ঢাকা : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অবরোধের তৃতীয় দিনে শুক্রবার রাজধানীতে মিছিল করেছে ছাত্রশিবির।
শুক্রবার সকাল ৮টার সময় রাজধানীর মালিবাগে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত শিবিরের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন রমনা থানা শিবির সভাপতি আশরাফ উদ্দিন ও শেরে বাংলা থানা জামায়াতের আমির আ.জ.ম কামাল উদ্দিন।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক দাইয়ান সালেহিনের নেতৃত্বে মিছিল করেছে কর্মীরা। জবি এলাকায় মিছিল শেষে অবরোধকারীরা বিভিন্ন সড়কে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন