ফেনীর দাগনভূঞা উপজেলার ৩ টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে অজ্ঞাতরা।
পুড়ে যাওয়া ভোটকেন্দ্র গুলো হলো- দাগনভূঞা উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি, পার্শ্ববর্তী জায়লাশকর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুল, মাতুভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেকান্দর বসনিয়া মাদ্রাসা ও নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রাত ১টার দিকে উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতরা। এতে টিনশেড ওই ভবনের প্রায় সব কয়েকটি কক্ষের চেয়ার-টেবিল ও বেঞ্চ পুড়ে প্রায়।
এদিকে, একই সময়ে পার্শ্ববর্তী জায়লাশকর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুল ও মাতুভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আগুন দেয় অজ্ঞাতনামারা।
পরে, খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।। ......কাজি সাকিব..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন