ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

ড. শিরীনের স্পিকার পদের বৈধতা নিয়ে রিট

ড. শিরীনের স্পিকার পদের বৈধতা নিয়ে রিট। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। (রিট নম্বর-১২৪৩৪) রিটে জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, সংসদ বিষয়ক সচিব, মন্ত্রী পরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনের বিরোধিতা করে স্পিকার নিয়োগ দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং স্পিকারের বিষয়ে প্রকাশিত গেজেট কেন বাতিল করতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব থেকে দূরে থাকবেন এবং ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন মর্মে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বলা হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হবেন নির্বাচিত প্রতিনিধি (সংসদ সদস্য)। কিন্তু তিনি হলেন, সংরক্ষিত মহিলা সংসদ (আসন) থেকে নির্বাচিত প্রতিনিধি। আইনজীবী বলেন, অ্যাডভোকেট ড. শিরীন শারমিন স্পিকার পদে থাকা সংবিধানের মৌলিক কাঠামোর ভঙ্গ করছে। সুতরাং তার পদে থাকা বৈধ নয়। সংবিধানের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হওয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন চৌধুরীকে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া হয়। ওই দিনই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন