০৭ ফেব্রুয়ারী ২০১৫: আজ সকালে বাসায় ফেরার পথে শেরেবাংলানগর থানা পুলিশ কর্তৃক রাজধানীর শ্যামলীতে লেগুনা গাড়ি থেকে শিবির নেতা ও কাজীপাড়া মাদরাসার ছাত্র জসিম উদ্দিন, ঢাকা পলিটেকনিকের ১ম বর্ষের ছাত্র সজিব, ঢাকা সিটি কলেজের ছাত্র আব্দুল মান্নান ও আব্দুল্লাহকে গ্রেফতারের পর অস্বীকার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিবির নেতৃবৃন্দ ও গ্রেফতারকৃত পরিবারের সদস্যরা।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেন, বাসায় ফেরার পথে লেগুনা গাড়ি থেকে তাদের আটক করে গ্রেফতর করে পুলিশ। কিন্তু অভিভাবকরা তাদের অবস্থান জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাথে দেখা করলে তারা তাদের গ্রেফতরের কথা অস্বীকার করে। প্রকাশ্যে দিবালোকে গ্রেফতরের পর পুলিশের এমন সরাসরি অস্বীকার নানা আশঙ্কার জন্ম দিয়েছে। অন্যায়ভাবে নিরাপরাধ ছাত্রদের গ্রেফতর করে অস্বীকার করা বাংলাদেশের প্রচলিত আইনের চরম লঙ্ঘন। আইনের রক্ষকদের এমন বেআইনি আচরণ কোনোভাবেই কাম্য নয়।
নেতৃবৃন্দ বলেন, একটি বিশেষ গোষ্ঠীর ইশারায় ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কথিত বন্দুকযুদ্ধের নামে নিরাপরাধ মেধাবী ছাত্রদের হত্যা করেছে। গত ১ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে শিবির নেতা এমদাদ উল্লাহকে গ্রেফতরের পর অস্বীকার করে রাতের আঁধারে হত্যা করে পুলিশ। যা আমাদের উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। সংগত কারণেই তাদের পরিবারের সাথে সাথে আমরাও গ্রেফতরকৃতদের জীবন নিয়ে শঙ্কিত। অবিলম্বে আমরা গ্রেফতরকৃতদের অবস্থান নিশ্চিত ও মুক্তি দিতে আইনি প্রক্রিয়া অনুস্বরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন