ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

নিজেদের পেট্রল বোমায় দগ্ধ ৬ আওয়ামী লীগ কর্মী

নিজেদের পেট্রল বোমায় দগ্ধ ৬ আওয়ামী লীগ কর্মী জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে জামায়াত নেতার দোকানে হামলা করতে গিয়ে নিজেদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন ৬ আওয়ামী লীগ ক্যাডার। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন, হাপানিয়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে খোকন, গোলাম মোস্তাফার ছেলে আতিউল্লাহ, মৃত মোহাম্মদ আলীর ছেলে ইনতাবুল হক, খোয়াজ আলীর ছেলে মিনারুল, ইয়াজ উদ্দীন মণ্ডলের ছেলে হাসিবুল ও একই গ্রামের ইদু মণ্ডলের ছেলে আবদুল গফুর। প্রত্যক্ষদর্শীরা জানান, যে দোকানটিতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে, সেটির মালিক স্থানীয় জামায়াত নেতা বেল্টু মণ্ডল।
দোকানে আগুন দেয়ার সময় তারা নিজেরাই দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, অগ্নিদগ্ধরা আত্মপক্ষ সমর্থন করে বলেন, তারা আগুন দেননি। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাপানিয়া গ্রামের জনৈক বেল্টুর চায়ের দোকানে তারা ১০-১২ জন বসে গল্প করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে একটি পেট্রল বোমা ছুড়ে মারে। এতে বোমার আগুন ঝলসে যান তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. রবিন জানান, বোমার আগুনে অগ্নিদগ্ধ ৬ জনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থল থেকে জানান, জামায়াত নেতার দোকানে আগুন দেয়া হয়েছে। এটি সঠিক। কিন্তু সেখানে শুধু দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো হতাহতের বিষয়টি তারা এখনো জানেননা। http://www.timenewsbd.com/politics/2013/12/11/18990#sthash.tXLtTTLe.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন