সকল বিভেদ ভুলে জনগণ রাস্তায় নেমে আসবেন তাদের অধিকার আদায় করে নিবেন।নির্বাচিত হয়ে সরকার যেই গঠন করুক তা আমাদের ভোটে নির্বাচিত হয়ে করতে হবে।কিন্তু আমাদের ভোটের অধিকার হরন করার অধিকার সরকার অথবা আওয়ামীলীগ বা ১৪ দল কে দেয়া হয় নাই।সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী অন্য কোন বাহিনীর বাপের সাধ্য নাই জনগনের ভোটের অধিকার হরন করার।একবার যদি এই নির্বাচন করে তারা পারপেয়ে যায় তবে বাকশাল কায়েম করার পথে আওয়ামীলীগ আরেক ধাপ এগিয়ে যাবে।৫ বছর পর পর আমরা ভোট দিয়ে সরকার নির্বাচনের সুযোগ পাই,কিন্তু এই সরকার সংবিধানের দোহাই দিয়ে আমাদের এই অধিকার টুকু হনন করে পুনরায় শেখ মুজিবের শেষ ইচ্ছা বাকশাল কায়েম করে জনগণের ইচ্ছা অগ্রাহ্য করে ২০৫০ পর্যন্ত পরিবারতন্ত্র কায়েম করার।বাংলার মানুষের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই সরকারকে ও শেখ হাসিনার অধীনে নির্বাচনকে প্রতিহত করা হবে।
আজ যদি খালেদা জিয়া কে অবরুদ্ধ করা হয় তবে তার সকল দায়ভার সরকারকে নিতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন করার জন্য বিএনপির সাথে সর্বাত্মক ভাবে ১৫৪ আসনের জনগণকে রাস্তায় নামার আহবান জানাচ্ছি |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন