ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

লাল পতাকা আসছে গুরুত্বপূর্ন বার্তা নিয়ে

বাংলাদেশকে ভারতের কব্জায় যেতে দেয়া হবে না। লাল পতাকা আসছে গুরুত্বপূর্ন বার্তা নিয়ে। ২ মাস আগে লিখেছিলাম ১৯৭১ সালে ভারত-রাশিয়ার বিরুদ্ধে চীন-মার্কিনীদের যে অবস্থান ছিল, আবার সেটা পুন:স্থাপিত হবে। আমি বলছি না এদেশ পাকিস্তান বানাতে হবে। তবে বাংলাদেশকে ভারতের অঘোষিত রাজ্য বানাতে দেয়া হবে না। দ্যাট ইজ ফাইনাল। সেটা করলে ভারতের অরুনাচল হারাতে হবে। [আগে লিখেছিলাম: ঠেলার চোটে আটলান্টিকের ভ্রাতারা এখন লাল পতাকাকে মিনিমাইজ করার চেষ্টা করছে সম্মিলিতভাবে সাথে রেখে। আর এটা করতে গেলে কখনই দিল্লির চাহিদামত নির্বাচন হবে না ঢাকায়। বলে রাখা ভালো, দরকার হলে, অরুনাচলের ৩৬ কিলোমিটারের মধ্যে লাল পতাকা উদ্ভুত সমস্যা সৃষ্টি হওয়া বিচিত্র নয়। ঢাকার সমস্যা তুড়ি মেরে পার করা যাবে না। যেখানেই অশোক চক্র, বিপরীতে দাড়িয়ে আছে লাল ঝান্ডা--স্নায়ুযুদ্ধ জারী!!! ভারত চায় আরেক বার আম্লীগ সরকার। অন্যদিকে চীন চায় তার উল্টাটা। আরেকবার আম্লীগ ক্ষমতায় বসলে ভারত পাকাপাকিভাবে বাংলাদেশের উপর দিয়ে করিডোর নিয়ে নেবে। আর তাতে অসুবিধা হবে চীনের, তাদের অরুনাচল গেমে সমস্যা হবে। চীন সেটা হতে দেবে না। তাই চীনের চাওয়া বাংলাদেশে এন্টি-ইন্ডিয়ান সরকার। আশা করা যায়, বড় জটিল ‘ড্রাগন খেলা’! আর তখন বাংলাদেশের ভাগ্য নির্ধারনী খেলাটা দিল্লিতে নয়, বরং ঢাকাতেই হবে। আর তাতে জড়িয়ে যাবে আমেরিকা, ভারত ও চীন। এদের এক্টিভিটিজ বেশী হলে শেষে নিউট্রাল হয়ে যাবে সবাই। শেষে উইন করব আমরা- বাংলার পাবলিক।] বন্ধুগণ, আপনাদের কি মনে আছে চিঠি লিখেছিলেন শত শত। সেটা কাজে লেগেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন