সরকারি নিয়ন্ত্রণে থাকা বিটিভিসহ দেশের পাঁচটি বেসরকারি টিভি স্টেশন সংবাদ
প্রচারে ‘তাৎপর্যপূর্ণ মাত্রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে জরিপে দাবি
করেছে ‘ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল’। এসব চ্যানেল বিরোধী দলীয়
নেত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে বেশিরভাগ সময় ‘নেতিবাচক,
কুৎসামূলক’ সংবাদ প্রচার করে থাকে। ‘ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল’ বিটিবি, চ্যানেল আই, একাত্তর, সময়, এটিএন বাংলা আর এনটিভি জরিপ চালায় । সংস্থাটির জরিপে দেখা বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত
বিটিভিতে খালেদা জিয়া, বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে যত
সংবাদ প্রচার হয়েছে, সেগুলোর মধ্যে বক্তব্য, বিবৃতির বেশিরভাগই ‘নেতিবাচক
বা বিদ্বেষপূর্ণ’। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ
সম্পর্কে যত খবর প্রচার করা হয়েছে, সেগুলোর বক্তব্য, বিবৃতির বেশিরভাগই
‘ইতিবাচক আর স্তূতিমূলক’। তেমনি পাঁচটি বেসরকারি টিভি চ্যানেলের প্রচারিত
খবরেও ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা’ শনাক্ত করেছে ডেমোক্র্যাসি
ইন্টারন্যাশনাল।
তিন মাসজুড়ে পরিচালিত ওই জরিপে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল দুটি প্রধান রাজনৈতিক দল, তাদের নেতাদের সম্পর্কে বেসরকারি টিভি চ্যানেলগুলোর খবর প্রচারের সময়ও পক্ষপাতদুষ্টতা শনাক্ত করেছে বলে জরিপে দাবি করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিরোধী দলের বিরুদ্ধে এই অপ্রচারের যুদ্ধে ntv অন্যান্য টিভি চ্যানেল গুলোর সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে । অথচ গত চারদলের জোট সরকারের আমলে বিএনপির সংসদ সদস্য মোসাদ্দেক আলি এনটিভির অনুমোদন পান। অভিযোগ আছে, বিএনপি, জামায়াতের অনেক নেতার বিরোধিতার মুখে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় মোসাদ্দেক আলিকে এনটিভির অনুমোদন দেন।
তিন মাসজুড়ে পরিচালিত ওই জরিপে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল দুটি প্রধান রাজনৈতিক দল, তাদের নেতাদের সম্পর্কে বেসরকারি টিভি চ্যানেলগুলোর খবর প্রচারের সময়ও পক্ষপাতদুষ্টতা শনাক্ত করেছে বলে জরিপে দাবি করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিরোধী দলের বিরুদ্ধে এই অপ্রচারের যুদ্ধে ntv অন্যান্য টিভি চ্যানেল গুলোর সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে । অথচ গত চারদলের জোট সরকারের আমলে বিএনপির সংসদ সদস্য মোসাদ্দেক আলি এনটিভির অনুমোদন পান। অভিযোগ আছে, বিএনপি, জামায়াতের অনেক নেতার বিরোধিতার মুখে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় মোসাদ্দেক আলিকে এনটিভির অনুমোদন দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন