৭ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ৮:০৮ বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে পুলিশি কড়াকড়ি এখনো অব্যহত আছে। মঙ্গলবার তাঁর বাসায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান খাবার নিয়ে প্রবেশ করতে চাইলে যেতে দেয়নি পুলিশ। এদিকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সাথে বেঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন। প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেবা খান গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে রান্না করা খাবার নিয়ে হাজির হন। এ সময় পুলিশ তাকে ঢুকতে নিষেধ করে। তিনি বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বললে পুলিশ তাকে চলে যতে বলে। অন্যথায় আটক করা হবে বলে হুমকি দেয়া হয়। এরপর জেবা খান চলে আসেন। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তাব্যবস্থা অনেকটা শিথিল করা হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এখন অবস্থা সে রকম নেই, তাই কিছুটা শিথিল করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর থেকে পরিবারের সদস্য ছাড়া পুলিশ কাউকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করতে না দিলেও সোমবার রাতে আইনজীবীদের একটি প্রতিনিধি দল কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিদেশী কয়েকজন সাংবাদিক তাঁর সাথে ইতিমধ্যে দেখা করার সুযোগ পেয়েছেন। গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অংশগ্রহণে বাধা দেয়ার পর থেকে খালেদা জিয়া কার্যত গৃহবন্দী বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গৃহবন্দি বা অন্তরীণ নন।
উৎসঃ দৈনিক নয়াদিগন্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন