ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা বিষয়

দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন ৫২.২২ শতাংশ। প্রার্থীদের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার আছেন ৭০.৭৪ শতাংশ। আর মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি এমন প্রার্থীর রয়েছেন ৯.২ শতাংশ প্রার্থীদের এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার । বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ড. বদিউল আলম মজুমদার জানান, ৫৪০ জন প্রার্থীর মধ্যে ৫৯ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে। কিন্তু এদের ৪৭ জনের বিরুদ্ধে অতীতে ৩০২ ধারায় খুনের মামলা ছিল। এ সময় তিনি ৩০০ আসনের ৫৪০ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলেন, এদের মধ্যে ৩৮২ জনের শিাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অপরদিকে এসএসসি বা তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা ৯৩ জন। তিনি বলেন, মোট প্রার্থীর মধ্যে ২৮২ জনের পেশা ব্যবসা, কৃষির সঙ্গে জড়িত ৪০ জন, চাকরি করেন ৩০ জন, আইনপেশায় রয়েছে ৬৩ জন, গৃহিনী হিসেবে রয়েছে ৫ জন এবং অন্যান্য পেশায় ৯২জন। তবে ১৯ জনের প্রার্থীর পেশার কথা উল্লেখ করা হয়নি দাখিলকৃত মনোনয়নপত্রে। এসব প্রার্থীর মধ্যে ২৭৭ জনের ১ থেকে ৫ কোটির মধ্যে সম্পদ রয়েছে এবং ৫ কোটির উপরে সম্পদ রয়েছে ১০৩ জনের। প্রার্থীদের মধ্যে ২২৬ জন ঋণ গ্রহীতা এবং এদের মধ্যে ৫ কোটির উপরে ঋণ নিয়েছেন ৩৯ জন প্রার্থী ও ১ থেকে ৫ কোটির ভিতরে ঋণ নিয়েছেন ৪১ জন এছাড়া ১০.৫২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে। তিনি আরো বলেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০জন প্রার্থীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জনের মধ্যে এ সংখ্যা ৩ জন ও বাকী ১৪৭ আসনের ৩৮৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের নামে এই মামলা রয়েছে। এদের মধ্যে মাত্র ২৭১ জন আয়কর প্রদান করেন। এসব তথ্য প্রার্থীদের হলফনামা প্রদত্ত তথ্যের ভিত্তিতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে বিচারপতি এবায়দুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড.জাফর উল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্টের আনজীবি ড.শাহদীন মালিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন