ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় উদ্বিগ্ন.. ইরানী বিশ্লেষক

বাংলাদেশে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটির সরকার। এ মন্তব্য করেছেন ইরানের এশিয়া বিষয়ক বিশ্লেষক পির মুহাম্মদ মোল্লাযেহি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি পরবর্তী পরিস্থিতি নিয়ে দৈনিক কুদসে আজ ‘বঙ্গে বিদ্রোহ’ শীর্ষক এক নিবন্ধে তিনি লিখেছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামি গণভিত্তি শক্তিশালী করতে সক্ষম হয়েছে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ কারণে অতীতে ফিরে গিয়ে গোত্রীয় প্রতিশোধ পরায়ণতার ধাঁচে উদ্বেগ নিরসনের চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও ফাঁসির মাধ্যমে দলটির প্রভাব ঠেকাতে চাইছেন। ইরানি এই বিশ্লেষক প্রশ্ন করেছেন, শেখ হাসিনা কি এর মাধ্যমে হিসাব-নিকাশের ক্ষেত্রে কৌশলগত ভুল করেননি? তার মতে, চল্লিশ বছর আগের ঘটনা সামনে আনার কোন প্রয়োজন ছিল না। কারণ যে জাতি তার অতীতের তিক্ত ঘটনাগুলোকে ভুলে না গিয়ে বারবারই সেগুলোকে সামনে নিয়ে আসে, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না। বিশ্লেষক মোল্লাযেহি আরো বলেছেন, জামায়াতে ইসলামীর মতো মধ্যপন্থী একটি দলকে দুর্বল করা হলে দলটির উগ্র মতাবলম্বীরা সহিংসতার মাধ্যমে দেশকে বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার অপরাধে গত বৃহস্পতিবার রাতে ফাঁসি দেয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল ২১ বছর। আব্দুল কাদের মোল্লা’র ফাঁসি কার্যকর হওয়ার পর বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। তুরস্কসহ আরো কিছু দেশেও বিক্ষোভ হয়েছে। এ অবস্থায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে জনগণের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন