ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

সম্পাদক মাহমুদুর রহমানকে হঠাত্ করে ‘নম্বরবিহীন’ মাইক্রোবাসে তেজগাঁও থানায় রিমাণ্ডে আনা হয়েছে

 আমার দেশসম্পাদক মাহমুদুর রহমান
স্টাফ রিপোর্টার: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অকস্মাত্ পুলিশ তিনদিনের রিমাণ্ডে নিয়ে এসেছে। তেজগাঁও থানার একটি মামলায় তাকে রিমাণ্ডে আনা হয়। আজ বুধবার সোয়া একটায় তাকে একটি ‘নম্বরবিহীন’ মাইক্রোবাসে করে তেজগাঁও থানায় আনা হয়। মাহমুদুর রহমানকে বুধবার সকালে নম্বরবিহীন একটি মাইক্রোবাসে করে তাকে কাশিমপুর কারাগার থেকে বের করে আনা হয়। তবে দুপুর ১টায় তেজগাঁও থানা পুলিশ ও ডিবি পুলিশ তাকে রিমাণ্ডে আনার ব্যাপারে অস্বীকার করছেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আজ বুধবার সকালে কাশিমপুর কারাগার নম্বরবিহীন একটি মাইক্রোবাসে করে বের করা হয় বলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেন। এরআগে মাহমুদুর রহমানকে ঠিক কোথায় নেয়া হবে বা নেয়া হয়েছে সে ব্যাপারে কেউ নিশ্চিত না করায় তার পরিবার ও আমার দেশ সহকর্মীদের মধ্যে উত্কণ্ঠা দেখা দেয়। পরে দুপুর সোয়া ১টার দিকে তেজগাঁও থানা পুলিশ মাহমুদুর রহমানকে রিমাণ্ড হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ‘নম্বরবিহীন’ মাইক্রোবাসে কেন তাকে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তর দিতে অপরাগতা প্রকাশ করে দাবি করেন, মাহমুদুর রহমানের নিরাপত্তায় কোনো ত্রুটি করা হচ্ছে না। এদিকে মাহমুদুর রহমানকে রিমাণ্ডে আনায় দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার রিমাণ্ড বাতিলের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন