শুনতে পেলাম, আমার সাবেক কর্মস্থল দৈনিক কালের কণ্ঠের জনা ২৩/৩০ কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে.. সুপারিশ করেছেন বিভাগীয় প্রধানগন। আমি নিশ্চিত, চাকরিচ্যুত অনেকের সাথে সুবিচার হয়নি। কর্মদক্ষতা ও দাপ্তরিক শৃঙ্খলার বাইরের কোনো কারণে তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ডেস্কে কাজ করার সু/কুবাদে আমি ভাল করেই জানি, সেখানে বিভাগীয় প্রধানরাই সবচেয়ে অথর্ব। শিক্ষানবিশ হওয়ার মত যোগ্যতাও তাদের নেই। তবু তারাই টিকে আছেন। মালিকপক্ষ তাদের কাজের ব্যাপারে জানে না। কারণ তাদের ব্যাপারে রিপোর্ট দেবে কে? আছে না তৈলমর্দন.. দলবাজি.. ইত্যাদি ?? সেখানে নামকরা সাংবাদিক রয়েছেন, দেশের শীর্ষ স্থানীয় সাহিত্যিক আছেন, সেরা খেতাব পাওয়া আরো অনেকে আছেন। তারা আমাদের দেশ- জাতিকে প্রতিদিন নানা নসিহত করেন। এই হলো আজকের সাংবাদিক/সাংবাদিকতা জগতের একটি খণ্ডচিত্র।
(Collected)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন