দেশবাসী আজ চেয়ে আছে সেই তারুণ্য আর দেশপ্রেমের ধারার পথ চেয়ে, যে তারুণ্য এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছিল, দেশকে নতুন গণতন্ত্র দিয়েছিল। নিপীড়িত এক জনগোষ্ঠী আজ আবারও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই তারুণ্যের জাগরণের জন্য, গণতন্ত্রের জন্য আরেকবার।
দেশপ্রেমের শক্তি আর জাতীয়তাবাদের বল নিয়ে ঐতিহ্যবাহী ছাত্রদল আরেকবার ফুঁসে উঠুক, বাকশালের কবর রচনা করে।
দেশে বিদেশে, কলেজে বিশ্ববিদ্যালয়ে, জেলায় উপজেলায়, ইউনিয়নে গ্রামে ছড়িয়ে থাকা ছাত্রদলের বর্তমান ও সাবেক সকল নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা। সেই সাথে গভীর শ্রদ্ধা বাকশাল আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ সকল ছাত্রদল নেতাকর্মী ও তাদের শোকাতুর পরিবারের প্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন